ETV Bharat / state

নাবালিকাকে যৌন হেনস্থায় জরিমানা সহ 20 বছরের জেল প্রতিবেশীর

author img

By

Published : Sep 4, 2020, 3:11 AM IST

Updated : Sep 4, 2020, 6:35 AM IST

ঘটনাটি ঘটেছিল 2019 সালে বড়ঞা থানার কোমড্ডা গ্রামে। বৃহস্পতিবার সেই মামলার রায় দেন কান্দির অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক৷

on Sexual harassment of minors
প্রতিবেশীর

কান্দি, 4 সেপ্টেম্বর: নাবালিকাকে যৌন হেনস্থার দায়ে প্রতিবেশী ব্যক্তির 20 বছরের জেল হল। এইসঙ্গে 10 হাজার টাকা জরিমানা করল কান্দি মহকুমা আদালত৷

ঘটনাটি ঘটেছিল 2019 সালে বড়ঞা থানার কোমড্ডা গ্রামে। এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রতিবেশী গনেশ দাসের বিরুদ্ধে৷ নাবালিকার বাবার অভিযোগে পুলিশ তদন্ত শুরু করে৷ এরপরই অভিযুক্ত গণেশ দাসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে এতদিন জেল হেপাজতে ছিল অভিযুক্ত। বৃহস্পতিবার ওই মামলায় অভিযুক্তের 20 বছরের জেল ও 10 হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন কান্দির অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সন্দীপ কুমার মান্না।

কান্দি মহকুমা আদালতে সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানিয়েছেন, 7 জনের সাক্ষ্যগ্রহণের পর বিচারক সন্দীপ কুমার মান্না বৃহস্পতিবার রায় দেন৷ দোষীকে নাবালিকাকে যৌন হেনস্থা আইনে 20 বছরের জেল ও সঙ্গে 10 হাজার টাকা জরিমানা করা হয়৷ অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

কান্দি, 4 সেপ্টেম্বর: নাবালিকাকে যৌন হেনস্থার দায়ে প্রতিবেশী ব্যক্তির 20 বছরের জেল হল। এইসঙ্গে 10 হাজার টাকা জরিমানা করল কান্দি মহকুমা আদালত৷

ঘটনাটি ঘটেছিল 2019 সালে বড়ঞা থানার কোমড্ডা গ্রামে। এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে প্রতিবেশী গনেশ দাসের বিরুদ্ধে৷ নাবালিকার বাবার অভিযোগে পুলিশ তদন্ত শুরু করে৷ এরপরই অভিযুক্ত গণেশ দাসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে এতদিন জেল হেপাজতে ছিল অভিযুক্ত। বৃহস্পতিবার ওই মামলায় অভিযুক্তের 20 বছরের জেল ও 10 হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন কান্দির অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সন্দীপ কুমার মান্না।

কান্দি মহকুমা আদালতে সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী জানিয়েছেন, 7 জনের সাক্ষ্যগ্রহণের পর বিচারক সন্দীপ কুমার মান্না বৃহস্পতিবার রায় দেন৷ দোষীকে নাবালিকাকে যৌন হেনস্থা আইনে 20 বছরের জেল ও সঙ্গে 10 হাজার টাকা জরিমানা করা হয়৷ অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

Last Updated : Sep 4, 2020, 6:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.