ETV Bharat / state

JU Student Death: যাদবপুরকাণ্ডে গ্রেফতারির পর মুর্শিদাবাদের হিমাংশুর বাড়িতে তালা, বেপাত্তা পরিবার !

Arrested in Jadavpur Student Death Case: যাদবপুরকাণ্ডে শুক্রবার গ্রেফতার হয়েছেন মেধাবী পড়ুয়া হিসাবে পরিচিত মুর্শিদাবাদের হিমাংশু রায় ৷ ছেলের গ্রেফতারির খবর শুনেই বাড়িতে তালা ঝুলিয়ে বেপাত্তা শিক্ষিকা মা !

JU Student Death
যাদবপুরকাণ্ডে ধৃতের পরিবার
author img

By

Published : Aug 19, 2023, 2:15 PM IST

যাদবপুরকাণ্ডে গ্রেফতারির পর মুর্শিদাবাদের হিমাংশুর বাড়িতে তালা

সামশেরগঞ্জ, 19 অগস্ট: যাদবপুরকাণ্ডে একদিকে যখন বেশিরভাগ ধৃতদের পরিবারের তরফে দাবি করা হচ্ছে তারা নির্দোষ ৷ অন্যদিকে গতকাল থেকে তালা বন্ধ হিমাংশু রায়ের বাড়িতে ৷ দেখা মিলল না তাঁর মায়ের ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে আরও তিনজনকে ৷ তাঁদের মধ্যে একজন হলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতার বাসিন্দা হিমাংশু ।

তাঁর গ্রামে গিয়ে জানা গিয়েছে, বাড়িতে এক দিদি এবং মা রয়েছেন এই পড়ুয়ার । বাবার মৃত্যু হয়েছে দশ বছর হল । প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্থানীয় স্কুলে পড়াশুনা করেছেন তিনি ৷ মেধাবী হিমাংশুর ষষ্ঠ শ্রেণি থেকেই পড়াশুনা শুরু জহর নবোদয় বিদ্যালয় থেকে । তারপর থেকেই এখনও পর্যন্ত বাইরেই পড়াশুনা করছেন তিনি । যাদপবপুরে পিএইচডি স্কলার হিমাংশু । তাঁর বড় দিদিও কলকাতায় পড়াশুনা করেন । মা স্থানীয় শেরপুর শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা । মধ্যবিত্ত পরিবারের এই সন্তান যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অংকে মাস্টার ডিগ্রি পাওয়ার পর সম্প্রতি মাস দুয়েক আগে পিএইচডিতে ভরতি হন ।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরও 3, ধৃত বেড়ে 12

শুক্রবার সন্ধ্যায় যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় হিমাংশুর গ্রেফতারের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে ৷ এরপরেই এলাকায় যেন আলোড়ন তৈরি হয় । স্থানীয় বাসিন্দাদের দাবি, হিমাংশু খুব ভালো ছেলে । কিন্তু কীভাবে এই অঘটন ঘটল তা তারা জানে না । এ দিকে গ্রেফতারির পর থেকেই সামশেরগঞ্জের নিমতিতার কর্মকারপাড়ায় অবস্থিত হিমাংশুর বাড়িতে তালা পড়েছে । মা বাড়িতে না থাকায় স্বাভাবিক কারণেই পরিবারের কোনও সদস্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে হিমাংশুর কাকা বিশ্বাস করতে পারছেন না তিনি ছাত্র মৃত্যুর ঘটনায় জড়িত । তাঁর দাবি, অন্তত মেধাবী হিমাংশু এই ঘটনায় জড়িত নয় । তাঁকে ফাঁসানো হচ্ছে ।

যাদবপুরকাণ্ডে গ্রেফতারির পর মুর্শিদাবাদের হিমাংশুর বাড়িতে তালা

সামশেরগঞ্জ, 19 অগস্ট: যাদবপুরকাণ্ডে একদিকে যখন বেশিরভাগ ধৃতদের পরিবারের তরফে দাবি করা হচ্ছে তারা নির্দোষ ৷ অন্যদিকে গতকাল থেকে তালা বন্ধ হিমাংশু রায়ের বাড়িতে ৷ দেখা মিলল না তাঁর মায়ের ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে আরও তিনজনকে ৷ তাঁদের মধ্যে একজন হলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতার বাসিন্দা হিমাংশু ।

তাঁর গ্রামে গিয়ে জানা গিয়েছে, বাড়িতে এক দিদি এবং মা রয়েছেন এই পড়ুয়ার । বাবার মৃত্যু হয়েছে দশ বছর হল । প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্থানীয় স্কুলে পড়াশুনা করেছেন তিনি ৷ মেধাবী হিমাংশুর ষষ্ঠ শ্রেণি থেকেই পড়াশুনা শুরু জহর নবোদয় বিদ্যালয় থেকে । তারপর থেকেই এখনও পর্যন্ত বাইরেই পড়াশুনা করছেন তিনি । যাদপবপুরে পিএইচডি স্কলার হিমাংশু । তাঁর বড় দিদিও কলকাতায় পড়াশুনা করেন । মা স্থানীয় শেরপুর শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা । মধ্যবিত্ত পরিবারের এই সন্তান যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অংকে মাস্টার ডিগ্রি পাওয়ার পর সম্প্রতি মাস দুয়েক আগে পিএইচডিতে ভরতি হন ।

আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরও 3, ধৃত বেড়ে 12

শুক্রবার সন্ধ্যায় যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় হিমাংশুর গ্রেফতারের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে ৷ এরপরেই এলাকায় যেন আলোড়ন তৈরি হয় । স্থানীয় বাসিন্দাদের দাবি, হিমাংশু খুব ভালো ছেলে । কিন্তু কীভাবে এই অঘটন ঘটল তা তারা জানে না । এ দিকে গ্রেফতারির পর থেকেই সামশেরগঞ্জের নিমতিতার কর্মকারপাড়ায় অবস্থিত হিমাংশুর বাড়িতে তালা পড়েছে । মা বাড়িতে না থাকায় স্বাভাবিক কারণেই পরিবারের কোনও সদস্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে হিমাংশুর কাকা বিশ্বাস করতে পারছেন না তিনি ছাত্র মৃত্যুর ঘটনায় জড়িত । তাঁর দাবি, অন্তত মেধাবী হিমাংশু এই ঘটনায় জড়িত নয় । তাঁকে ফাঁসানো হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.