ETV Bharat / state

বিপাকে সৌমিক, ডোমকল পৌরসভায় 13 তৃণমূল কাউন্সিলরের অনাস্থা - no confidence motion

পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবার ডোমকলে । পৌর চেয়ারম্যান সৌমিক হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে আজ 13 জন কাউন্সিলর নিজেদের স্বাক্ষর সম্বলিত চিঠি জমা দিলেন ডোমকল মহকুমাশাসকের কাছে ।

domkal
author img

By

Published : Jul 1, 2019, 6:37 PM IST

Updated : Jul 1, 2019, 6:49 PM IST

ডোমকল, 1 জুলাই : পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবার ডোমকলে । পৌর চেয়ারম্যান সৌমিক হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে আজ 13 জন কাউন্সিলর নিজেদের সই সম্বলিত চিঠি জমা দিলেন ডোমকল মহকুমাশাসকের কাছে । সৌমিকবাবু অবশ্য তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এবিষয়ে এখনও কিছু জানি না । তবে খোঁজ নিয়ে দেখছি ।

বেশ কিছুদিন ধরে ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেনের বিরুদ্ধে ক্ষোভ জমছিল দলের অন্দরে । তাঁর বিরুদ্ধে মূলত শৃঙ্খলাভঙ্গ ও আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছে । অনাস্থা প্রস্তাবের আগে জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বকে এবিষয়ে অভিযোগ জানানো হয়েছিল । কিন্তু তারপরেও সৌমিকবাবুর ব্যবহারে কোনও পরিবর্তন হয়নি । আর তাই আজ 21 আসন বিশিষ্ট পৌরসভার 13 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাবে সই করেন ও জমা দেন ।

এই মুহূর্তে সৌমিকবাবুর হাতে 15 দিন সময় আছে । আগামী 15 দিনের মধ্যে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে তাঁকে । না হলে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হবে । তবে দলীয় কাউন্সিলররা এভাবে অনাস্থা আনায় স্বাভাবিকভাবেই চরম বিপাকে পড়েছে জেলা নেতৃত্ব ।

ডোমকল, 1 জুলাই : পৌর চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবার ডোমকলে । পৌর চেয়ারম্যান সৌমিক হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে আজ 13 জন কাউন্সিলর নিজেদের সই সম্বলিত চিঠি জমা দিলেন ডোমকল মহকুমাশাসকের কাছে । সৌমিকবাবু অবশ্য তাঁর প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এবিষয়ে এখনও কিছু জানি না । তবে খোঁজ নিয়ে দেখছি ।

বেশ কিছুদিন ধরে ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেনের বিরুদ্ধে ক্ষোভ জমছিল দলের অন্দরে । তাঁর বিরুদ্ধে মূলত শৃঙ্খলাভঙ্গ ও আর্থিক তছরুপের অভিযোগ আনা হয়েছে । অনাস্থা প্রস্তাবের আগে জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বকে এবিষয়ে অভিযোগ জানানো হয়েছিল । কিন্তু তারপরেও সৌমিকবাবুর ব্যবহারে কোনও পরিবর্তন হয়নি । আর তাই আজ 21 আসন বিশিষ্ট পৌরসভার 13 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাবে সই করেন ও জমা দেন ।

এই মুহূর্তে সৌমিকবাবুর হাতে 15 দিন সময় আছে । আগামী 15 দিনের মধ্যে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে তাঁকে । না হলে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হবে । তবে দলীয় কাউন্সিলররা এভাবে অনাস্থা আনায় স্বাভাবিকভাবেই চরম বিপাকে পড়েছে জেলা নেতৃত্ব ।

sample description
Last Updated : Jul 1, 2019, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.