ETV Bharat / state

সামসেরগঞ্জে গণবিবাহের আসরে চার হাত এক হল 27 জোড়া বর-কনের

শুক্রবার সকালেই নব দম্পতিদের নতুন সাজে সাজিয়ে তোলা হয়। ঝাড়খণ্ডের ইলামী থেকে রঘুনাথগঞ্জের নয়া মুকুন্দপুর এলাকা-সহ জঙ্গিপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বরপক্ষ ও কনেপক্ষ হাজির হয় বাসুদেবপুর হাইস্কুল প্রাঙ্গনে। তারপরেই শুরু হয় বিয়ের আসর।

mass marriage ceremony at samshergunj of murshidabad
সামসেরগঞ্জে গণবিবাহের আসরে চার হাত এক হল 27 জোড়া বর-কনের
author img

By

Published : Dec 25, 2020, 4:21 PM IST

সামসেরগঞ্জ, 25 ডিসেম্বর: 27 জোড়া বর-কনের চার হাত এক করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পণপ্রথা দূর করা-সহ একাধিক উদ্দেশ্য নিয়ে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ওই গণবিবাহ অনুষ্ঠানের সহায়তায় ছিল জামায়াতে ইসলামী হিন্দ। সেখানেই ওই ২৭ জোড়া বর-কনের বিয়ে হয়। শুক্রবার সামসেরগঞ্জের বাসুদেবপুর হাইস্কুল প্রাঙ্গনে এই গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মসিউর রহমান, জেলা সভাপতি মোহাম্মদ মোত্তালিব-সহ অন্যরা।

শুক্রবার সকালেই নব দম্পতিদের নতুন সাজে সাজিয়ে তোলা হয়। ঝাড়খণ্ডের ইলামী থেকে রঘুনাথগঞ্জের নয়া মুকুন্দপুর এলাকা-সহ জঙ্গিপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বরপক্ষ ও কনেপক্ষ হাজির হয় বাসুদেবপুর হাইস্কুল প্রাঙ্গনে। তারপরেই শুরু হয় বিয়ের আসর। তারপরেই ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য পেশ করেন অতিথিরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রতিটি কনেকে এক ভরির সোনার উপহার দেওয়া হয়।

আরও পড়ুন: মালবাজারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

এবিষয়ে জামায়াতে ইসলামী হিন্দের জেলা সভাপতি মোহাম্মদ মোত্তালিব জানান, একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিয়ে জামায়াত এই উদ্যোগ গ্রহণ করেছে। মোট 27 জোড়া বর-কনের বিবাহ এখানে সম্পন্ন হল। এই উদ্যোগের জন্য আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

সামসেরগঞ্জ, 25 ডিসেম্বর: 27 জোড়া বর-কনের চার হাত এক করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পণপ্রথা দূর করা-সহ একাধিক উদ্দেশ্য নিয়ে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ওই গণবিবাহ অনুষ্ঠানের সহায়তায় ছিল জামায়াতে ইসলামী হিন্দ। সেখানেই ওই ২৭ জোড়া বর-কনের বিয়ে হয়। শুক্রবার সামসেরগঞ্জের বাসুদেবপুর হাইস্কুল প্রাঙ্গনে এই গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সম্পাদক মসিউর রহমান, জেলা সভাপতি মোহাম্মদ মোত্তালিব-সহ অন্যরা।

শুক্রবার সকালেই নব দম্পতিদের নতুন সাজে সাজিয়ে তোলা হয়। ঝাড়খণ্ডের ইলামী থেকে রঘুনাথগঞ্জের নয়া মুকুন্দপুর এলাকা-সহ জঙ্গিপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বরপক্ষ ও কনেপক্ষ হাজির হয় বাসুদেবপুর হাইস্কুল প্রাঙ্গনে। তারপরেই শুরু হয় বিয়ের আসর। তারপরেই ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য পেশ করেন অতিথিরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রতিটি কনেকে এক ভরির সোনার উপহার দেওয়া হয়।

আরও পড়ুন: মালবাজারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা

এবিষয়ে জামায়াতে ইসলামী হিন্দের জেলা সভাপতি মোহাম্মদ মোত্তালিব জানান, একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিয়ে জামায়াত এই উদ্যোগ গ্রহণ করেছে। মোট 27 জোড়া বর-কনের বিবাহ এখানে সম্পন্ন হল। এই উদ্যোগের জন্য আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.