ETV Bharat / state

মহারাষ্ট্রে কাজে গিয়ে নিখোঁজ সামশেরগঞ্জের যুবক - Missing Najem Ansari

মহারাষ্ট্রের রত্নগিরি এলাকায় নিখোঁজ সামসেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামের বাসিন্দা নাজেম আনসারি ।

Missing a man of Samserganj in Maharashtra
নিখোঁজ সামশেরগঞ্জের যুবক
author img

By

Published : Mar 6, 2020, 6:09 PM IST

Updated : Mar 6, 2020, 9:26 PM IST

সামশেরগঞ্জ, 6 মার্চ : মহারাষ্ট্রের রত্নগিরি এলাকায় কাজে গিয়ে নিখোঁজ হয়ে গেল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের যুবক । নাম নাজেম আনসারি । সোমবার সকাল থেকে ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার ৷

সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামের ওই যুবককে খুন করা হয়েছে বলে অনুমান তাঁর পরিবারের । একটি বিড়ি কোম্পানির বিড়ি বিক্রির কাজে মহারাষ্ট্রের রত্নগিরি যান সামসেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামের বাসিন্দা নাজেম আনসারি । ২ মার্চ সকাল ন'টায় কাজে বেরোন তিনি । আর বাড়ি ফেরেননি তিনি । পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা সুইচড অফ ছিল। একই কাজে যাঁরা রত্নগিরি এলাকায় রয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করে নাজেমের পরিবারের সদস্যরা জানতে পারেন, সেদিন থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না । সেখানকার থানায় বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার ।

এদিকে চার ছেলে-মেয়েকে নিয়ে উদ্বিগ্ন নাজেম আনসারির বিবি রোজিনা খাতুন।

সামশেরগঞ্জ, 6 মার্চ : মহারাষ্ট্রের রত্নগিরি এলাকায় কাজে গিয়ে নিখোঁজ হয়ে গেল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের যুবক । নাম নাজেম আনসারি । সোমবার সকাল থেকে ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার ৷

সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামের ওই যুবককে খুন করা হয়েছে বলে অনুমান তাঁর পরিবারের । একটি বিড়ি কোম্পানির বিড়ি বিক্রির কাজে মহারাষ্ট্রের রত্নগিরি যান সামসেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামের বাসিন্দা নাজেম আনসারি । ২ মার্চ সকাল ন'টায় কাজে বেরোন তিনি । আর বাড়ি ফেরেননি তিনি । পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা সুইচড অফ ছিল। একই কাজে যাঁরা রত্নগিরি এলাকায় রয়েছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করে নাজেমের পরিবারের সদস্যরা জানতে পারেন, সেদিন থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না । সেখানকার থানায় বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার ।

এদিকে চার ছেলে-মেয়েকে নিয়ে উদ্বিগ্ন নাজেম আনসারির বিবি রোজিনা খাতুন।

Last Updated : Mar 6, 2020, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.