ETV Bharat / state

বাড়িতে হানা দিয়ে প্রচুর গাঁজা গাছ নষ্ট করল হরিহরপাড়ার পুলিশ - mursdhidabad police

গোপন সূত্রে খবর পেয়ে এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়ার শাহজাদপুরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছ নষ্ট করল হরিহরপাড়া থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। চারজনের নামে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে খবর।

বাড়িতে হানা দিয়ে প্রচুর গাঁজা গাছ নষ্ট করল হরিহরপাড়ার পুলিশ
বাড়িতে হানা দিয়ে প্রচুর গাঁজা গাছ নষ্ট করল হরিহরপাড়ার পুলিশ
author img

By

Published : Feb 2, 2021, 10:27 PM IST

হরিহরপাড়া, 2 ফেব্রুয়ারি : পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ি এবং বাড়ির আশপাশে ব্যাপক আকারে চলত গাঁজার চাষ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়ার শাহজাদপুরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছ নষ্ট করল হরিহরপাড়া থানার পুলিশ। এই নিয়ে গ্রামবাসীদের সতর্ক করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও ইতিমধ্যে চারজনের নামে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে খবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহাজাদপুর হরিহরপাড়া থানার এক প্রান্তে অবস্থিত। পাশাপাশি গ্রামে যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত। গ্রামে পুলিশের পা সেভাবে পড়েনি। এই সুযোগ নিয়ে গ্রামের অধিকাংশ মানুষ বেআইনি গাঁজা চাষে লিপ্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরেই গোটা গ্রামে বাড়ি এবং বাড়ির আনাচে কানাচে চলত গাঁজা চাষ।

আরও পড়ুন : দু’লক্ষাধিক টাকার সোনার গয়না ফেরত দিয়ে নজির পরিযায়ী শ্রমিকের

গোপন সূত্রে খবর পেয়েই এদিন ওই গ্রামে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে নষ্ট করে বহু গাঁজা গাছ। পুলিশের নজর এড়িয়ে এতদিন কীভাবে গ্রামবাসীরা গাঁজা চাষ করত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হরিহরপাড়া, 2 ফেব্রুয়ারি : পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ি এবং বাড়ির আশপাশে ব্যাপক আকারে চলত গাঁজার চাষ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়ার শাহজাদপুরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছ নষ্ট করল হরিহরপাড়া থানার পুলিশ। এই নিয়ে গ্রামবাসীদের সতর্ক করা হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও ইতিমধ্যে চারজনের নামে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে বলে খবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহাজাদপুর হরিহরপাড়া থানার এক প্রান্তে অবস্থিত। পাশাপাশি গ্রামে যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত। গ্রামে পুলিশের পা সেভাবে পড়েনি। এই সুযোগ নিয়ে গ্রামের অধিকাংশ মানুষ বেআইনি গাঁজা চাষে লিপ্ত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরেই গোটা গ্রামে বাড়ি এবং বাড়ির আনাচে কানাচে চলত গাঁজা চাষ।

আরও পড়ুন : দু’লক্ষাধিক টাকার সোনার গয়না ফেরত দিয়ে নজির পরিযায়ী শ্রমিকের

গোপন সূত্রে খবর পেয়েই এদিন ওই গ্রামে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে নষ্ট করে বহু গাঁজা গাছ। পুলিশের নজর এড়িয়ে এতদিন কীভাবে গ্রামবাসীরা গাঁজা চাষ করত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.