মুর্শিদাবাদ, 8 মে: সোনার বিস্কুট-সহ ধৃত এক পাচারকারী ৷ রবিবার ওই পাচারকারীকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লালগোলা এলাকা থেকে প্রথমে আটক করে বিএসএফের 35 নম্বর ব্যাটলিয়নের জওয়ানরা । পরে তাকে গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ ৷
দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বিএসএফ কর্মীরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তাদের আওতাধীন এলাকা থেকে 8টি সোনার বিস্কুট-সহ এক চোরাকারবারীকে আটক করেছে । উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির ওজন 933 গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য 57 লক্ষ 86 হাজার 584 টাকা বলে দাবি বিএসএফের।
গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, গোপন সূত্রে খবর পেয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লালগোলা এলাকায় নজরদারি চালানো হচ্ছিল ৷ দেখা যায় এক ব্যক্তি কৃষকের ছদ্মবেশে ব্যারিকেড পেরিয়ে ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন । কিছুক্ষণ পর ওই চোরাচালানকারী সাইকেল নিয়ে চেকিং গেটে এলে, জওয়ানরা তাকে থামিয়ে তল্লাশি চালায় । তল্লাশির সময় কর্তব্যরত জওয়ানরা লক্ষ্য করেন যে তার সাইকেলের সামনের টায়ারের কিছু অংশ ফেটে গিয়েছে । এটা দেখে জওয়ানদের সন্দেহ হয় ৷ পাচারকারীকে এর কারণ জিজ্ঞেস করলে, ওই ব্যক্তি সন্তোষজনক উত্তর না পেয়ে জওয়ানরা টায়ার খুলে দেখেন তার ভেতর থেকে 8টি সোনার বিস্কুট ৷ এরপর সেগুলি বাজেয়াপ্ত করা হয় ৷
আরও পড়ুন: ফের বিএসএফের সাফল্য, পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার সোনার বিস্কুট
ধৃত পাচারকারীর নাম অনিকুল ইসলাম। বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায় । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেই জানা গিয়েছে, এই সোনার বিস্কুটগুলো তাকে সহিদুল নামে এক বাংলাদেশি দিয়েছিল । সীমান্তে এসে অনিকুল আসাদুল নামে এক চোরাকারবারির কাছে এসব সোনার বিস্কুট তুলে দিতে যাচ্ছিল । সেই সময়েই বিএসএফের হাতে ধরা পড়ে যায় সে ৷
প্রসঙ্গত, লালগোলা এলাকায় ক্রমশ সোনা পাচারের করিডর হয়ে উঠছে । এদিকে সোনা চোরাচালান সংক্রান্ত কোনো তথ্য দিতে বিএসএফের সীমা সাথী হেল্পলাইন খুলেছে । নাম গোপনের শর্তে যে কেউ 14419 নম্বরে রিপোর্ট করতে পারেন । এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্তে 9903472227 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও তথ্য জানানো যেতে পারে ।