ETV Bharat / state

Mohammed Salim: গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রকে তোপ মহম্মদ সেলিমের - গঙ্গা ভাঙন

বহরমপুরে সাংবাদিক বৈঠক করে গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রীয় সরকারকে (Central government) তোপ দাগলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) ।

Mohammed Salim News
বহরমপুরে সাংবাদিক বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম
author img

By

Published : Nov 6, 2022, 11:08 PM IST

বহরমপুর, 6 নভেম্বর: এখন আর জলসম্পদ মন্ত্রক, সেচ মন্ত্রক বলে কিছু নেই । সব বেনারস মন্ত্রক হয়ে গিয়েছে । নদী ভাঙন (River Erosion) নিয়ে নরেন্দ্র মোদিকে নিশানা করে বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) । পাশাপাশি গঙ্গা ভাঙন (Ganges Erosion) প্রতিরোধে দুর্গতদের নিয়ে আন্দোলন সংগঠিত করারও ঘোষণা করলেন তিনি (Mohammed Salim Slams Central government) ।

সাংবাদিক বৈঠক থেকে মহম্মদ সেলিম (Mohammed Salim) জানান, বিজেপি সরকার ভাঙার জন্য এসেছে, গড়ার জন্য নয় । নদী ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ করা দরকার । যেদিন ফরাক্কা ব্যারেজ হয়েছে সেদিন থেকেই বামফ্রন্ট সংসদে দাঁড়িয়ে বলে আসছি ভাঙন প্রতিরোধে কেন্দ্রকে দায়িত্ব নিতে হবে । ভাঙনের নামে যে টাকা আসছে সেই টাকার ভাগ বাঁটোয়ারা হয়ে যাচ্ছে । কোথাও ছাই দিয়ে, কোথাও বালি, মাটি দিয়ে লোক দেখানো কাজ হচ্ছে । যাঁদের জমি চলে যাচ্ছে, মাঠ চলে যাচ্ছে, কারও কোনও হেলদোল নেই ৷ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কোনও ব্যবস্থা নেই । বামফ্রন্ট সরকার ক্ষতিগ্রস্তদের জমি দিয়ে পুনর্বাসন দিয়েছে ।

আরও পড়ুন: গঙ্গা ভাঙন নিয়ে সরব অধীর, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পদযাত্রা

তিনি আরও জানান, এখন জলসম্পদ মন্ত্রক, সেচ মন্ত্রক উঠে গিয়েছে । এখন নমামি গঙ্গের নামে হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে । আর বাকি টাকা বেনারসে মোদির কেন্দ্রে খরচ হচ্ছে । বেনারস ছাড়া যে আর দেশ আছে সে কথা মানছে না নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার ।

বহরমপুরে সাংবাদিক বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

মহম্মদ সেলিম জানান, ভাঙন প্রতিরোধে আমরা লাগাতার আন্দোলন সংগঠিত করছি । মালদায় ভাঙন প্রতিরোধে আমরা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছি । সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে তাদের রাস্তায় নামার ডাক দিয়েছি ।

আরও পড়ুন: ঠাকুর জলে পড়তেই ফের ভাঙন শুরু, কালিয়াচকে মন্দির গিলে খেল গঙ্গা

বহরমপুর, 6 নভেম্বর: এখন আর জলসম্পদ মন্ত্রক, সেচ মন্ত্রক বলে কিছু নেই । সব বেনারস মন্ত্রক হয়ে গিয়েছে । নদী ভাঙন (River Erosion) নিয়ে নরেন্দ্র মোদিকে নিশানা করে বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) । পাশাপাশি গঙ্গা ভাঙন (Ganges Erosion) প্রতিরোধে দুর্গতদের নিয়ে আন্দোলন সংগঠিত করারও ঘোষণা করলেন তিনি (Mohammed Salim Slams Central government) ।

সাংবাদিক বৈঠক থেকে মহম্মদ সেলিম (Mohammed Salim) জানান, বিজেপি সরকার ভাঙার জন্য এসেছে, গড়ার জন্য নয় । নদী ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণ করা দরকার । যেদিন ফরাক্কা ব্যারেজ হয়েছে সেদিন থেকেই বামফ্রন্ট সংসদে দাঁড়িয়ে বলে আসছি ভাঙন প্রতিরোধে কেন্দ্রকে দায়িত্ব নিতে হবে । ভাঙনের নামে যে টাকা আসছে সেই টাকার ভাগ বাঁটোয়ারা হয়ে যাচ্ছে । কোথাও ছাই দিয়ে, কোথাও বালি, মাটি দিয়ে লোক দেখানো কাজ হচ্ছে । যাঁদের জমি চলে যাচ্ছে, মাঠ চলে যাচ্ছে, কারও কোনও হেলদোল নেই ৷ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কোনও ব্যবস্থা নেই । বামফ্রন্ট সরকার ক্ষতিগ্রস্তদের জমি দিয়ে পুনর্বাসন দিয়েছে ।

আরও পড়ুন: গঙ্গা ভাঙন নিয়ে সরব অধীর, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পদযাত্রা

তিনি আরও জানান, এখন জলসম্পদ মন্ত্রক, সেচ মন্ত্রক উঠে গিয়েছে । এখন নমামি গঙ্গের নামে হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে । আর বাকি টাকা বেনারসে মোদির কেন্দ্রে খরচ হচ্ছে । বেনারস ছাড়া যে আর দেশ আছে সে কথা মানছে না নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার ।

বহরমপুরে সাংবাদিক বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

মহম্মদ সেলিম জানান, ভাঙন প্রতিরোধে আমরা লাগাতার আন্দোলন সংগঠিত করছি । মালদায় ভাঙন প্রতিরোধে আমরা রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছি । সামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে তাদের রাস্তায় নামার ডাক দিয়েছি ।

আরও পড়ুন: ঠাকুর জলে পড়তেই ফের ভাঙন শুরু, কালিয়াচকে মন্দির গিলে খেল গঙ্গা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.