ETV Bharat / state

House Wife Death: পিএইচই-এর জল খেয়ে বধূর মৃত্যু ! সরকারি আধিকারিকদের তোপ তৃণমূল নেতার

মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে (Raghunathganj) গৃহবধূর মৃত্যুতে শোরগোল ৷ রাজ্য সরকারের (West Bengal Government) জনস্বাস্থ্য কারিগরি দফতর (Public Health Engineering Department) বা পিএইচই (PHE)-এর সরবরাহ করা পানীয় জল পান করে মৃত্যু বলে অভিযোগ ৷ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এলাকারই তৃণমূল নেতা ৷

Murshidabad House Wife Death after consuming Drinking Water distributed by PHE Department
House Wife Death: পিএইচই-এর জল খেয়ে বধূর মৃত্যু ! সরকারি আধিকারিকদের তোপ তৃণমূল নেতার
author img

By

Published : Sep 9, 2022, 3:20 PM IST

বহরমপুর, 9 সেপ্টেম্বর: রাজ্য সরকারের (West Bengal Government) জনস্বাস্থ্য কারিগরি দফতর (Public Health Engineering Department) বা পিএইচই (PHE)-এর সরবরাহ করা পানীয় জল খেয়ে গৃহবধূর মৃত্যুর (House Wife Death) অভিযোগ উঠল ৷ মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের (Raghunathganj) ঘটনায় সংশ্লিষ্ট দফতরের আধিকারিক-সহ স্থানীয় প্রশাসনের কর্তাদের কাঠগড়ায় তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা ! শাসকদলের ওই সদস্যের দাবি, পানীয় জল থেকে যে সংক্রমণ ছড়াচ্ছে, সেকথা পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আগেই জানিয়েছিলেন ৷ কিন্তু, ওই আধিকারিকরা তা কানে তোলারও প্রয়োজন মনে করেননি !

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম রিনা বিবি ৷ বয়স 35 বছর ৷ তিনি রঘুনাথগঞ্জ থানা এলাকার পানানগরের বাসিন্দা ছিলেন ৷ এই গ্রামে পিএইচই-এর পক্ষ থেকে পানীয় জল সরবরাহ করা হয় ৷ অভিযোগ, সেই জল পান করেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন ৷ ইতিমধ্যেই তাঁদের মধ্যে অন্তত 28 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এঁদের মধ্য়ে অধিকাংশেরই চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ৷ বাকিরা ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ অসুস্থদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি ৷

আরও পড়ুন: পুরুলিয়ার গ্রামে আন্ত্রিকের প্রকোপ, মৃত্যুর অভিযোগ ওড়াল প্রশাসন

সংশ্লিষ্ট দুই হাসপাতালের পক্ষ থেকে জানা গিয়েছে, অসুস্থদের মধ্য়ে আন্ত্রিক বা ডায়রিয়ার লক্ষণ রয়েছে ৷ তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৷ বাকিদের এখনও চিকিৎসা চলছে ৷ এই প্রেক্ষাপটে একজনের মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে ৷ সূত্রের খবর, গত রবিবার স্থানীয় মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের পানানগরে হঠাৎই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন ৷ সকলেরই বমি, পেট ব্যথা এবং পাতলা পায়খানার সমস্যা ছিল ৷ এঁদের মধ্যে রিনা বিবিও ছিলেন ৷ তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর ৷ অসুস্থদের মধ্য়ে রয়েছেন দুই গর্ভবতীও ৷ তাঁরা আপাতত মেডিক্য়ালে ভর্তি রয়েছেন ৷

ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল নেতা ৷

এই প্রেক্ষাপটে পিএইচই-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন শাসকদলের স্থানীয় নেতা ওমর শেখ ৷ তিনি বলেন, একসঙ্গে এতগুলি মানুষ অসুস্থ হওয়ার পরও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কোনও হেলদোল নেই ৷ এমনকী, পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর কথাও পাত্তা দিচ্ছেন না তাঁরা ! জনপ্রতিনিধিদের কথাই যদি সরকারি আধিকারিকরা না শোনেন, তাহলে সাধারণ মানুষের কথা কে শুনবে ?

