ETV Bharat / state

বাসে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার তিন লাখ - LS

লোকসভা নির্বাচনের আগে বাস থেকে উদ্ধার তিন লাখ টাকা।

money
author img

By

Published : Apr 2, 2019, 9:54 PM IST

সুতি, ২ এপ্রিল : সরকারি বাসের এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল ৩,৩৫,৭০০ টাকা। টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশের ফ্লাইং স্কোয়্যাড। আজ দুপুরে সুতি থানার চাঁদেরমোড় টোল প্লাজ়ায় বাসটিকে আটক করে তল্লাশি চালানো হয়। আটক করা হয়েছে কার্তিক রজক নামে এক যাত্রীকে। নির্বাচনের সঙ্গে ওই টাকার সম্পর্ক রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

নির্বাচন আচরণবিধি আরোপ হওয়ার পর থেকে কোনও প্রমাণপত্র ছাড়া মোটা টাকা সঙ্গে নিয়ে ঘোরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্বাচনে যাতে কোনওভাবেই কালো টাকা ব্যবহার না হয় সেদিকে নজর দিয়ে বিভিন্ন ব্লকে নজরদারি চালাচ্ছে ফ্লাইং স্কোয়্যাড। সন্দেহজনক এলাকায় চলছে নাকা তল্লাশি।

এভাবেই তল্লাশি চালাতে গিয়ে আজ সুতি থানা সংলগ্ন এলাকায় পাওয়া যায় ব্যাগ ভরতি টাকা। কোথা থেকে এত টাকা এসেছে তার সদুত্তর দিতে পারেননি কার্তিক।

প্রসঙ্গত, গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে পুলিশের ফ্লাইং স্কোয়্যাড জেলার বিভিন্ন জায়গা থেকে মোট ২২ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে।

সুতি, ২ এপ্রিল : সরকারি বাসের এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল ৩,৩৫,৭০০ টাকা। টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশের ফ্লাইং স্কোয়্যাড। আজ দুপুরে সুতি থানার চাঁদেরমোড় টোল প্লাজ়ায় বাসটিকে আটক করে তল্লাশি চালানো হয়। আটক করা হয়েছে কার্তিক রজক নামে এক যাত্রীকে। নির্বাচনের সঙ্গে ওই টাকার সম্পর্ক রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

নির্বাচন আচরণবিধি আরোপ হওয়ার পর থেকে কোনও প্রমাণপত্র ছাড়া মোটা টাকা সঙ্গে নিয়ে ঘোরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্বাচনে যাতে কোনওভাবেই কালো টাকা ব্যবহার না হয় সেদিকে নজর দিয়ে বিভিন্ন ব্লকে নজরদারি চালাচ্ছে ফ্লাইং স্কোয়্যাড। সন্দেহজনক এলাকায় চলছে নাকা তল্লাশি।

এভাবেই তল্লাশি চালাতে গিয়ে আজ সুতি থানা সংলগ্ন এলাকায় পাওয়া যায় ব্যাগ ভরতি টাকা। কোথা থেকে এত টাকা এসেছে তার সদুত্তর দিতে পারেননি কার্তিক।

প্রসঙ্গত, গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে পুলিশের ফ্লাইং স্কোয়্যাড জেলার বিভিন্ন জায়গা থেকে মোট ২২ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.