ETV Bharat / state

মেধাতালিকায় প্রথম হওয়াটা মেধার ভিত্তিতে, ধর্মের কোনও সম্পর্ক নেই; উষ্মা প্রকাশ ফিরহাদের - West Bengal Board of Higher Secondary Education

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার সময়ে প্রথম হওয়া ছাত্রীর নাম উল্লেখ করতে গিয়ে তাকে "মুসলিম কন্যা" বলে অভিহিত করেন উচ্চ মাধ্যমিক সংসদের সভানেত্রী মহুয়া দাস ৷ এ নিয়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়া-সহ রাজ্যের সর্বত্র ৷ এবার এই বিষয়ে ফিরহাদ মন্তব্য করে বলেন, ধর্মের নিরিখে নয়, কর্মের নিরিখে ছাত্রী প্রথম হয়েছেন । এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই ৷

পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম
পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম
author img

By

Published : Jul 24, 2021, 7:12 AM IST

কলকাতা, 24 জুলাই : এ বছর উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সভানেত্রী মহুয়া দাস (Mahua Das) ৷ বৃহস্পতিবার তিনি প্রথম স্থানাধিকারীর নাম জানানোর সময় "মুসলিম কন্যা" শব্দটি ব্যবহার করেছিলেন ৷ তাই নিয়ে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে ৷ প্রসঙ্গত উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের রুমানা সুলতানা ৷ এবার এই নিয়ে উষ্মা প্রকাশ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

আরও পড়ুন : HS First : রুমানা মুর্শিদাবাদে কন্যাশ্রীর অ্যাম্বাসেডর, সংবর্ধনায় ঘোষণা জেলাশাসকের

এই প্রসঙ্গে তিনি মেয়র হিসেবে নিজের প্রসঙ্গ তুলে বলেন, "মেধা মেধাই হয় । পঁচিশ বছর ধরে আমি কাউন্সিলার থেকেছি । কর্পোরেশনটা আমি বুঝি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন । তাই আমি মেয়র হয়েছি ।" এর মধ্যে যদি কেউ ধর্ম টানেন, তাঁরা ভারতের সংবিধানকে অবমাননা করছেন বলে মনে করেন তিনি । মেধাতালিকায় কেউ প্রথম হলে সেটা ধর্মের জন্য নয়, তাঁর মেধার জন্য । আবার সেই এক ধর্মের মানুষের নাম তালিকার একেবারে শেষে রয়েছে বা কেউ ফেল করেছেন । এর সঙ্গেও ধর্মকে কখনও মেলানো যায় না ৷ তিনি বলেন, "ধর্ম আমার বিশ্বাস । ধর্ম আমার নিজস্ব । কিন্তু সমাজ ও দেশ আমার অস্তিত্ব । তাকে 'মুসলিম ছাত্রী' বলাটা আমি সমর্থন করি না ।" তিনি জানান, ধর্মের নিরিখে নয়, কর্মের নিরিখে ছাত্রী প্রথম হয়েছেন । এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই ৷

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) ৷ আর সেখানেই ঘটে বিপত্তি ৷ মহুয়া জানান, এবার উচ্চমাধ্যমিকে সর্বাধিক 499 নম্বর পেয়ে প্রথম হয়েছে মুসলিম কন্যা রুমানা সুলতানা ৷ মেয়েটি যে ইসলাম ধর্মাবলম্বী, একথা বেশ কয়েকবার উচ্চারণ করেন মহুয়া ৷ তাঁর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ সমালোচনার মুখে পড়েন মহুয়া দাস ৷ আর এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানা করতে ছাড়ে না বিজেপি ৷ গতকাল সকালেই অমিত মালব্য টুইট করে বিষয়টিতে উষ্মা প্রকাশ করেছেন ৷ যদিও মহুয়া দাবি করেছেন, পুরোটাই তিনি আবেগের বশে বলে ফেলেছেন ৷

কলকাতা, 24 জুলাই : এ বছর উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সভানেত্রী মহুয়া দাস (Mahua Das) ৷ বৃহস্পতিবার তিনি প্রথম স্থানাধিকারীর নাম জানানোর সময় "মুসলিম কন্যা" শব্দটি ব্যবহার করেছিলেন ৷ তাই নিয়ে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন মহলে ৷ প্রসঙ্গত উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের রুমানা সুলতানা ৷ এবার এই নিয়ে উষ্মা প্রকাশ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

আরও পড়ুন : HS First : রুমানা মুর্শিদাবাদে কন্যাশ্রীর অ্যাম্বাসেডর, সংবর্ধনায় ঘোষণা জেলাশাসকের

এই প্রসঙ্গে তিনি মেয়র হিসেবে নিজের প্রসঙ্গ তুলে বলেন, "মেধা মেধাই হয় । পঁচিশ বছর ধরে আমি কাউন্সিলার থেকেছি । কর্পোরেশনটা আমি বুঝি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন । তাই আমি মেয়র হয়েছি ।" এর মধ্যে যদি কেউ ধর্ম টানেন, তাঁরা ভারতের সংবিধানকে অবমাননা করছেন বলে মনে করেন তিনি । মেধাতালিকায় কেউ প্রথম হলে সেটা ধর্মের জন্য নয়, তাঁর মেধার জন্য । আবার সেই এক ধর্মের মানুষের নাম তালিকার একেবারে শেষে রয়েছে বা কেউ ফেল করেছেন । এর সঙ্গেও ধর্মকে কখনও মেলানো যায় না ৷ তিনি বলেন, "ধর্ম আমার বিশ্বাস । ধর্ম আমার নিজস্ব । কিন্তু সমাজ ও দেশ আমার অস্তিত্ব । তাকে 'মুসলিম ছাত্রী' বলাটা আমি সমর্থন করি না ।" তিনি জানান, ধর্মের নিরিখে নয়, কর্মের নিরিখে ছাত্রী প্রথম হয়েছেন । এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই ৷

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) ৷ আর সেখানেই ঘটে বিপত্তি ৷ মহুয়া জানান, এবার উচ্চমাধ্যমিকে সর্বাধিক 499 নম্বর পেয়ে প্রথম হয়েছে মুসলিম কন্যা রুমানা সুলতানা ৷ মেয়েটি যে ইসলাম ধর্মাবলম্বী, একথা বেশ কয়েকবার উচ্চারণ করেন মহুয়া ৷ তাঁর এই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ সমালোচনার মুখে পড়েন মহুয়া দাস ৷ আর এই ইস্যুকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানা করতে ছাড়ে না বিজেপি ৷ গতকাল সকালেই অমিত মালব্য টুইট করে বিষয়টিতে উষ্মা প্রকাশ করেছেন ৷ যদিও মহুয়া দাবি করেছেন, পুরোটাই তিনি আবেগের বশে বলে ফেলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.