ETV Bharat / state

লকডাউনে দুধ বিক্রি না হওয়ায় ক্ষতির মুখে দুগ্ধব্যবসায়ীরা

author img

By

Published : Mar 29, 2020, 10:36 PM IST

লকডাউনে দুধ বিক্রি না হওয়ায় ক্ষতির মুখে পড়েছে গোয়ালারা ৷ মুর্শিদাবাদের খড়গ্রাম থানার খরসা গ্রামের গোয়ালাদের পরিস্থিতি এখন শোচনীয় ৷

Milk and milk products are not being sold due to lockdown, dairy owners are at a loss
লকডাউনে দুধ বিক্রি না হওয়ায় ক্ষতির মুখে দুগ্ধব্যবসায়ীরা

খড়গ্রাম, 29 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ লকডাউনে দুধ বিক্রি না হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন গোয়ালারা ৷ মুর্শিদাবাদের খড়গ্রাম থানার খরসা গ্রামের গোয়ালাদের পরিস্থিতি এখন শোচনীয় ৷ আগে দুধ বিক্রির সঙ্গে সঙ্গে ছানা মাখনও বিক্রি হত ৷ এখন তার কোনওটাই হচ্ছে না ৷ কারণ, লকডাউনে বন্ধ পরিবহন পরিষেবা ৷ তাই দুধ সরবরাহ করাও হচ্ছে না খরসা গ্রামসহ অন্যান্য জায়গাগুলিতে ৷ দিনের পর দিন ফেলে দিতে হচ্ছে সমস্ত দুধ ৷ বাজার নিয়মিত না খোলায় বিক্রি হচ্ছে না ছানা, মাখনও ৷ ফলে ফেলে দিতে হচ্ছে সেগুলিও ৷

দুগ্ধব্যবসায়ীদের আর্জি, যদি দুধ সরবরাহকারী গাড়িগুলিকে ছাড় দেওয়া হয় ৷ কারণ দুধ, ছানা, মাখন বিক্রি না হওয়ায় গোরুর খাবার যোগানেও ঘাটতি পড়ছে ৷ ফলে এই কয়েকদিনেই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আগামী দিনে কীভাবে ব্যবসা চালানো যাবে তাই নিয়ে মাথায় হাত পড়েছে দুগ্ধব্যবসায়ীদের ৷ খরসা গ্রামের দুই গোয়ালা শ্রীমন্ত ঘোষ ও শ্রীমন্ত মণ্ডল বলেন, " গত কয়েকদিন ধরে দুধ ফেলে দিতে হচ্ছে ৷ পাশাপাশি, বাজার বন্ধের কারণে গাড়ি যাচ্ছে না ৷ তাতে যথেষ্ট ক্ষতির মুখে পড়তে হচ্ছে । "

Milk and milk products are not being sold due to lockdown, dairy owners are at a loss
দিনের পর দিন দুধ ফেলে দিতে হচ্ছে দুগ্ধব্যবসায়ীদের

গ্রামের প্রধান গোপু ঘোষ বলেন, " প্রশাসনের পক্ষ থেকে যেভাবে সর্তকতা জারি করা হয়েছে তা ভালো পদক্ষেপ । কিন্তু গোয়ালাদের কথা যদি একবার চিন্তা করে সরকার কোনও পদক্ষেপ নেয় তাহলে অনেকটাই সুবিধা হবে । "

খড়গ্রাম, 29 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ লকডাউনে দুধ বিক্রি না হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন গোয়ালারা ৷ মুর্শিদাবাদের খড়গ্রাম থানার খরসা গ্রামের গোয়ালাদের পরিস্থিতি এখন শোচনীয় ৷ আগে দুধ বিক্রির সঙ্গে সঙ্গে ছানা মাখনও বিক্রি হত ৷ এখন তার কোনওটাই হচ্ছে না ৷ কারণ, লকডাউনে বন্ধ পরিবহন পরিষেবা ৷ তাই দুধ সরবরাহ করাও হচ্ছে না খরসা গ্রামসহ অন্যান্য জায়গাগুলিতে ৷ দিনের পর দিন ফেলে দিতে হচ্ছে সমস্ত দুধ ৷ বাজার নিয়মিত না খোলায় বিক্রি হচ্ছে না ছানা, মাখনও ৷ ফলে ফেলে দিতে হচ্ছে সেগুলিও ৷

দুগ্ধব্যবসায়ীদের আর্জি, যদি দুধ সরবরাহকারী গাড়িগুলিকে ছাড় দেওয়া হয় ৷ কারণ দুধ, ছানা, মাখন বিক্রি না হওয়ায় গোরুর খাবার যোগানেও ঘাটতি পড়ছে ৷ ফলে এই কয়েকদিনেই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আগামী দিনে কীভাবে ব্যবসা চালানো যাবে তাই নিয়ে মাথায় হাত পড়েছে দুগ্ধব্যবসায়ীদের ৷ খরসা গ্রামের দুই গোয়ালা শ্রীমন্ত ঘোষ ও শ্রীমন্ত মণ্ডল বলেন, " গত কয়েকদিন ধরে দুধ ফেলে দিতে হচ্ছে ৷ পাশাপাশি, বাজার বন্ধের কারণে গাড়ি যাচ্ছে না ৷ তাতে যথেষ্ট ক্ষতির মুখে পড়তে হচ্ছে । "

Milk and milk products are not being sold due to lockdown, dairy owners are at a loss
দিনের পর দিন দুধ ফেলে দিতে হচ্ছে দুগ্ধব্যবসায়ীদের

গ্রামের প্রধান গোপু ঘোষ বলেন, " প্রশাসনের পক্ষ থেকে যেভাবে সর্তকতা জারি করা হয়েছে তা ভালো পদক্ষেপ । কিন্তু গোয়ালাদের কথা যদি একবার চিন্তা করে সরকার কোনও পদক্ষেপ নেয় তাহলে অনেকটাই সুবিধা হবে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.