ETV Bharat / state

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত 1 - bomb blast in Murshidabad

শুক্রবার রাতে মধুপুর মাঠে এক জলাশয়ের পাশে বোমা বাঁধার কাজ চলছিল ৷ সেই সময়ই বিস্ফোরণ ঘটে ৷

Domkol
ডোমকল
author img

By

Published : Nov 14, 2020, 11:03 PM IST

ডোমকল, 14 নভেম্বর : বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মুর্শিদাবাদের ডোমকলের মধুপুর এলাকার ঘটনা ৷ মৃতের নাম আশাদুল শেখ (40) ৷ বাড়ি জুগন্দি পঞ্চায়েতের মালোপাড়া এলাকায় ৷ পুলিশ সূত্রের খবর, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷

সূত্রের খবর, শুক্রবার রাতে মধুপুর মাঠে এক জলাশয়ের পাশে বোমা বাঁধার কাজ চলছিল ৷ সেই সময়ই বিস্ফোরণ ঘটে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় আশাদুল শেখের ৷ আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় ৷ এরপরেই তাঁরা পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় ডোমকল থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ জানা গিয়েছে, এলাকা থেকে বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে ৷ সূত্রের খবর, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷

ডোমকল, 14 নভেম্বর : বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মুর্শিদাবাদের ডোমকলের মধুপুর এলাকার ঘটনা ৷ মৃতের নাম আশাদুল শেখ (40) ৷ বাড়ি জুগন্দি পঞ্চায়েতের মালোপাড়া এলাকায় ৷ পুলিশ সূত্রের খবর, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷

সূত্রের খবর, শুক্রবার রাতে মধুপুর মাঠে এক জলাশয়ের পাশে বোমা বাঁধার কাজ চলছিল ৷ সেই সময়ই বিস্ফোরণ ঘটে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় আশাদুল শেখের ৷ আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় ৷ এরপরেই তাঁরা পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় ডোমকল থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ জানা গিয়েছে, এলাকা থেকে বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে ৷ সূত্রের খবর, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.