ETV Bharat / state

আটকে পড়া ব্যবসায়ীদের উত্তরপ্রদেশ ফেরালো মুর্শিদাবাদ জেলা পরিষদ - মুর্শিদাবাদ

প্যানডেমিক কোরোনা পরিস্থিতি । যা মোকাবিলায় লকডাউন দেশে । বিভিন্ন প্রান্তে আটকে পড়েছে প্রচুর মানুষ । তাদের মধ্যে মুর্শিদাবাদে আাটকে পড়া 9 জনকে উত্তরপ্রদেশ ফেরালো মুর্শিদাবাদ জেলা পরিষদ ।

murshidabad
মুর্শিদাবাদ
author img

By

Published : Mar 28, 2020, 4:33 PM IST

বহরমপুর, 28 মার্চ : বহরমপুরে এসেছিলেন ব্যবসা করতে । কিন্তু বর্তমান পরিস্থিতিতে আটকে পড়ায় সাহায্যের আর্তি জানিয়েছিল । উত্তরপ্রদেশের এই 9 জনকে আজ বাড়ি ফেরালো মুর্শিদাবাদ জেলা পরিষদ । এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বাসন্তি ও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় আটকে পড়া মুর্শিদাবাদের শ্রমিকদেরও জেলায় ফেরানো হচ্ছে ।

কম্বল, চাদর, জামাকাপড়ের ব্যাবসা করতে এসে বহরমপুরে আটকে পড়েছিলেন উত্তরপ্রদেশের 9 জন ব্যবসায়ী । বাড়ি ফেরার আর্জি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হতেই মিলল ফল । তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল । পাশাপাশি চন্দ্রকোণা ও বাসন্তির বাসিন্দারাও আজ মুর্শিদাবাদে ফিরবেন বলে জানা গেছে ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশ লকডাউন । তাই বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন বহু মানুষ । তাদের কেউ কেউ ফিরতে চেয়ে আর্জি জানাচ্ছেন জেলা প্রশাসনকে । এমনই মুর্শিদাবাদেও এই উত্তরপ্রদেশের 9 জন ব্যবসায়ী আটকে পড়ায় রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছিল তারা । আজ তাদেরই বাড়ি ফেরাল মুর্শিদাবাদ জেলা পরিষদ । বাড়ি ফিরতে পেরে খুশি তারা ।

রাজ্যে বা জেলায় ফিরতে পারলেও বাড়ি ফিরতে গেলে প্রত্যেককেই স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বলে জানিয়েছে পরিষদ ।

বহরমপুর, 28 মার্চ : বহরমপুরে এসেছিলেন ব্যবসা করতে । কিন্তু বর্তমান পরিস্থিতিতে আটকে পড়ায় সাহায্যের আর্তি জানিয়েছিল । উত্তরপ্রদেশের এই 9 জনকে আজ বাড়ি ফেরালো মুর্শিদাবাদ জেলা পরিষদ । এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বাসন্তি ও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় আটকে পড়া মুর্শিদাবাদের শ্রমিকদেরও জেলায় ফেরানো হচ্ছে ।

কম্বল, চাদর, জামাকাপড়ের ব্যাবসা করতে এসে বহরমপুরে আটকে পড়েছিলেন উত্তরপ্রদেশের 9 জন ব্যবসায়ী । বাড়ি ফেরার আর্জি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হতেই মিলল ফল । তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল । পাশাপাশি চন্দ্রকোণা ও বাসন্তির বাসিন্দারাও আজ মুর্শিদাবাদে ফিরবেন বলে জানা গেছে ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশ লকডাউন । তাই বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন বহু মানুষ । তাদের কেউ কেউ ফিরতে চেয়ে আর্জি জানাচ্ছেন জেলা প্রশাসনকে । এমনই মুর্শিদাবাদেও এই উত্তরপ্রদেশের 9 জন ব্যবসায়ী আটকে পড়ায় রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছিল তারা । আজ তাদেরই বাড়ি ফেরাল মুর্শিদাবাদ জেলা পরিষদ । বাড়ি ফিরতে পেরে খুশি তারা ।

রাজ্যে বা জেলায় ফিরতে পারলেও বাড়ি ফিরতে গেলে প্রত্যেককেই স্বাস্থ্য পরীক্ষা করতে হবে বলে জানিয়েছে পরিষদ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.