ETV Bharat / state

পৌরসভা মাস্ক, গ্লাভস, স্যানিটাইজ়ার দিচ্ছে না ; অভিযোগ সাফাইকর্মীদের - coronavirus

সাফাইকর্মীরা যখন বলেছেন তখন হয়তো ঠিক বলেছেন ৷ তাও আমি একবার বিষয়টি খতিয়ে দেখবো ৷ প্রয়োজনে তাদের পুনরায় মাস্ক, গ্লাভস ও সেনিটাইজ়ার দেওয়া হবে ৷ জানিয়েছেন পৌরসভার আধিকারিক ৷

মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ
author img

By

Published : Jul 18, 2020, 8:45 PM IST

বহরমপুর, 18 জুলাই : বহরমপুর পৌরসভার অধীনে কর্মরত সাফাইকর্মীদের মাস্ক, গ্লাভস, স্যানিটাইজ়ার দেওয়া হচ্ছে না পৌরসভার তরফে ৷ অভিযোগ বহরমপুর পৌরসভার কর্মরত সাফাইকর্মীদের ৷

প্রতিদিন শহরের বিভিন্ন অঞ্চল থেকে আর্বজনা পরিষ্কার করে রাস্তাঘাটের স্বচ্ছতা বজায় রাখে এই সাফাইকর্মীরা । যেখানে কোরোনা সংক্রমণ রুখতে মানুষকে সচেতন করা হচ্ছে সরকার, প্রশাসনের তরফে ৷ বারবার হাত ধোয়া, মাস্ক পড়ার কথাও বলা হচ্ছে । নিয়মভঙ্গ করাই একাধিক জায়গায় গ্রেপ্তার ও জরিমানা করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে বহরমপুর পৌরসভার সাফাইকর্মীদের হাতে না আছে গ্লাভস, না আছে মাস্ক ৷ কোরোনা ভাইরাসের মোকাবিলায় অন্যতম যোদ্ধা এই সাফাইকর্মীরা । অথচ তাদের পৌরসভার থেকে PPE কিট তো দূরের কথা মাস্ক, গ্লাভস দিয়েও সাহায্য করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তাঁরা ৷

তাঁদের অভিযোগ, কোরোনা ভাইরাসের সংক্রমণের শুরুতে একবার দেওয়া হয়েছিল পৌরসভার তরফে । তারপর আর দেওয়া হয়নি ৷ বহরমপুর পৌরসভায় বারবার জানানোর পরও কোনও সুরাহা হয়নি । এবিষয়ে পৌরসভার আধিকারিক নারুগোপাল মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "সাফাইকর্মীরা যখন বলেছেন তখন হয়তো ঠিক বলেছেন ৷ তাও আমি একবার বিষয়টি খতিয়ে দেখবো ৷ প্রয়োজনে তাদের পুনরায় মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজ়ার দেওয়া হবে ৷"

বহরমপুর, 18 জুলাই : বহরমপুর পৌরসভার অধীনে কর্মরত সাফাইকর্মীদের মাস্ক, গ্লাভস, স্যানিটাইজ়ার দেওয়া হচ্ছে না পৌরসভার তরফে ৷ অভিযোগ বহরমপুর পৌরসভার কর্মরত সাফাইকর্মীদের ৷

প্রতিদিন শহরের বিভিন্ন অঞ্চল থেকে আর্বজনা পরিষ্কার করে রাস্তাঘাটের স্বচ্ছতা বজায় রাখে এই সাফাইকর্মীরা । যেখানে কোরোনা সংক্রমণ রুখতে মানুষকে সচেতন করা হচ্ছে সরকার, প্রশাসনের তরফে ৷ বারবার হাত ধোয়া, মাস্ক পড়ার কথাও বলা হচ্ছে । নিয়মভঙ্গ করাই একাধিক জায়গায় গ্রেপ্তার ও জরিমানা করা হয়েছে ৷ এই পরিস্থিতিতে বহরমপুর পৌরসভার সাফাইকর্মীদের হাতে না আছে গ্লাভস, না আছে মাস্ক ৷ কোরোনা ভাইরাসের মোকাবিলায় অন্যতম যোদ্ধা এই সাফাইকর্মীরা । অথচ তাদের পৌরসভার থেকে PPE কিট তো দূরের কথা মাস্ক, গ্লাভস দিয়েও সাহায্য করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তাঁরা ৷

তাঁদের অভিযোগ, কোরোনা ভাইরাসের সংক্রমণের শুরুতে একবার দেওয়া হয়েছিল পৌরসভার তরফে । তারপর আর দেওয়া হয়নি ৷ বহরমপুর পৌরসভায় বারবার জানানোর পরও কোনও সুরাহা হয়নি । এবিষয়ে পৌরসভার আধিকারিক নারুগোপাল মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "সাফাইকর্মীরা যখন বলেছেন তখন হয়তো ঠিক বলেছেন ৷ তাও আমি একবার বিষয়টি খতিয়ে দেখবো ৷ প্রয়োজনে তাদের পুনরায় মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজ়ার দেওয়া হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.