মুর্শিদাবাদ, 10 সেপ্টেম্বর: কান্দি-সালার রাজ্য সড়কের উপর কান্দি 'ল' কলেজ মোড় এলাকায় পথ দুর্ঘটনায় মৃত এক ও আহত চার (One Died and Several Injured)। শনিবার কান্দির দিক থেকে সালারের দিকে একটি ছোট গাড়িতে করে 5 জন যাচ্ছিলেন তখনই সালারের দিক থেকে কান্দির দিকে আসা একটি ডাম্পারের সংঘর্ষ হয় (Kandi Road Accident)।
সংঘর্ষের জেরে ঘটনা স্থলেই মৃত্যু হয় এক জনের এবং আহত হন ছোটো গাড়ির চালক-সহ মোট চার জন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ ৷ তড়িঘড়ি আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে ৷ মৃত রেজমাইল শেখকে কান্দি মহকুমা হাসপাতালের (Kandi Sub Division Hospital) মর্গে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।
আহত দোলন শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ হাবিবুর শেখ, সাহাবুল শেখ, মুখলেসুর রহমান, রাজু শেখ, সফিউল শেখ ও রবিউল ইসলামকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক ঘাতক ডাম্পারের চালক ৷ কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।