জলঙ্গি, 13 জুন: জমি বিবাদের জেরে প্রতিবেশীদের মারে মৃত্যু হল এক প্রবীণ ব্যক্তির । ঘটনায় গুরুতর জখম আরও দুই। ঘটনাটি মুর্শিদাবাদের জলঙ্গি থানার খয়রামারি অঞ্চলের রওশন নগর গ্রামের। মৃতের নাম আজবার শেখ(65)। আজবার শেখের ছেলে ও বউমা গুরুতর জখম অবস্থায় ভরতি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমির সীমানা দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আজবার শেখের সঙ্গে তাঁর প্রতিবেশীর বিবাদ চলছিল। আজ চাষের জন্য মাঠে গেলে প্রতিবেশীরা দলবল নিয়ে আজবার শেখের উপর চড়াও হয়। অভিযোগ, রাস্তার উপর ফেলে তাঁকে বেধড়ক লাঠিপেটা করা হয়। বাধা দিতে এসে জখম হন তাঁর ছেলে ও বউমা। গুরুতর জখম অবস্থায় তিনজনকে সাদিখাঁন দেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই মৃত্যু হয় আজবার শেখের। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ । জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।