ETV Bharat / state

বাড়ির দরজার বাইরে পা দিয়েই বজ্রাঘাতে মৃত্য হল এক মহিলার - Samsherganj

মহেশাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

বাড়ির দরজার বাইরে পা দিয়েই বজ্রাঘাতে মৃত্য হল এক মহিলার
বাড়ির দরজার বাইরে পা দিয়েই বজ্রাঘাতে মৃত্য হল এক মহিলার
author img

By

Published : May 17, 2021, 7:18 PM IST

সামশেরগঞ্জ, 17 মে : বাড়ির দরজার বাইরে পা দিয়েই বজ্রাঘাতে মৃত্যু হল মহিলার । এদিন দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে সামশেরগঞ্জ থানার আলমশাহী গ্রামে । মৃত মহিলার নাম অষ্টমী প্রামাণিক (46) । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে । সামশেরগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নতুন বাড়ি নির্মাণে রাজমিস্ত্রিরা কাজ করছিলেন । তাঁদের খাওয়ার ব্যবস্থা করেন অষ্টমী প্রামাণিক । বিকেল নাগাদ খাবারের উচ্ছিষ্ট ফেলার জন্য বাড়ির বাইরে যান । দরজা থেকে বের হতেই আচমকা বিকট আওয়াজে বাজ পড়ে । সেখানেই সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েন তিনি । ছেলেরা বাড়ির বাইরে এসে দেখেন মা মাটিতে পড়ে রয়েছে ৷

আরও পড়ুন : হাসপাতালে আসা রোগীর পরিজনদের জন্য রাতের খাবারের ব্যবস্থা 'মুক্তির কাণ্ডারী'র

তড়িঘড়ি উদ্ধার করে মহেশাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরে পুলিশ এসে সেখান থেকেই দেহ উদ্ধার করে নিয়ে যায় । প্রসঙ্গত, গত তিনদিনে সামশেরগঞ্জ থানায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে চারজনের ।

সামশেরগঞ্জ, 17 মে : বাড়ির দরজার বাইরে পা দিয়েই বজ্রাঘাতে মৃত্যু হল মহিলার । এদিন দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে সামশেরগঞ্জ থানার আলমশাহী গ্রামে । মৃত মহিলার নাম অষ্টমী প্রামাণিক (46) । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে । সামশেরগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, নতুন বাড়ি নির্মাণে রাজমিস্ত্রিরা কাজ করছিলেন । তাঁদের খাওয়ার ব্যবস্থা করেন অষ্টমী প্রামাণিক । বিকেল নাগাদ খাবারের উচ্ছিষ্ট ফেলার জন্য বাড়ির বাইরে যান । দরজা থেকে বের হতেই আচমকা বিকট আওয়াজে বাজ পড়ে । সেখানেই সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়েন তিনি । ছেলেরা বাড়ির বাইরে এসে দেখেন মা মাটিতে পড়ে রয়েছে ৷

আরও পড়ুন : হাসপাতালে আসা রোগীর পরিজনদের জন্য রাতের খাবারের ব্যবস্থা 'মুক্তির কাণ্ডারী'র

তড়িঘড়ি উদ্ধার করে মহেশাইল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরে পুলিশ এসে সেখান থেকেই দেহ উদ্ধার করে নিয়ে যায় । প্রসঙ্গত, গত তিনদিনে সামশেরগঞ্জ থানায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে চারজনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.