ETV Bharat / state

Durga Puja 2023: নিখুঁত কারুকার্যে কাগজের দুর্গা তৈরি বহরমপুরের শিল্পীর, যোগ্য সঙ্গত খুদে ছেলের - Paper Durga

প্রতি বারের মতো এবারও বাড়িতে কাগজের দুর্গাপ্রতিমা বানাচ্ছেন বহরমপুরের শিল্পী রাজেশ দাস ৷ বাবার দেখাদেখি খুদে ছেলেও কাগজ কেটে তৈরি করছে সরস্বতী ৷ বাবা ও ছেলের কাজ ঘুরে দেখল ইটিভি ভারত ৷

Etv Bharat
বহরমপুরের কাগজের দুর্গা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 8:30 PM IST

Updated : Oct 11, 2023, 8:40 PM IST

বহরমপুরের শিল্পী বানাচ্ছেন কাগজের দুর্গা

বহরমপুর, 11 অক্টোবর: দুর্গাপুজো মানেই বিভিন্ন মণ্ডপ সেজে উঠবে রকমারি থিমে । তবে থিমের পাশাপাশি প্রতিমাতেও বৈচিত্র্য দেখা যাচ্ছে ৷ শুধু মাটি নয়, পরিবেশবান্ধব বিভিন্ন জিনিস দিয়েই এখন তৈরি হচ্ছে মাতৃমূর্তি ৷ তেমনই এক দৃষ্টান্ত দেখা গেল বহরমপুরের সৈদাবাদে । তবে এটা প্রথমবার নয়, শিল্পী রাজেশ দাস নিজের বাড়িতেই প্রতিবছর তৈরি করেন কাগজের দুর্গা ৷ এবার এই প্রতিমা দেখা যাবে মুর্শিদাবাদ জেলারই কান্দিতে অবস্থিত ছাতিনাকান্দির একটি পুজো মণ্ডপে ।
কেবলমাত্র কার্টিজ পেপার, প্যাস্টেল পেপার এবং আঠা ব্যবহার করে শিল্পী রাজেশ দাস তৈরি করেছেন দুর্গামূর্তি ৷ 12 ফুট উচ্চতা এবং সপরিবারে প্রতিমার দৈর্ঘ্য 18 ফুট ৷ আড়াই মাস ধরে শিল্পী এই মূর্তি তৈরি করছেন । প্রতিকৃতি থেকে শুরু করে সাজ-অলংকার সবকিছুই তৈরি হচ্ছে মাত্র দুই প্রকার কাগজ দিয়ে ।

আরও পড়ুন : কাগজের দুর্গা তৈরি দুর্গাপুরের নবম শ্রেণির ছাত্রের

শিল্পীর কথায়, "পুজোর শেষে যাতে বাড়িতে সংরক্ষণ করা যায় তাই এই কাগজের দুর্গা তৈরি করি ৷ মূলত, ছবি আঁকতে যে কাগজ ব্যবহার করা হয় সেই কাগজ দিয়েই সপরিবারে প্রতিমাটি তৈরি করা হয়েছে ৷"

শিল্পীর নিরলস এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী ৷ তিনি জানান, তাঁর স্বামী এই শিল্পকে সাধনার সমান মনে করেন ৷ বাবার এই কাজকে ছোট থেকেই দেখছে ছেলে । তা থেকেই অনুপ্রেরণা পেয়ে বাবার সাহায্য নিয়ে সেও কাগজ দিয়ে সরস্বতী ঠাকুর তৈরি করছে ।

রাজেশ দাসের তৈরি কাগজের প্রতিমা 2018 সালে হুগলিতে ও 2022 সালে উত্তর সৈদাবাদের একটি মণ্ডপে শোভা পেয়েছিল ৷ এ বছর তা কান্দির একটি পুজো মণ্ডপে দেখা যাবে ৷ শিল্পীর এই অভিনব চিন্তাধারা এবং প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে জেলাবাসী । সকলের কাছেই প্রশংসিত কাগজের দুর্গা ৷

আরও পড়ুন : কাগজের প্রতিমা গড়ে দশভূজার আরাধনা করেন চুঁচুড়ার দীপ্তরূপ

বহরমপুরের শিল্পী বানাচ্ছেন কাগজের দুর্গা

বহরমপুর, 11 অক্টোবর: দুর্গাপুজো মানেই বিভিন্ন মণ্ডপ সেজে উঠবে রকমারি থিমে । তবে থিমের পাশাপাশি প্রতিমাতেও বৈচিত্র্য দেখা যাচ্ছে ৷ শুধু মাটি নয়, পরিবেশবান্ধব বিভিন্ন জিনিস দিয়েই এখন তৈরি হচ্ছে মাতৃমূর্তি ৷ তেমনই এক দৃষ্টান্ত দেখা গেল বহরমপুরের সৈদাবাদে । তবে এটা প্রথমবার নয়, শিল্পী রাজেশ দাস নিজের বাড়িতেই প্রতিবছর তৈরি করেন কাগজের দুর্গা ৷ এবার এই প্রতিমা দেখা যাবে মুর্শিদাবাদ জেলারই কান্দিতে অবস্থিত ছাতিনাকান্দির একটি পুজো মণ্ডপে ।
কেবলমাত্র কার্টিজ পেপার, প্যাস্টেল পেপার এবং আঠা ব্যবহার করে শিল্পী রাজেশ দাস তৈরি করেছেন দুর্গামূর্তি ৷ 12 ফুট উচ্চতা এবং সপরিবারে প্রতিমার দৈর্ঘ্য 18 ফুট ৷ আড়াই মাস ধরে শিল্পী এই মূর্তি তৈরি করছেন । প্রতিকৃতি থেকে শুরু করে সাজ-অলংকার সবকিছুই তৈরি হচ্ছে মাত্র দুই প্রকার কাগজ দিয়ে ।

আরও পড়ুন : কাগজের দুর্গা তৈরি দুর্গাপুরের নবম শ্রেণির ছাত্রের

শিল্পীর কথায়, "পুজোর শেষে যাতে বাড়িতে সংরক্ষণ করা যায় তাই এই কাগজের দুর্গা তৈরি করি ৷ মূলত, ছবি আঁকতে যে কাগজ ব্যবহার করা হয় সেই কাগজ দিয়েই সপরিবারে প্রতিমাটি তৈরি করা হয়েছে ৷"

শিল্পীর নিরলস এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী ৷ তিনি জানান, তাঁর স্বামী এই শিল্পকে সাধনার সমান মনে করেন ৷ বাবার এই কাজকে ছোট থেকেই দেখছে ছেলে । তা থেকেই অনুপ্রেরণা পেয়ে বাবার সাহায্য নিয়ে সেও কাগজ দিয়ে সরস্বতী ঠাকুর তৈরি করছে ।

রাজেশ দাসের তৈরি কাগজের প্রতিমা 2018 সালে হুগলিতে ও 2022 সালে উত্তর সৈদাবাদের একটি মণ্ডপে শোভা পেয়েছিল ৷ এ বছর তা কান্দির একটি পুজো মণ্ডপে দেখা যাবে ৷ শিল্পীর এই অভিনব চিন্তাধারা এবং প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে জেলাবাসী । সকলের কাছেই প্রশংসিত কাগজের দুর্গা ৷

আরও পড়ুন : কাগজের প্রতিমা গড়ে দশভূজার আরাধনা করেন চুঁচুড়ার দীপ্তরূপ

Last Updated : Oct 11, 2023, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.