ETV Bharat / state

লক্ষাধিক টাকার ফেন্সিডিল রেখে BSF-এর নজর এড়িয়ে পালালো পাচারকারীরা - লক্ষাধিক টাকার ফেন্সিডিল উদ্ধার

BSF এর নজর এড়িয়ে রোজ হাজার হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাঁটাতারের ওপারে চলে যাচ্ছে। অথচ দু'একটি ছাড়া প্রায় কোনও ক্ষেত্রেই পাচারকারীদের ধরতে পারছে না BSF ৷ আজও BSF-এর 117 নম্বর ব্যাটালিয়ন বামনাবাদ BOP (বর্ডার আউট পোস্ট) থেকে বাজেয়াপ্ত করে লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেন্সিডিল ৷ কিন্তু পাচারকারীদের ধরতে পারেনি BSF ৷

phencidyl seized
লক্ষাধিক টাকার ফেন্সিডিল উদ্ধার
author img

By

Published : Oct 12, 2020, 7:54 PM IST

জলঙ্গি,12 অক্টোবর : ফের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেন্সিডিল ৷ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে পাচারের আগে নিষিদ্ধ ফেন্সিডিল বাজেয়াপ্ত করল BSF । BSF-এর 117 নম্বর ব্যাটালিয়ন এদিন বামনাবাদ BOP (বর্ডার আউট পোস্ট) থেকে নিষিদ্ধ মাদকের বোতলগুলি বাজেয়াপ্ত করে। তবে BSF-র চ্যালেঞ্জের মোকাবিলা করতে না পেরে পাচারকারীরা ফেন্সিডিলের বোতলগুলি ফেলে পালায়।

সীমান্ত থেকে নিষিদ্ধ ফেন্সিডিল আটক হওয়ার ঘটনা প্রায় প্রতিদিন নজরে আসছে ৷ কিন্তু প্রায় কোনও ক্ষেত্রেই BSF পাচারকারীদের আটক করতে সমর্থ হয়নি ৷ এর ফলে স্থানীয়দের মধ্যেও অসন্তোষ সৃষ্টি হয়েছে ৷ মাত্র কয়েকদিন আগে বামনাবাদ BOP থেকে 117 নম্বর BSF ব্যাটেলিয়নের জওয়ানরা ফেন্সিডিল বাজেয়াপ্ত করে ।সেই সময় ফেন্সিডিল রেখেই দুই পাচারকারী পালিয়ে যায় । তার আগেও এরকম ঘটনা সামনে এসেছে ৷ BSF এর নজর এড়িয়ে প্রায় প্রতিদিন হাজার হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাঁটাতারের ওপারে চলে যাচ্ছে ৷ অথচ প্রতিক্ষেত্রেই কিভাবে পাচারকারীরা BSF-এর নজর এড়িয়ে পালিয়ে যাচ্ছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠতে শুরু হয়েছে ৷



জলঙ্গি থানা এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবাধে চলছে নিষিদ্ধ ফেন্সিডিল পাচার। BSF এর নজর এড়িয়ে রোজ হাজার হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাঁটাতারের ওপারে চলে যাচ্ছে। যদিও প্রায় প্রতিদিন পাচারকারীদের চ্যালেঞ্জ করে হাজার হাজার বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করছে BSF ৷ কিন্তু নজরদারি বাড়িয়েও সীমান্তে পাচার ঠেকাতে ব্যর্থ সীমান্তরক্ষী বাহিনী। BSF সূত্রে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার ভোরে বামনাবাদ BOP এলাকায় পাচারকারীদের গতিবিধি দেখে ধাওয়া করে BSF । পাচারকারীরা পালিয়ে গেলেও কাঁটাতার এলাকা থেকে উদ্ধার হয়েছে 600 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। কুয়াশা বাড়লে পাচার চক্র আরও সক্রিয় হয়ে উঠবে বলেই আশঙ্কা BSF-এর।

জলঙ্গি,12 অক্টোবর : ফের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফেন্সিডিল ৷ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে পাচারের আগে নিষিদ্ধ ফেন্সিডিল বাজেয়াপ্ত করল BSF । BSF-এর 117 নম্বর ব্যাটালিয়ন এদিন বামনাবাদ BOP (বর্ডার আউট পোস্ট) থেকে নিষিদ্ধ মাদকের বোতলগুলি বাজেয়াপ্ত করে। তবে BSF-র চ্যালেঞ্জের মোকাবিলা করতে না পেরে পাচারকারীরা ফেন্সিডিলের বোতলগুলি ফেলে পালায়।

সীমান্ত থেকে নিষিদ্ধ ফেন্সিডিল আটক হওয়ার ঘটনা প্রায় প্রতিদিন নজরে আসছে ৷ কিন্তু প্রায় কোনও ক্ষেত্রেই BSF পাচারকারীদের আটক করতে সমর্থ হয়নি ৷ এর ফলে স্থানীয়দের মধ্যেও অসন্তোষ সৃষ্টি হয়েছে ৷ মাত্র কয়েকদিন আগে বামনাবাদ BOP থেকে 117 নম্বর BSF ব্যাটেলিয়নের জওয়ানরা ফেন্সিডিল বাজেয়াপ্ত করে ।সেই সময় ফেন্সিডিল রেখেই দুই পাচারকারী পালিয়ে যায় । তার আগেও এরকম ঘটনা সামনে এসেছে ৷ BSF এর নজর এড়িয়ে প্রায় প্রতিদিন হাজার হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাঁটাতারের ওপারে চলে যাচ্ছে ৷ অথচ প্রতিক্ষেত্রেই কিভাবে পাচারকারীরা BSF-এর নজর এড়িয়ে পালিয়ে যাচ্ছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠতে শুরু হয়েছে ৷



জলঙ্গি থানা এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবাধে চলছে নিষিদ্ধ ফেন্সিডিল পাচার। BSF এর নজর এড়িয়ে রোজ হাজার হাজার বোতল নিষিদ্ধ ফেন্সিডিল কাঁটাতারের ওপারে চলে যাচ্ছে। যদিও প্রায় প্রতিদিন পাচারকারীদের চ্যালেঞ্জ করে হাজার হাজার বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করছে BSF ৷ কিন্তু নজরদারি বাড়িয়েও সীমান্তে পাচার ঠেকাতে ব্যর্থ সীমান্তরক্ষী বাহিনী। BSF সূত্রে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার ভোরে বামনাবাদ BOP এলাকায় পাচারকারীদের গতিবিধি দেখে ধাওয়া করে BSF । পাচারকারীরা পালিয়ে গেলেও কাঁটাতার এলাকা থেকে উদ্ধার হয়েছে 600 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। কুয়াশা বাড়লে পাচার চক্র আরও সক্রিয় হয়ে উঠবে বলেই আশঙ্কা BSF-এর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.