বহরমপুর, 15 ফেব্রুয়ারি : NRC-র বিরোধিতায় ভারতীয় নাগরিক মঞ্চের ব্যানারে সাহেবনগরে 29 জানুয়ারি রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ ৷ অভিযোগ, সেই অবরোধ কর্মসূচিতে হামলা চালায় তৃণমূল নেতা তাহিরুদ্দিন মণ্ডল ও তার দলবল ৷ তারা এলোপাথাড়ি গুলি চালায় অবরোধকারীদের উপর ৷ গুলিবিদ্ধ হন একাধিকজন ৷ মৃত্যু হয় দুই জনের৷ সেই ঘটনায় গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত মিলটন শেখ৷
মিলটনের মোবাইল ফোন ট্রেস করে গতরাতে জেলা পুলিশের বিশেষ টিম নিউটাউন রাজারহাট থেকে তাকে গ্রেপ্তার করে । তবে ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত তৃণমূল ব্লক সভাপতি তাদেরুদ্দিন মণ্ডল এখনও অধরা । আজ মিলটন শেখকে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় ৷
প্রসঙ্গত, গত 29 জানুয়ারি জলঙ্গির সাহেবনগরে নাগরিক মঞ্চের প্রতিবাদ সভায় হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী ৷ গুলিতে মৃত্যু হয় দুইজন সাধারণ মানুষের । জখম হন প্রায় 20 জন । সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে তাহেরুদ্দিন মণ্ডল ও সাহেবনগর গ্রাম পঞ্চায়েত প্রধান তামান্না ইয়াসমিনের শওহর মিলটন শেখের নাম ওঠে ।
ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করলেও তাহেরুদ্দিন ও মিলটনকে গ্রেপ্তার করতে না পারায় ঘটনার মোড় ঘোরানোর অভিযোগ উঠছিল পুলিশের বিরুদ্ধে । শুক্রবার জেলা পুলিশের বিশেষ টিম মিলটনের মোবাইল ট্রেস করে নিউটাউন থেকে গ্রেপ্তার করে মিলটনকে ৷ বহরমপুর থানায় আনা হয় । তবে এখন অধরা তৃণমূলের ব্লক সভাপতি তাহেরুদ্দিন মণ্ডল ৷