এই বিষয়ে কথা বলার জন্য রঘুনাথগঞ্জ-2-এর বিডিও সৌরভ বসুর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ তিনি জানান, ইতিমধ্য়েই ঘটনার খবর তাঁর কাছে পৌঁছেছে ৷ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

বহরমপুর, 9 সেপ্টেম্বর: রাজ্য সরকারের (West Bengal Government) জনস্বাস্থ্য কারিগরি দফতর (Public Health Engineering Department) বা পিএইচই (PHE)-এর সরবরাহ করা পানীয় জল খেয়ে গৃহবধূর মৃত্যুর (House Wife Death) অভিযোগ উঠল ৷ মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জের (Raghunathganj) ঘটনায় সংশ্লিষ্ট দফতরের আধিকারিক-সহ স্থানীয় প্রশাসনের কর্তাদের কাঠগড়ায় তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা ! শাসকদলের ওই সদস্যের দাবি, পানীয় জল থেকে যে সংক্রমণ ছড়াচ্ছে, সেকথা পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের আগেই জানিয়েছিলেন ৷ কিন্তু, ওই আধিকারিকরা তা কানে তোলারও প্রয়োজন মনে করেননি !

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম রিনা বিবি ৷ বয়স 35 বছর ৷ তিনি রঘুনাথগঞ্জ থানা এলাকার পানানগরের বাসিন্দা ছিলেন ৷ এই গ্রামে পিএইচই-এর পক্ষ থেকে পানীয় জল সরবরাহ করা হয় ৷ অভিযোগ, সেই জল পান করেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন ৷ ইতিমধ্যেই তাঁদের মধ্যে অন্তত 28 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এঁদের মধ্য়ে অধিকাংশেরই চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ৷ বাকিরা ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ অসুস্থদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি ৷

আরও পড়ুন: পুরুলিয়ার গ্রামে আন্ত্রিকের প্রকোপ, মৃত্যুর অভিযোগ ওড়াল প্রশাসন

সংশ্লিষ্ট দুই হাসপাতালের পক্ষ থেকে জানা গিয়েছে, অসুস্থদের মধ্য়ে আন্ত্রিক বা ডায়রিয়ার লক্ষণ রয়েছে ৷ তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৷ বাকিদের এখনও চিকিৎসা চলছে ৷ এই প্রেক্ষাপটে একজনের মৃত্যুতে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে ৷ সূত্রের খবর, গত রবিবার স্থানীয় মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের পানানগরে হঠাৎই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন ৷ সকলেরই বমি, পেট ব্যথা এবং পাতলা পায়খানার সমস্যা ছিল ৷ এঁদের মধ্যে রিনা বিবিও ছিলেন ৷ তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর ৷ অসুস্থদের মধ্য়ে রয়েছেন দুই গর্ভবতীও ৷ তাঁরা আপাতত মেডিক্য়ালে ভর্তি রয়েছেন ৷

ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল নেতা ৷

এই প্রেক্ষাপটে পিএইচই-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন শাসকদলের স্থানীয় নেতা ওমর শেখ ৷ তিনি বলেন, একসঙ্গে এতগুলি মানুষ অসুস্থ হওয়ার পরও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কোনও হেলদোল নেই ৷ এমনকী, পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর কথাও পাত্তা দিচ্ছেন না তাঁরা ! জনপ্রতিনিধিদের কথাই যদি সরকারি আধিকারিকরা না শোনেন, তাহলে সাধারণ মানুষের কথা কে শুনবে ?

এই বিষয়ে কথা বলার জন্য রঘুনাথগঞ্জ-2-এর বিডিও সৌরভ বসুর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ৷ তিনি জানান, ইতিমধ্য়েই ঘটনার খবর তাঁর কাছে পৌঁছেছে ৷ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.