ETV Bharat / state

জমি বিবাদের জেরে মুর্শিদাবাদে কুপিয়ে খুন - মুর্শিদাবাদে জমি বিবাদে কুপিয়ে খুন

বাদল ঘোষের মালিকানাধীন একটি পুকুর পাড়ের জমি দিয়ে সনাতন ঘোষের বাড়ির মূল রাস্তা । সেই রাস্তা নিয়েই কয়েক মাস ধরে দুপক্ষের বচসা ও অশান্তি চলছিল ।

murshidabad
murshidabad
author img

By

Published : Apr 21, 2021, 2:36 PM IST

হরিহরপাড়া, 21 এপ্রিল : জমি বিবাদের জেরে খুন ৷ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে পলাতক প্রতিবেশী । গতকাল রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়ার থানার পাড়াগ্রামে । মৃতের নাম বাদল ঘোষ (45) ।

মঙ্গলবার রাতে পিপড়েখালি বাজার থেকে বাড়ি ফিরছিলেন বাদল ঘোষ ৷ অভিযোগ, সেইসময় সনাতন ঘোষ নামে এক প্রতিবেশী ও সনাতনের নিকটাত্মীয়রা তাকে রাম দা দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় । খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ৷ জমি বিবাদের জন্যই এই খুন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : কাল ভোট, আজ বোমাবাজি অর্জুনের বাড়ির কাছে

বাদল ঘোষের মালিকানাধীন একটি পুকুর পাড়ের জমি দিয়ে সনাতন ঘোষের বাড়ির মূল রাস্তা । সেই রাস্তা নিয়েই কয়েক মাস ধরে দুপক্ষের বচসা ও অশান্তি চলছিল । যা নিয়ে সনাতনের মনে ক্ষোভের সঞ্চার হয় । প্রতিশোধ নেবার জন্য সনাতন বাদলের গতিবিধির উপর নজর রেখে চলছিল বলে দাবি প্রতিবেশীদের । এই অবস্থায় মঙ্গলবার রাতে বাদল ও তার এক বন্ধু সাইকেলে করে বাড়ি ফিরছিলেন । সেই সময় বাড়ির অদূরে ফাঁকা মাঠের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সনাতন ও তার পাঁচ-ছয়জন সঙ্গী বাদলের উপর চড়াও হয় । এলোপাথাড়ি কোপে ঘটনাস্থলেই মারা যান তিনি । তার সঙ্গী পালিয়ে গিয়ে গ্রামে খবর দেয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তরা পলাতক ।

হরিহরপাড়া, 21 এপ্রিল : জমি বিবাদের জেরে খুন ৷ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে পলাতক প্রতিবেশী । গতকাল রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হরিহরপাড়ার থানার পাড়াগ্রামে । মৃতের নাম বাদল ঘোষ (45) ।

মঙ্গলবার রাতে পিপড়েখালি বাজার থেকে বাড়ি ফিরছিলেন বাদল ঘোষ ৷ অভিযোগ, সেইসময় সনাতন ঘোষ নামে এক প্রতিবেশী ও সনাতনের নিকটাত্মীয়রা তাকে রাম দা দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় । খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ৷ জমি বিবাদের জন্যই এই খুন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : কাল ভোট, আজ বোমাবাজি অর্জুনের বাড়ির কাছে

বাদল ঘোষের মালিকানাধীন একটি পুকুর পাড়ের জমি দিয়ে সনাতন ঘোষের বাড়ির মূল রাস্তা । সেই রাস্তা নিয়েই কয়েক মাস ধরে দুপক্ষের বচসা ও অশান্তি চলছিল । যা নিয়ে সনাতনের মনে ক্ষোভের সঞ্চার হয় । প্রতিশোধ নেবার জন্য সনাতন বাদলের গতিবিধির উপর নজর রেখে চলছিল বলে দাবি প্রতিবেশীদের । এই অবস্থায় মঙ্গলবার রাতে বাদল ও তার এক বন্ধু সাইকেলে করে বাড়ি ফিরছিলেন । সেই সময় বাড়ির অদূরে ফাঁকা মাঠের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সনাতন ও তার পাঁচ-ছয়জন সঙ্গী বাদলের উপর চড়াও হয় । এলোপাথাড়ি কোপে ঘটনাস্থলেই মারা যান তিনি । তার সঙ্গী পালিয়ে গিয়ে গ্রামে খবর দেয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । অভিযুক্তরা পলাতক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.