ETV Bharat / state

মেধাতালিকায় প্রথম হওয়াটা মেধার ভিত্তিতে, ধর্মের কোনও সম্পর্ক নেই; উষ্মা প্রকাশ ফিরহাদের

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার সময়ে প্রথম হওয়া ছাত্রীর নাম উল্লেখ করতে গিয়ে তাকে "মুসলিম কন্যা" বলে অভিহিত করেন উচ্চ মাধ্যমিক সংসদের সভানেত্রী মহুয়া দাস ৷ এ নিয়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া-সহ রাজ্যের সর্বত্র ৷ এবার এই বিষয়ে ফিরহাদ মন্তব্য করে বলেন, ধর্মের নিরিখে নয়, কর্মের নিরিখে ছাত্রী প্রথম হয়েছেন । এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই ৷

পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম
পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম
author img

By

Published : Jul 24, 2021, 7:12 AM IST

কলকাতা, 24 জুলাই : এ বছর উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সভানেত্রী মহুয়া দাস (Mahua Das) ৷ বৃহস্পতিবার তিনি প্রথম স্থানাধিকারীর নাম জানানোর সময় "মুসলিম কন্যা" শব্দটি ব্যবহার করেছিলেন ৷ তাই নিয়ে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে ৷ প্রসঙ্গত উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের রুমানা সুলতানা ৷ এবার এই নিয়ে উষ্মা প্রকাশ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

আরও পড়ুন : HS First : রুমানা মুর্শিদাবাদে কন্যাশ্রীর অ্যাম্বাসেডর, সংবর্ধনায় ঘোষণা জেলাশাসকের

এই প্রসঙ্গে তিনি মেয়র হিসেবে নিজের প্রসঙ্গ তুলে বলেন, "মেধা মেধাই হয় । পঁচিশ বছর ধরে আমি কাউন্সিলার থেকেছি । কর্পোরেশনটা আমি বুঝি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন । তাই আমি মেয়র হয়েছি ।" এর মধ্যে যদি কেউ ধর্ম টানেন, তাঁরা ভারতের সংবিধানকে অবমাননা করছেন বলে মনে করেন তিনি । মেধাতালিকায় কেউ প্রথম হলে সেটা ধর্মের জন্য নয়, তাঁর মেধার জন্য । আবার সেই এক ধর্মের মানুষের নাম তালিকার একেবারে শেষে রয়েছে বা কেউ ফেল করেছেন । এর সঙ্গেও ধর্মকে কখনও মেলানো যায় না ৷ তিনি বলেন, "ধর্ম আমার বিশ্বাস । ধর্ম আমার নিজস্ব । কিন্তু সমাজ ও দেশ আমার অস্তিত্ব । তাকে 'মুসলিম ছাত্রী' বলাটা আমি সমর্থন করি না ।" তিনি জানান, ধর্মের নিরিখে নয়, কর্মের নিরিখে ছাত্রী প্রথম হয়েছেন । এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই ৷

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) ৷ আর সেখানেই ঘটে বিপত্তি ৷ মহুয়া জানান, এবার উচ্চমাধ্যমিকে সর্বাধিক 499 নম্বর পেয়ে প্রথম হয়েছে মুসলিম কন্যা রুমানা সুলতানা ৷ মেয়েটি যে ইসলাম ধর্মাবলম্বী, একথা বেশ কয়েকবার উচ্চারণ করেন মহুয়া ৷ তাঁর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ সমালোচনার মুখে পড়েন মহুয়া দাস ৷ আর এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানা করতে ছাড়ে না বিজেপি ৷ গতকাল সকালেই অমিত মালব্য টুইট করে বিষয়টিতে উষ্মা প্রকাশ করেছেন ৷ যদিও মহুয়া দাবি করেছেন, পুরোটাই তিনি আবেগের বশে বলে ফেলেছেন ৷

কলকাতা, 24 জুলাই : এ বছর উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সভানেত্রী মহুয়া দাস (Mahua Das) ৷ বৃহস্পতিবার তিনি প্রথম স্থানাধিকারীর নাম জানানোর সময় "মুসলিম কন্যা" শব্দটি ব্যবহার করেছিলেন ৷ তাই নিয়ে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে ৷ প্রসঙ্গত উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের রুমানা সুলতানা ৷ এবার এই নিয়ে উষ্মা প্রকাশ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

আরও পড়ুন : HS First : রুমানা মুর্শিদাবাদে কন্যাশ্রীর অ্যাম্বাসেডর, সংবর্ধনায় ঘোষণা জেলাশাসকের

এই প্রসঙ্গে তিনি মেয়র হিসেবে নিজের প্রসঙ্গ তুলে বলেন, "মেধা মেধাই হয় । পঁচিশ বছর ধরে আমি কাউন্সিলার থেকেছি । কর্পোরেশনটা আমি বুঝি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন । তাই আমি মেয়র হয়েছি ।" এর মধ্যে যদি কেউ ধর্ম টানেন, তাঁরা ভারতের সংবিধানকে অবমাননা করছেন বলে মনে করেন তিনি । মেধাতালিকায় কেউ প্রথম হলে সেটা ধর্মের জন্য নয়, তাঁর মেধার জন্য । আবার সেই এক ধর্মের মানুষের নাম তালিকার একেবারে শেষে রয়েছে বা কেউ ফেল করেছেন । এর সঙ্গেও ধর্মকে কখনও মেলানো যায় না ৷ তিনি বলেন, "ধর্ম আমার বিশ্বাস । ধর্ম আমার নিজস্ব । কিন্তু সমাজ ও দেশ আমার অস্তিত্ব । তাকে 'মুসলিম ছাত্রী' বলাটা আমি সমর্থন করি না ।" তিনি জানান, ধর্মের নিরিখে নয়, কর্মের নিরিখে ছাত্রী প্রথম হয়েছেন । এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই ৷

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) ৷ আর সেখানেই ঘটে বিপত্তি ৷ মহুয়া জানান, এবার উচ্চমাধ্যমিকে সর্বাধিক 499 নম্বর পেয়ে প্রথম হয়েছে মুসলিম কন্যা রুমানা সুলতানা ৷ মেয়েটি যে ইসলাম ধর্মাবলম্বী, একথা বেশ কয়েকবার উচ্চারণ করেন মহুয়া ৷ তাঁর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ সমালোচনার মুখে পড়েন মহুয়া দাস ৷ আর এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানা করতে ছাড়ে না বিজেপি ৷ গতকাল সকালেই অমিত মালব্য টুইট করে বিষয়টিতে উষ্মা প্রকাশ করেছেন ৷ যদিও মহুয়া দাবি করেছেন, পুরোটাই তিনি আবেগের বশে বলে ফেলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.