ETV Bharat / state

সরকারি আধিকারিক খুনে দোষীসাব্যস্তর মৃত্যুদণ্ড - Berhampore

2002 সালের 9 জুলাই খুন হন সরকারি আধিকারিক প্রবীর কুমার সাহা ৷ ঘটনার 19 বছর পর অবশেষে সাজা ঘোষণা করল আদালত ৷

বহরমপুর
বহরমপুর
author img

By

Published : Jan 21, 2021, 4:34 PM IST

বহরমপুর, 21 জানুয়ারি : কেন্দ্রীয় সরকারি আধিকারিককে খুনের ঘটনায় প্রাণদণ্ডের সাজা ঘোষণা ৷ ঘটনার 19 বছর পর সাজা ঘোষণা করল আদালত ৷ মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন বহরমপুরের চতুর্থ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক মহান্যু দাস ৷ অপরদিকে, খুনের ঘটনায় অভিযুক্তকে আশ্রয় দেওয়া ও পালিয়ে যেতে মদত করার অপরাধে এক অভিযুক্তের 5 বছরের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ পাশাপাশি 10 হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

2002 সালের 9 জুলাই নিজের অফিসে খুন হন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক প্রবীর কুমার সাহা ৷ সেই সময় তিনি পর্যটন কেন্দ্র হাজারদুয়ারিতে কর্মরত ছিলেন ৷ জানা গিয়েছে, ঘটনার দিন সকাল 8টা নাগাদ অফিসের অস্থায়ী কর্মী সাজু শেখের সঙ্গে তাঁর বচসা বাধে ৷ অভিযোগ, বচসা চলাকালীন সাজু শেখ ধারালো অস্ত্র দিয়ে কোপায় প্রবীর বাবুকে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার পরই সাজু শেখকে আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে তার আত্মীয় আলাউদ্দিন শেখের বিরুদ্ধে ৷ এমনকী তাকে পালিয়ে যেতেও সাহায্য করে বলে অভিযোগ ওঠে ৷ ঘটনার বেশ কিছুদিন পর সাজু শেখকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ঘটনায় মোট 13 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় ৷ পুলিশ সূত্রের খবর, উদ্ধার হয় খুনের ব্যবহৃত অস্ত্রটিও ৷ ঘটনার 19 বছর পর অবশেষে সাজা ঘোষণা করল আদালত ৷

বহরমপুর, 21 জানুয়ারি : কেন্দ্রীয় সরকারি আধিকারিককে খুনের ঘটনায় প্রাণদণ্ডের সাজা ঘোষণা ৷ ঘটনার 19 বছর পর সাজা ঘোষণা করল আদালত ৷ মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন বহরমপুরের চতুর্থ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক মহান্যু দাস ৷ অপরদিকে, খুনের ঘটনায় অভিযুক্তকে আশ্রয় দেওয়া ও পালিয়ে যেতে মদত করার অপরাধে এক অভিযুক্তের 5 বছরের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ পাশাপাশি 10 হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন : এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

2002 সালের 9 জুলাই নিজের অফিসে খুন হন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিক প্রবীর কুমার সাহা ৷ সেই সময় তিনি পর্যটন কেন্দ্র হাজারদুয়ারিতে কর্মরত ছিলেন ৷ জানা গিয়েছে, ঘটনার দিন সকাল 8টা নাগাদ অফিসের অস্থায়ী কর্মী সাজু শেখের সঙ্গে তাঁর বচসা বাধে ৷ অভিযোগ, বচসা চলাকালীন সাজু শেখ ধারালো অস্ত্র দিয়ে কোপায় প্রবীর বাবুকে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনার পরই সাজু শেখকে আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে তার আত্মীয় আলাউদ্দিন শেখের বিরুদ্ধে ৷ এমনকী তাকে পালিয়ে যেতেও সাহায্য করে বলে অভিযোগ ওঠে ৷ ঘটনার বেশ কিছুদিন পর সাজু শেখকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ঘটনায় মোট 13 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় ৷ পুলিশ সূত্রের খবর, উদ্ধার হয় খুনের ব্যবহৃত অস্ত্রটিও ৷ ঘটনার 19 বছর পর অবশেষে সাজা ঘোষণা করল আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.