ETV Bharat / state

ফরাক্কায় গঙ্গার চর দখল ঘিরে সংঘর্ষে খুন যুবক - murder on land clash

ফরাক্কা থানার পুলিশের তরফে জানা যায়, আজ সকাল নটা নাগাদ গঙ্গার চর দখল ঘিরে নয়নসুখ এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয় ৷ সংঘর্ষে জখম হন হারাধন ঘোষ, যাদব ঘোষ, পবিত্র ঘোষ ও পলাশ ঘোষ ৷ এদের মধ্যে পলাশ ঘোষের মৃত্যু হয় ৷

মৃতদেহ
author img

By

Published : Nov 2, 2019, 10:49 PM IST

ফরাক্কা, 2 নভেম্বর : গঙ্গার চর দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে মৃত এক যুবক ৷ নাম পলাশ ঘোষ (21) ৷ আজ সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ফরাক্কার নয়নসুখ এলাকায় ৷ জখম হয়েছেন আরও তিনজন ৷ তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷

ফরাক্কা থানার পুলিশের তরফে জানা যায়, আজ সকাল নটা নাগাদ গঙ্গার চর দখল ঘিরে নয়নসুখ এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয় ৷ সংঘর্ষে জখম হন হারাধন ঘোষ, যাদব ঘোষ, পবিত্র ঘোষ ও পলাশ ঘোষ ৷ এদের মধ্যে পলাশ ঘোষের মৃত্যু হয় ৷ তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল ৷ পলাশের মৃতদেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

হাসপাতালে ভরতি অবস্থায় আক্রান্ত একজন বলেন, "ওরা জঙ্গলের ভিতর লুকিয়ে ছিল ৷ আমরা ওখানে যাওয়া মাত্রই হামলা করে ৷ ওদের লোকসংখ্যা আমাদের থেকে বেশি ছিল ৷ আক্রমণকারীদের নাম, প্রহ্লাদ ঘোষ, সুপ্রিয় ঘোষ, মনোজ ঘোষ ৷ আরও অনেকেই ছিল ৷ আমাদের জমি ওরা দখল করতে চাইছিল ৷ ওরা গুলিও চালিয়েছে ৷"

দেখুন ভিডিয়ো...

ফরাক্কা থানার পুলিশ সূত্রে খবর, আক্রান্তদের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

ফরাক্কা, 2 নভেম্বর : গঙ্গার চর দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে মৃত এক যুবক ৷ নাম পলাশ ঘোষ (21) ৷ আজ সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ফরাক্কার নয়নসুখ এলাকায় ৷ জখম হয়েছেন আরও তিনজন ৷ তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় ৷

ফরাক্কা থানার পুলিশের তরফে জানা যায়, আজ সকাল নটা নাগাদ গঙ্গার চর দখল ঘিরে নয়নসুখ এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয় ৷ সংঘর্ষে জখম হন হারাধন ঘোষ, যাদব ঘোষ, পবিত্র ঘোষ ও পলাশ ঘোষ ৷ এদের মধ্যে পলাশ ঘোষের মৃত্যু হয় ৷ তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল ৷ পলাশের মৃতদেহ জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷

হাসপাতালে ভরতি অবস্থায় আক্রান্ত একজন বলেন, "ওরা জঙ্গলের ভিতর লুকিয়ে ছিল ৷ আমরা ওখানে যাওয়া মাত্রই হামলা করে ৷ ওদের লোকসংখ্যা আমাদের থেকে বেশি ছিল ৷ আক্রমণকারীদের নাম, প্রহ্লাদ ঘোষ, সুপ্রিয় ঘোষ, মনোজ ঘোষ ৷ আরও অনেকেই ছিল ৷ আমাদের জমি ওরা দখল করতে চাইছিল ৷ ওরা গুলিও চালিয়েছে ৷"

দেখুন ভিডিয়ো...

ফরাক্কা থানার পুলিশ সূত্রে খবর, আক্রান্তদের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

Intro:গঙ্গার চর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত এক সেই সঙ্গে আহত হয়েছে আরও তিন।Body:গঙ্গার চর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত এক সেই সঙ্গে আহত হয়েছে আরও তিন।

শনিবার সকল ৯টা নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কার নয়নসুখ এলাকায় গঙ্গার চর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ালো। ঘটনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম পলাশ ঘোষ(২১)। জখম হয়েছেন আরো তিনজন। গুরুতর জখম অবস্থায় হারাধন ঘোষ, যাদব ঘোষ ও পবিত্র ঘোষ তিনজনকে জংগীপুর মহুকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ।মৃত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।Conclusion:ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ।মৃত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.