সামসেরগঞ্জ, 17 এপ্রিল : বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন এলাকায় নাকা চেকিংয়ের সময় নগদ কয়েক লাখ টাকা বাজেয়াপ্ত করল সামসেরগঞ্জ থানার পুলিশ ও SSB। উপযুক্ত তথ্য দেখাতে না পারায় এক বাইক আরোহীর কাছ থেকে 21 লাখ 44 হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক করা হয়েছে ওই ব্যক্তিকে। নির্বাচনের কাজে টাকাগুলো অবৈধভাবে ব্যবহার করার জন্য টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান পুলিশের।
গতকাল সাকির হোসেন নামে ওই ব্যক্তি মোটর বাইকে ঝাড়খণ্ডের দিক থেকে ধূলিয়ানে আসছিল। নির্বাচনের জন্য সীমান্ত এলাকায় জোরকদমে চলছে নাকা চেকিং। সামসেরগঞ্জ থানার পুলিশ ও SSB মোটর বাইক থামিয়ে তল্লাশির সময় ওই টাকা পাওয়া যায়। ওই টাকার উৎস সম্পর্কে কোনও সঠিক প্রমাণ দেখাতে পারেনি সাকির। তারপরই টাকা বাজেয়াপ্ত করা হয়। ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
পাশাপাশি গতকাল সামসেরগঞ্জ থানার চাঁদপুর সংলগ্ন এলাকা থেকে 2 লাখ 20 হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার সঙ্গে এখনও কোনও রাজনৈতিক দলের সম্পর্কের অভিযোগ উঠে আসেনি।