ETV Bharat / state

ভগবানগোলায় সালিশি সভায় আক্রান্ত পঞ্চায়েত সমিতির সদস্য - Bhogobangola

নিজ সম্মতিতে বিবাহ বিচ্ছেদ করা নিয়ে সালিশি সভা বসানো হয়েছিল ভগবানগোলার বাবু পাড়ায়। একতরফা মীমাংসার অভিযোগে হামলা চালানো হয় পঞ্চায়েত সমিতির সদস্য তারিকুল ইসলামের উপরে।

Arbitration meeting
Arbitration meeting
author img

By

Published : Jun 8, 2020, 8:01 PM IST

ভগবানগোলা, 8 জুন : বিবাহ বিচ্ছেদ নিয়ে আয়োজিত সালিশি সভায় একতরফা মীমাংসা করা হচ্ছে অভিযোগে পঞ্চায়েত সদস্যের উপর হামলা চালাল একদল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে ভগবানগোলার এক নম্বর ব্লকের নসিপুর বাবুপাড়ায়। আহত পঞ্চায়েত সমিতির সদস্যের নাম তারিকুল ইসলাম।

জানা গিয়েছে, পাশের গ্রাম বাহুপুরের এক যুবকের সঙ্গে বিয়ে হয় নসিপুরের বাসিন্দা এক যুবতীর। গত ২৯ মে শ্বশুরবাড়িতে ওই যুবতিকে মারধর করায় তার বাবা তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয় ।

বিবাহ বিচ্ছেদের মামলা না করে, নিজেদের সম্মতিতে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য সালিশি সভার আয়োজন করা হয়েছিল নসিপুরে। সেই সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য তারিকুল ইসলাম। আচমকাই মীমাংসা একতরফা হচ্ছে বলে বচসা শুরু হয়। এরপরই যুবকের পরিবার দলবল সহ হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় আহত হন তারিকুল ইসলাম।

অন্যদিকে সালিশি সভা আয়োজনের অনুমতি নিয়েও বিতর্ক শুরু হয়েছে। উভয় পক্ষই জানিয়েছে, পুলিশের অনুমতি নিয়েই সালিশি সভা বসানো হয়েছিল। পঞ্চায়েত সদস্য তারিকুল ইসলামও অনুমতি নেওয়ার কথা জানান। কিন্তু পুলিশ সালিশি সভার অনুমতি কীভাবে দিল, তা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

ভগবানগোলা, 8 জুন : বিবাহ বিচ্ছেদ নিয়ে আয়োজিত সালিশি সভায় একতরফা মীমাংসা করা হচ্ছে অভিযোগে পঞ্চায়েত সদস্যের উপর হামলা চালাল একদল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে ভগবানগোলার এক নম্বর ব্লকের নসিপুর বাবুপাড়ায়। আহত পঞ্চায়েত সমিতির সদস্যের নাম তারিকুল ইসলাম।

জানা গিয়েছে, পাশের গ্রাম বাহুপুরের এক যুবকের সঙ্গে বিয়ে হয় নসিপুরের বাসিন্দা এক যুবতীর। গত ২৯ মে শ্বশুরবাড়িতে ওই যুবতিকে মারধর করায় তার বাবা তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয় ।

বিবাহ বিচ্ছেদের মামলা না করে, নিজেদের সম্মতিতে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য সালিশি সভার আয়োজন করা হয়েছিল নসিপুরে। সেই সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য তারিকুল ইসলাম। আচমকাই মীমাংসা একতরফা হচ্ছে বলে বচসা শুরু হয়। এরপরই যুবকের পরিবার দলবল সহ হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় আহত হন তারিকুল ইসলাম।

অন্যদিকে সালিশি সভা আয়োজনের অনুমতি নিয়েও বিতর্ক শুরু হয়েছে। উভয় পক্ষই জানিয়েছে, পুলিশের অনুমতি নিয়েই সালিশি সভা বসানো হয়েছিল। পঞ্চায়েত সদস্য তারিকুল ইসলামও অনুমতি নেওয়ার কথা জানান। কিন্তু পুলিশ সালিশি সভার অনুমতি কীভাবে দিল, তা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.