ETV Bharat / state

বাংলাদেশি পাচারকারীদের হামলায় জখম বিএসএফ জওয়ান - বাংলাদেশি পাচারকারীদের হামলা

গতকাল দুপুরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বামনাবাদ এলাকায় এক সন্দেহভাজনকে দেখতে পাv ওই জওয়ান । কাছে যেতেই ঝোপ থেকে বেরিয়ে তিন বাংলাদেশি পাচারকারী তাঁর উপর হামলা চালায় ।

One BSF jawan was injured
জখম এক বিএসএফ জওয়ান
author img

By

Published : Jan 20, 2021, 10:51 AM IST

রানিনগর, 20 জানুয়ারি : বাংলাদেশি পাচারকারীদের হামলায় জখম হলেন এক বিএসএফ জওয়ান । ঘটনাটি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বামনাবাদ বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকার । গতকাল দুপুরের ঘটনা ।

বিএসএফ সূত্রে খবর, জখম কনস্টেবলের নাম মিমু বর্মণ । তাঁকে রানিনগর ব্লক হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। রানিনগর থানায় অভিযোগ দায়ের করে ঘটনার বিবরণ বিজিবিকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর ।

বামনাবাদ এলাকায় ফেনসিডিল পাচারের এক তদন্তে গিয়েছিলেন বিএসএফের কনস্টেবল মিমু বর্মণ । সেই সময় সীমান্তে এক সন্দেহভাজনের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে তাঁকে চ্যালেঞ্জ জানান ওই জওয়ান । এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, কাছাকাছি যেতেই আর দুই বাংলাদেশি লম্বা ঘাসের ঝোপ থেকে বেরিয়ে ওই জওয়ানের উপর হামলা চালায় । এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপে জওয়ানের দুটি আঙুল কেটে যায় । জখম অবস্থাতেই দুর্বৃত্তদের সঙ্গে একাই লড়ে যায় বলে দাবি বিএসএফের । জওয়ানের কাছে পরাস্ত হয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা গা ঢাকা দেয় । খবর পেয়ে ওই জওয়ানকে উদ্ধার করে আনা হয় ।

আরও পড়ুন : বাংলাদেশ পাচারের আগে লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেন্সিডিল-সহ গ্রেপ্তার

রানিনগর, 20 জানুয়ারি : বাংলাদেশি পাচারকারীদের হামলায় জখম হলেন এক বিএসএফ জওয়ান । ঘটনাটি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বামনাবাদ বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকার । গতকাল দুপুরের ঘটনা ।

বিএসএফ সূত্রে খবর, জখম কনস্টেবলের নাম মিমু বর্মণ । তাঁকে রানিনগর ব্লক হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। রানিনগর থানায় অভিযোগ দায়ের করে ঘটনার বিবরণ বিজিবিকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর ।

বামনাবাদ এলাকায় ফেনসিডিল পাচারের এক তদন্তে গিয়েছিলেন বিএসএফের কনস্টেবল মিমু বর্মণ । সেই সময় সীমান্তে এক সন্দেহভাজনের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে তাঁকে চ্যালেঞ্জ জানান ওই জওয়ান । এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, কাছাকাছি যেতেই আর দুই বাংলাদেশি লম্বা ঘাসের ঝোপ থেকে বেরিয়ে ওই জওয়ানের উপর হামলা চালায় । এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপে জওয়ানের দুটি আঙুল কেটে যায় । জখম অবস্থাতেই দুর্বৃত্তদের সঙ্গে একাই লড়ে যায় বলে দাবি বিএসএফের । জওয়ানের কাছে পরাস্ত হয়ে বাংলাদেশি দুষ্কৃতীরা গা ঢাকা দেয় । খবর পেয়ে ওই জওয়ানকে উদ্ধার করে আনা হয় ।

আরও পড়ুন : বাংলাদেশ পাচারের আগে লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেন্সিডিল-সহ গ্রেপ্তার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.