বহরমপুর, 6 মে : ছাত্রী খুনের ঘটনার পর বহরমপুর শহরের মেস বাড়িগুলির উপর নজরদারি চালাবে বহরমপুর পৌরসভা । এমনইটাই জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় । আপাতত শহরের 23, 25, 27 ও 28 নং ওয়ার্ডে নজরদারি জোরদার করতে ওইসব এলাকায় খোলা হচ্ছে অফিস । পাশাপাশি মেসবাড়ির মালিকরা তথ্য গোপন করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারীও দেওয়া হয়েছে ।
সোমবার সুতপাকে মেস থেকে ডেকে গেটের মুখেই নৃশংসভাবে খুন করে মালদারই যুবক সুশান্ত চৌধুরী । প্রকাশ্যে খুনের পর নকল আগ্নেয়াস্ত্র উঁচিয়েই এলাকা ছাড়ে অভিযুক্ত । তবে পুলিশি তৎপরতায় জেলাজুড়ে নাকা চেকিংয়ে তিন ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয় (Berhampore College Student Murder) । কলেজ ছাত্রী খুনের ঘটনার পর মেসবাড়িগুলির উপর কড়া নজরদারি করা হবে বলে পুর চেয়ারম্যানের দাবি ।
বহরমপুর শহর শিক্ষার দিকে অনেক এগিয়ে । এখানে যেমন রয়েছে ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজ । পাশাপাশি শহরে আরও দু‘টি কলেজের সঙ্গে রয়েছে একাধিক ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল কলেজ, এমআইটি কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ । ফলে বহু ছাত্রছাত্রী বাইরে থেকে এসে এখানে মেস বা বাড়ি ভাড়া নিয়ে থাকেন ।
আরও পড়ুন : এখনও থমথমে বহরমপুরের গোরাবাজার, আতঙ্কে মেস ছাড়লেন বাকি ছাত্রীরা
মেসের ছাত্রী খুনের ঘটনার পর নড়েচড়ে বসেছে বহরমপুর পৌরসভা ৷ এখন থেকে শহরের সমস্ত মেসের খতিয়ান সংগ্রহ করতে নামানো হচ্ছে পৌরকর্মীদের । মেস মালিকরা কোনওরকম তথ্য গোপন করলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় ।