ETV Bharat / state

Miscreant Attack On CISF : ফরাক্কা ব্যারেজে জওয়ানের উপর দুষ্কৃতীর হামলা - Miscreant Attack On Cisf

অজ্ঞাতপরিচয় দুস্কৃতীদের হাতে আক্রান্ত ফরাক্কা ব্যারেজের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান (Miscreant attack on cisf) ৷

Miscreant attack on cisf
ফারাক্কা ব্যারেজে জওয়ানের উপর হামলা দুষ্কৃতীর
author img

By

Published : Mar 25, 2022, 5:37 PM IST

মুর্শিদাবাদ, 25 মার্চ: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ৷ বৃহস্পতিবার রাতে ফরাক্কা ব্যারেজের পেট্রোল পাম্পে ডিউটি করছিলেন এক জওয়ান ৷ মারধরের পাশাপাশি ওই সিআইএসএফ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করে অজ্ঞাতপরিচয়ের ওই দুষ্কৃতী ৷ আজ ভোরে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় (Miscreant Attack On Cisf At Farraka Baraje) ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করার মতো বোমা-বন্দুক তৃণমূলের রয়েছে: নিশীথ

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ফরাক্কা ব্যারেজ পেট্রোল পাম্পে ডিউটি করছিলেন সিআইএসএফ জওয়ান প্রবীরকুমার পাল । ভোররাতে এক দুষ্কৃতী হঠাৎ তাঁর উপর আক্রমণ চালায় বলে অভিযোগ । ব্যাপক মারধর করা হয় তাঁকে । ওই সিআইএসএফ জওয়ান মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় (Miscreant attack on cisf)।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফরাক্কা ব্যারেজ সিআইএসএফ- এর আধিকারিকরা । তাঁকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয় । ১৭টি সেলাই করা হয় ওই জওয়ানের । সমস্ত বিষয়টি জানিয়ে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সিআইএসেফের পক্ষ থেকে । জওয়ানের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ ৷

মুর্শিদাবাদ, 25 মার্চ: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ৷ বৃহস্পতিবার রাতে ফরাক্কা ব্যারেজের পেট্রোল পাম্পে ডিউটি করছিলেন এক জওয়ান ৷ মারধরের পাশাপাশি ওই সিআইএসএফ কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করে অজ্ঞাতপরিচয়ের ওই দুষ্কৃতী ৷ আজ ভোরে ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় (Miscreant Attack On Cisf At Farraka Baraje) ৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করার মতো বোমা-বন্দুক তৃণমূলের রয়েছে: নিশীথ

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ফরাক্কা ব্যারেজ পেট্রোল পাম্পে ডিউটি করছিলেন সিআইএসএফ জওয়ান প্রবীরকুমার পাল । ভোররাতে এক দুষ্কৃতী হঠাৎ তাঁর উপর আক্রমণ চালায় বলে অভিযোগ । ব্যাপক মারধর করা হয় তাঁকে । ওই সিআইএসএফ জওয়ান মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয় (Miscreant attack on cisf)।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফরাক্কা ব্যারেজ সিআইএসএফ- এর আধিকারিকরা । তাঁকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয় । ১৭টি সেলাই করা হয় ওই জওয়ানের । সমস্ত বিষয়টি জানিয়ে ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সিআইএসেফের পক্ষ থেকে । জওয়ানের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.