ETV Bharat / state

BSF Firing : বিএসএফের গুলিতে মুর্শিদাবাদে মৃত্যু পাচারকারীর - one smuggler killed in BSF firing

রবিবার ভোরে 12-15 জনের একটি পাচারকারী দল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত টপকানোর চেষ্টা করে । বিএসএফ তাদের বাধা দিলে গুলি চালায় পাচারকারীরা ৷ পালটা জবাব দেয় বিএসএফ ৷ সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মারা যায় এক পাচারকারী ৷ (one smuggler killed in BSF firing) ৷

BSF Firing at murshidabad
মুর্শিদাবাদে মৃত্যু পাচারকারীর
author img

By

Published : Jun 5, 2022, 7:01 PM IST

Updated : Jun 5, 2022, 10:26 PM IST

বহরমপুর, 5 জুন : বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর (one smuggler killed in BSF firing) । উদ্ধার 532 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, বেশকিছু ধারাল অস্ত্র । জানা গিয়েছে, রবিবার সকালে সাগরপাড়া বিওপি এলাকায় বিএসএফের 141 নম্বর ব্যাটলিয়নের জওয়ানদের গুলিতে মৃত্যু হয় ওই পাচারকারীর । বিএসএফ সূত্রে খবর, মৃতের নাম রোহুল মণ্ডল । তার বাড়ি সাগরপাড়া থানার রামনারায়ণ পাড়ায় । মৃতের দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : জামাইষষ্ঠীতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দম্পতির !

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে 12-15 জনের একটি পাচারকারী দল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত টপকানোর চেষ্টা করে । তাদের গতিবিধি লক্ষ্য করে বিএসএফের 141 নম্বর ব্যাটলিয়নের জওয়ানরা তাদের ধাওয়া করে ।

বিএসএফ সূত্রে খবর, পাচারকারীরা বিএসএফকে লক্ষ্য করে ইঁট, ঢিল মারতে শুরু করে । পালটা রবার বুলেট চালিয়ে তাদের থামানোর চেষ্টা করা হয় । কিন্তু পাচারকারীরা গুলি চালাতে শুরু করলে, বিএসএফও ফায়ারিং শুরু করে । তাতেই মৃত্যু হয় রোহুল মণ্ডলের । যদিও পালিয়ে যায় বাকি পাচারকারীরা ৷ ঘটনার পর ওই এলাকায় টহলদারি বাড়িয়েছে বিএসএফ ।

বহরমপুর, 5 জুন : বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর (one smuggler killed in BSF firing) । উদ্ধার 532 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, বেশকিছু ধারাল অস্ত্র । জানা গিয়েছে, রবিবার সকালে সাগরপাড়া বিওপি এলাকায় বিএসএফের 141 নম্বর ব্যাটলিয়নের জওয়ানদের গুলিতে মৃত্যু হয় ওই পাচারকারীর । বিএসএফ সূত্রে খবর, মৃতের নাম রোহুল মণ্ডল । তার বাড়ি সাগরপাড়া থানার রামনারায়ণ পাড়ায় । মৃতের দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন : জামাইষষ্ঠীতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দম্পতির !

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে 12-15 জনের একটি পাচারকারী দল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত টপকানোর চেষ্টা করে । তাদের গতিবিধি লক্ষ্য করে বিএসএফের 141 নম্বর ব্যাটলিয়নের জওয়ানরা তাদের ধাওয়া করে ।

বিএসএফ সূত্রে খবর, পাচারকারীরা বিএসএফকে লক্ষ্য করে ইঁট, ঢিল মারতে শুরু করে । পালটা রবার বুলেট চালিয়ে তাদের থামানোর চেষ্টা করা হয় । কিন্তু পাচারকারীরা গুলি চালাতে শুরু করলে, বিএসএফও ফায়ারিং শুরু করে । তাতেই মৃত্যু হয় রোহুল মণ্ডলের । যদিও পালিয়ে যায় বাকি পাচারকারীরা ৷ ঘটনার পর ওই এলাকায় টহলদারি বাড়িয়েছে বিএসএফ ।

Last Updated : Jun 5, 2022, 10:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.