বড়ঞা, 10 মে : এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে । পারস্পরিক বচসার জেরেই এই খুন বলে জানিয়েছেন স্থানীয়রা । গত সন্ধ্যায় বড়ঞার মসড্ডা গ্রামে এই ঘটনাটি ঘটে । মৃতের নাম নাম অনিমা বাগদি (42) । অভিযুক্ত সনজিৎ বাগদিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গত সন্ধ্যায় নবকুমার বাগদির পরিবারের সঙ্গে প্রতিবেশী সনজিৎ বাগদির বাড়ি ঢোকার রাস্তা নিয়ে বচসা বাধে । কথায় কথা বাড়ে । তীব্র উত্তেজনা ছড়ায় দুই পরিবারে । সেই সময় সনজিৎ বাগদি অতর্কিতে ধারালো অস্ত্র নিয়ে অনিমার মাথায় কোপ মারে বলে অভিযোগ । সেখানেই লুটিয়ে পড়ে যান অনিমা ।
গুরুতর আহত অবস্থা তাঁকে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় সনজিৎ বাগদির নামে খুনের মামলা রুজু করে মৃতের পরিবার । তদন্ত নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে । কী কারণে এমন ঘটনা ঘটল, পারিবারিক বচসা না কি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ ।