ETV Bharat / state

Khargram Suicide : পিসির বাড়িতে এসে আত্মহত্যা বিবাহিত যুগলের - Khargram Suicide

পিসির বাড়ি এসে আত্মহত্যা বিবাহিত যুগলের (Khargram Suicide) ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত বরার গ্রামে ৷ যুগলের নাম রাজেশ ঘোষ ও রাখি ঘোষ ৷

Suicide Khargram
আত্মহত্যা বিবাহিত যুগলের
author img

By

Published : Mar 28, 2022, 7:44 PM IST

মুর্শিদাবাদ, 28 মার্চ : খড়গ্রাম থানার অন্তর্গত বরার গ্রামে আত্মহত্যা বিবাহিত যুগলের (Khargram Suicide) ৷ পিসির বাড়িতে এসেছিলেন তাঁরা । মৃতদের নাম রাজেশ ঘোষ (20) ও রাখি ঘোষ (16)। বীরভূম জেলার বোলপুরে রাখির বাপেরবাড়ি ও লাভপুর থানার গোনাইপুরে বিয়ে হয়েছিল তাঁর ।

পরিবার সূত্রে খবর, রবিবার মাঝরাতে রাজেশরা এসে উপস্থিত হন পিসির বাড়ি ৷ পিসেমশাইকে জানায়, পরদিন সকাল হতেই তাঁরা বাড়ি ফিরে যাবে। কিন্তু এদিন সকালে পরিবারের লোকেরা দরজা খুলে ঝুলন্ত অবস্থায় তাঁদের দেখতে পান ৷ দু‘জনেই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন ৷

আরও পড়ুন : মাটিয়ায় নাবালিকা ধর্ষণে নির্ভয়াকাণ্ডের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন চিকিৎসকরা

খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ দু'জনের মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে তাঁরা বাড়ি থেকে এসে পিসির বাড়িতে আত্মহত্যা করলেন, এ নিয়ে উঠছে প্রশ্ন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷

মুর্শিদাবাদ, 28 মার্চ : খড়গ্রাম থানার অন্তর্গত বরার গ্রামে আত্মহত্যা বিবাহিত যুগলের (Khargram Suicide) ৷ পিসির বাড়িতে এসেছিলেন তাঁরা । মৃতদের নাম রাজেশ ঘোষ (20) ও রাখি ঘোষ (16)। বীরভূম জেলার বোলপুরে রাখির বাপেরবাড়ি ও লাভপুর থানার গোনাইপুরে বিয়ে হয়েছিল তাঁর ।

পরিবার সূত্রে খবর, রবিবার মাঝরাতে রাজেশরা এসে উপস্থিত হন পিসির বাড়ি ৷ পিসেমশাইকে জানায়, পরদিন সকাল হতেই তাঁরা বাড়ি ফিরে যাবে। কিন্তু এদিন সকালে পরিবারের লোকেরা দরজা খুলে ঝুলন্ত অবস্থায় তাঁদের দেখতে পান ৷ দু‘জনেই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন ৷

আরও পড়ুন : মাটিয়ায় নাবালিকা ধর্ষণে নির্ভয়াকাণ্ডের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন চিকিৎসকরা

খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ দু'জনের মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কী কারণে তাঁরা বাড়ি থেকে এসে পিসির বাড়িতে আত্মহত্যা করলেন, এ নিয়ে উঠছে প্রশ্ন ৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.