ETV Bharat / state

Labour Wins Lottery : কয়েক ঘণ্টায় কোটিপতি নয়নডাঙার রাজমিস্ত্রি বাসির - কোটিপতি বাসির শেখ

গরিবি থেকে রেহাই পেতে লটারির টিকিট কাটতেন রাজমিস্ত্রি ৷ তাঁর স্বপ্ন সত্যি হল (Labour Wins Lottery) ৷

Labour Basir owns one crore
কোটিপতি বাসির শেখ
author img

By

Published : Mar 27, 2022, 12:25 PM IST

সাগরদিঘি, 27 মার্চ : রাজমিস্ত্রি থেকে কোটিপতি ৷ লটারির টিকিটে কোটি টাকা পেলেন সাগরদিঘি ব্লকের বালিয়া নয়নডাঙার বাসিন্দা বাসির শেখ । পেশায় রাজমিস্ত্রি বাসির দিনকয়েক আগে কাজ থেকে বাড়ি ফিরেছেন । লটারির টিকিট কাটা তাঁর নেশা । গত রাতের টিকিটে জ্যাকপট জিতে কোটিপতির তকমা পেয়েছেন । ছেলের লটারির পুরস্কারে খুশি তাঁর বাবা রহমতুল্লা শেখ (Mason labour Basir wins Crore in Lottery in Sagardighi Murshidabad) ।

হাওড়ায় রাজমিস্ত্রির কাজ করেন বাসির শেখ । তিনি বলেলন, "এক কোটি টাকা পেয়েছি ৷ খুব ভাল লাগছে ৷ মাসে 10 হাজার টাকা মাইনে পাই ৷" 10 দিন হল বাসির নয়নডাঙায় বাড়িতে ফিরেছেন ৷ বালিয়া ইটভাটার কাছে একটি দোকান থেকে শনিবার সন্ধে 7.20 মিনিটে টিকিট কাটেন ৷ আর কোটি টাকা জেতার খবর পান রাত 8.15 নাগাদ ৷

আরও পড়ুন : farm labour wins lottery: লটারি কেটে কোটিপতি ক্যানিংয়ের ক্ষেতমজুর

বাসির শেখ বিশ্বাস করতে পারছিলেন না ৷ দোকানদার তাঁকে ফোন করে নিশ্চিত করেন যে, তিনি লটারিতে এক কোটি টাকা জিতেছেন ৷ প্রশাসনের তরফে কোনও ফোন আসেনি কোটিপতি বাসিরের কাছে ৷ কিন্তু তিনি বলেন, "আমি প্রশাসনের মাধ্যমেই এক কোটি টাকাটা নিতে চাই ৷ প্রশাসন আসবে বলেছে ৷"

বাড়িতে ইট গাঁথা হলেও প্লাস্টার হয়নি । মাথার উপরে রয়েছে বিবাহযোগ্যা দুই বোন । শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ ১২০ টাকার লটারি টিকিট কেটেই সব সমস্যার সমাধান । খুশির হাওয়া পরিবারে ৷ বাসিরের বাবা রহমতুল্লা শেখ জানালেন, ছেলে এই টাকা পাওয়ায় তিনি খুবই আনন্দিত ৷ চাষবাস করে কোনওরকমে সংসার চলে ৷ এই টাকা এবার ব্যবসা করবার ইচ্ছে রয়েছে তাঁর ৷ সঙ্গে ঘর-বাড়ি মেরামতি করবেন বলে জানালেন বাবা রহমতুল্লা ৷ আর দুই মেয়ের বিয়ে নিয়েও আর কোনও চিন্তা থাকল না । কোটিপতি বাসিরকে দেখতে ভিড় জমেছে এলাকায় ।

সাগরদিঘি, 27 মার্চ : রাজমিস্ত্রি থেকে কোটিপতি ৷ লটারির টিকিটে কোটি টাকা পেলেন সাগরদিঘি ব্লকের বালিয়া নয়নডাঙার বাসিন্দা বাসির শেখ । পেশায় রাজমিস্ত্রি বাসির দিনকয়েক আগে কাজ থেকে বাড়ি ফিরেছেন । লটারির টিকিট কাটা তাঁর নেশা । গত রাতের টিকিটে জ্যাকপট জিতে কোটিপতির তকমা পেয়েছেন । ছেলের লটারির পুরস্কারে খুশি তাঁর বাবা রহমতুল্লা শেখ (Mason labour Basir wins Crore in Lottery in Sagardighi Murshidabad) ।

হাওড়ায় রাজমিস্ত্রির কাজ করেন বাসির শেখ । তিনি বলেলন, "এক কোটি টাকা পেয়েছি ৷ খুব ভাল লাগছে ৷ মাসে 10 হাজার টাকা মাইনে পাই ৷" 10 দিন হল বাসির নয়নডাঙায় বাড়িতে ফিরেছেন ৷ বালিয়া ইটভাটার কাছে একটি দোকান থেকে শনিবার সন্ধে 7.20 মিনিটে টিকিট কাটেন ৷ আর কোটি টাকা জেতার খবর পান রাত 8.15 নাগাদ ৷

আরও পড়ুন : farm labour wins lottery: লটারি কেটে কোটিপতি ক্যানিংয়ের ক্ষেতমজুর

বাসির শেখ বিশ্বাস করতে পারছিলেন না ৷ দোকানদার তাঁকে ফোন করে নিশ্চিত করেন যে, তিনি লটারিতে এক কোটি টাকা জিতেছেন ৷ প্রশাসনের তরফে কোনও ফোন আসেনি কোটিপতি বাসিরের কাছে ৷ কিন্তু তিনি বলেন, "আমি প্রশাসনের মাধ্যমেই এক কোটি টাকাটা নিতে চাই ৷ প্রশাসন আসবে বলেছে ৷"

বাড়িতে ইট গাঁথা হলেও প্লাস্টার হয়নি । মাথার উপরে রয়েছে বিবাহযোগ্যা দুই বোন । শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ ১২০ টাকার লটারি টিকিট কেটেই সব সমস্যার সমাধান । খুশির হাওয়া পরিবারে ৷ বাসিরের বাবা রহমতুল্লা শেখ জানালেন, ছেলে এই টাকা পাওয়ায় তিনি খুবই আনন্দিত ৷ চাষবাস করে কোনওরকমে সংসার চলে ৷ এই টাকা এবার ব্যবসা করবার ইচ্ছে রয়েছে তাঁর ৷ সঙ্গে ঘর-বাড়ি মেরামতি করবেন বলে জানালেন বাবা রহমতুল্লা ৷ আর দুই মেয়ের বিয়ে নিয়েও আর কোনও চিন্তা থাকল না । কোটিপতি বাসিরকে দেখতে ভিড় জমেছে এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.