ETV Bharat / state

দরিদ্রদের পাশে থাকার অঙ্গীকার সিভিক ভলান্টিয়রের - civic Voltaire

মাসিক বেতনের টাকা থেকে দুশো পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিল এক সিভিক ভলেন্টিয়ার ৷ ঘটনাটি বহরমপুরের রানিতলার ৷

murshidabad
বহরমপুর
author img

By

Published : Apr 6, 2020, 3:43 PM IST

বহরমপুর , 6 এপিল : পেশায় সিভিক ভলান্টিয়র ৷ মাসিক ভাতা ন্যূনতম ৷ যার সিংহভাগ চলে যায় সংসার খরচে । সম্বল বলতে যৎসামান্য সঞ্চয় ৷ তবু নিজেকে বিরত রাখতে পারেনি দরিদ্রদের সাহয্য করতে ৷ সঞ্চিত টাকা খরচ করেই দরিদ্রদের পাশে দাঁড়ালেন রানিতলা থানার সিভিক ভলেন্টিয়ার মাসাদুল হক । খাদ্য সামগ্রী বিতরণে মাসাদুলকে সাহায্য করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু মিলন ইসলাম ।

দেশ জুড়ে লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ । উপার্জন না থাকায় পরিবারগুলিতে খাদ্য সংকট । এই সময়ে খাদ্য সামগ্রী নিয়ে পথে নেমেছে রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন । সাহায্য করতে পিছপা হয়নি স্বল্প বেতনভোগী সিভিক ভলান্টিয়র মাসাদুল ৷ সোমবার সকাল থেকে রানিতলা থানার প্রায় 200 দরিদ্র পারিবারকে পাঁচ কেজি চাল, চার কেজি আলু, হাফ লিটার সরষের তেল, এক প্যাকেট নুন, চারটি ডিম সহ তুলে দিলেন হাত ধোওয়ার সাবান। পাশাপাশি পরিবারগুলিকে সচেতনতার বার্তা দিয়ে সামাজিক দায়বদ্ধতাও পালন করেছেন ।

মাসাদুল নিজের উদ্যোগ প্রসঙ্গে বলেন," আজ 200 জনকে দিলাম । এরপর সামর্থ্য অনুয়ায়ী আরও মানুষকে সাহায্য করব ।"

বহরমপুর , 6 এপিল : পেশায় সিভিক ভলান্টিয়র ৷ মাসিক ভাতা ন্যূনতম ৷ যার সিংহভাগ চলে যায় সংসার খরচে । সম্বল বলতে যৎসামান্য সঞ্চয় ৷ তবু নিজেকে বিরত রাখতে পারেনি দরিদ্রদের সাহয্য করতে ৷ সঞ্চিত টাকা খরচ করেই দরিদ্রদের পাশে দাঁড়ালেন রানিতলা থানার সিভিক ভলেন্টিয়ার মাসাদুল হক । খাদ্য সামগ্রী বিতরণে মাসাদুলকে সাহায্য করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু মিলন ইসলাম ।

দেশ জুড়ে লকডাউনের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ । উপার্জন না থাকায় পরিবারগুলিতে খাদ্য সংকট । এই সময়ে খাদ্য সামগ্রী নিয়ে পথে নেমেছে রাজনৈতিক দল থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন । সাহায্য করতে পিছপা হয়নি স্বল্প বেতনভোগী সিভিক ভলান্টিয়র মাসাদুল ৷ সোমবার সকাল থেকে রানিতলা থানার প্রায় 200 দরিদ্র পারিবারকে পাঁচ কেজি চাল, চার কেজি আলু, হাফ লিটার সরষের তেল, এক প্যাকেট নুন, চারটি ডিম সহ তুলে দিলেন হাত ধোওয়ার সাবান। পাশাপাশি পরিবারগুলিকে সচেতনতার বার্তা দিয়ে সামাজিক দায়বদ্ধতাও পালন করেছেন ।

মাসাদুল নিজের উদ্যোগ প্রসঙ্গে বলেন," আজ 200 জনকে দিলাম । এরপর সামর্থ্য অনুয়ায়ী আরও মানুষকে সাহায্য করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.