ETV Bharat / state

Man gets Death Penalty: শিক্ষক-সহ চারজনকে খুন, অপরাধীকে ফাঁসির সাজা শোনাল আদালত

স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল খুনে দোষী সাব্যস্ত আসামীর সাজা ঘোষণা করল আদালত ৷ বৃহস্পতিবার অপরাধী উৎপল বেহারার ফাঁসির সাজা ঘোষণা করেছে বহরমপুর আদালত ৷ নিজেকে নির্দোষ বলে দাবি করা উৎপল বেহারা জানায় তাকে ফাঁসানো হয়েছে ।

Etv Bharat
ফাঁসির সাজা ঘোষণা আদালতের
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 10:47 PM IST

Updated : Aug 24, 2023, 11:02 PM IST

ফাঁসির সাজা ঘোষণা আদালতের

বহরমপুর, 24 অগস্ট: স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল ও তাঁর পরিবারের 3 সদস্যকে খুনের মামলার রায় দিল বহরমপুর আদালত ৷ বৃহস্পতিবার অপরাধী উৎপল বেহারার ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত ৷ অভিযুক্তের ফাঁসির সাজা হওয়ায় খুশি বন্ধুপ্রকাশ পালের পরিবারে । ঘটনা প্রসঙ্গেই সরকার পক্ষের আইনজীবী বলেন, "এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস হিসাবে আমি প্রমাণ করার চেষ্টা করেছি । সাক্ষ্য-প্রমাণ দেখে আদালত সেটাই মেনে নিয়ে সর্বোচ্চ সাজা দিয়েছেন ।"

প্রসঙ্গত, 2019 সালের 8 অক্টোবর ঘটনাটি ঘটে ৷ বিজয়া দশমীর দিন জিয়াগঞ্জের বাড়িতে খুন হয়েছিলেন স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও সাত বছরের ছেলে । ঘটনায় সাগরদিঘির বাসিন্দা উৎপল বেহারাকে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে গ্রেফতার করেছিল পুলিশ । জেল হেফাজতে রেখেই সওয়াল চলছিল এই মামলার ।

ওই দিন বন্ধুপ্রকাশের বাড়িতে দুধ দিতে গিয়ে গোয়ালার প্রথম নজরে আসে ঘটনাটি ৷ উৎপল বেহারাকে রক্তাক্ত জামাকাপড়ে দেখেছিলেন তিনি । তিনি পুলিশে খবর দেন ৷ ওই দুধ বিক্রেতা-সহ সাতজন সাক্ষ্য দেয় এই মামলায় । ঘটনাস্থল থেকে পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে ৷ প্রমাণ হিসাবে সেগুলি আদালতে পেশ করেছিল । অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিটও দেয় পুলিশ । সেই মতোই বহরমপুর আদালতে বিচারপ্রক্রিয়া চলতে থাকে ৷ দীর্ঘ সওয়াল জবাবের পর আজ ফাঁসির সাজা ঘোষণা করেছেন বিচারক ।

আরও পড়ুন: ধর্ষণের পর খুন কলেজ ছাত্রীকে, পিংলার ঘটনায় দুই অভিযুক্তের ফাঁসির সাজা

মৃতের পরিবার বারবার সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে আসছিলেন । আদালত পরপর তিন দিন বিভিন্ন কারনে রায়দান স্থগিত রেখেছিল । আজ সাজা ঘোষণা করা হয়। অভিযুক্তের ফাঁসির সাজা হওয়ায় খুশি পরিবারে । এদিন সাজা ঘোষণার পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করে উৎপল বেহারা।খুনের ঘটনায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে, উৎপল বেহারা মেদিনীপুরে নির্মাণ শ্রমিকের কাজ করত । সেই সময় বন্ধুপ্রকাশ পালের হাত দিয়ে বেশ কিছু টাকা বেসরকারি সংস্থায় লগ্নি করেছিল সে । হঠাৎই টাকা ফেরতের চাপ দিলেও টাকা ফেরত দিচ্ছিলেন না বন্ধুপ্রকাশ । তা না-দেওয়াতেই খুন ৷

ফাঁসির সাজা ঘোষণা আদালতের

বহরমপুর, 24 অগস্ট: স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল ও তাঁর পরিবারের 3 সদস্যকে খুনের মামলার রায় দিল বহরমপুর আদালত ৷ বৃহস্পতিবার অপরাধী উৎপল বেহারার ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত ৷ অভিযুক্তের ফাঁসির সাজা হওয়ায় খুশি বন্ধুপ্রকাশ পালের পরিবারে । ঘটনা প্রসঙ্গেই সরকার পক্ষের আইনজীবী বলেন, "এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস হিসাবে আমি প্রমাণ করার চেষ্টা করেছি । সাক্ষ্য-প্রমাণ দেখে আদালত সেটাই মেনে নিয়ে সর্বোচ্চ সাজা দিয়েছেন ।"

প্রসঙ্গত, 2019 সালের 8 অক্টোবর ঘটনাটি ঘটে ৷ বিজয়া দশমীর দিন জিয়াগঞ্জের বাড়িতে খুন হয়েছিলেন স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বিউটি পাল ও সাত বছরের ছেলে । ঘটনায় সাগরদিঘির বাসিন্দা উৎপল বেহারাকে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে গ্রেফতার করেছিল পুলিশ । জেল হেফাজতে রেখেই সওয়াল চলছিল এই মামলার ।

ওই দিন বন্ধুপ্রকাশের বাড়িতে দুধ দিতে গিয়ে গোয়ালার প্রথম নজরে আসে ঘটনাটি ৷ উৎপল বেহারাকে রক্তাক্ত জামাকাপড়ে দেখেছিলেন তিনি । তিনি পুলিশে খবর দেন ৷ ওই দুধ বিক্রেতা-সহ সাতজন সাক্ষ্য দেয় এই মামলায় । ঘটনাস্থল থেকে পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে ৷ প্রমাণ হিসাবে সেগুলি আদালতে পেশ করেছিল । অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিটও দেয় পুলিশ । সেই মতোই বহরমপুর আদালতে বিচারপ্রক্রিয়া চলতে থাকে ৷ দীর্ঘ সওয়াল জবাবের পর আজ ফাঁসির সাজা ঘোষণা করেছেন বিচারক ।

আরও পড়ুন: ধর্ষণের পর খুন কলেজ ছাত্রীকে, পিংলার ঘটনায় দুই অভিযুক্তের ফাঁসির সাজা

মৃতের পরিবার বারবার সর্বোচ্চ সাজার দাবি জানিয়ে আসছিলেন । আদালত পরপর তিন দিন বিভিন্ন কারনে রায়দান স্থগিত রেখেছিল । আজ সাজা ঘোষণা করা হয়। অভিযুক্তের ফাঁসির সাজা হওয়ায় খুশি পরিবারে । এদিন সাজা ঘোষণার পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করে উৎপল বেহারা।খুনের ঘটনায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে, উৎপল বেহারা মেদিনীপুরে নির্মাণ শ্রমিকের কাজ করত । সেই সময় বন্ধুপ্রকাশ পালের হাত দিয়ে বেশ কিছু টাকা বেসরকারি সংস্থায় লগ্নি করেছিল সে । হঠাৎই টাকা ফেরতের চাপ দিলেও টাকা ফেরত দিচ্ছিলেন না বন্ধুপ্রকাশ । তা না-দেওয়াতেই খুন ৷

Last Updated : Aug 24, 2023, 11:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.