ডোমকল, 20 জানুয়ারি : জোরজুলুম করে টাকা না পেয়ে এক মহিলার উপর অত্যাচারের অভিযোগ আয়াদের বিরুদ্ধে ৷ অভিযোগ, সন্তান প্রসবের পর আয়ারা দেখভালের জন্য টাকা চায় এক মহিলার কাছে । তা না পাওয়ায় বিভিন্নভাবে লাঞ্ছনা করে মহিলাকে। কুলশন বিবি নামে এক মহিলা 12 জানুয়ারি ডোমকল মহকুমা হাসপাতালে প্রসবের জন্য ভরতি হন। তিনি 13 জানুয়ারি রাতে সন্তান প্রসব করেন। এরপরেই আয়ারা টাকা চাইতে থাকে উনার কাছ থেকে।
কুলশন বিবির অভিযোগ, 800 টাকা দেওয়ার পরও আয়ারা আরও টাকা তাঁর কাছ থেকে দাবি করে। তিনি বাড়তি আর টাকা দিতে না পারায় আয়ারা তাঁর শরীরে আঘাত করে বলে অভিযোগ ৷ এমনকি হাসপাতালে থাকা কাঁচি দিয়েও ওনাকে আঘাত করা হয়। অকথ্য গালিগালাজও করে বলে তিনি অভিযোগ করেন।
আরও পড়ুন : ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 14, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর
কুলশন বিবি এই বিষয়ে হাসপাতালের সুপার এবং বিভিন্ন প্রশাসনিক অধিকর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পাল জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনায় দায়ি তা চিহ্ণিত করে ব্যবস্থা নেওয়া হবে ৷