ETV Bharat / state

Extra Marital Affair: বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া, বহরমপুরে বাড়িতে ডেকে খুন - Berhampore Murshidabad Murder

মইনুল শেখ ও হাসিবুর শেখ দু'জনে বন্ধু এবং পেশায় গাড়িচালক ৷ মইনুলের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় হাসিবুলের ৷ এ নিয়ে দু'জনের মধ্যে ঝামেলাও বাধে ৷ তারপর হাসিবুলের বিরুদ্ধে মইনুলকে খুনের অভিযোগ উঠেছে (Extra Marital Affair Murder) ৷

ETV Bharat
ETV Bharat
author img

By

Published : Sep 18, 2022, 6:22 PM IST

বহরমপুর, 18 সেপ্টেম্বর: পরকিয়ার জেরে বন্ধু খুন ৷ বন্ধুকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার চুমরিগাছা ভাটপাড়ায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে বন্ধুকে ডেকে খুন করা হয় ৷ মৃতের নাম মইনুল শেখ (24) । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত হাসিবুর শেখ । বহরমপুর থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে (Man allegedly shot his friend over extra marital affair in Berhampore Murshidabad) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মইনুল শেখ ও হাসিবুল শেখ দু'জনে বন্ধু ৷ দু'জনেই গাড়িচালক । মইনুলের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল হাসিবুর শেখ । তা জানতে পারেন মইনুল । এই নিয়ে দিনকয়েক আগে দু'জনের মধ্যে বচসা বাধে ।

আরও পড়ুন: মনুয়া কাণ্ডের ছায়া আমডাঙায়, স্ত্রী'র পরকীয়ার প্রতিবাদ করায় খুন স্বামী

শনিবার বিশ্বকর্মা পুজো থাকায় দু'জনেই নিজের নিজের বাড়িতে ছিল । দুপুর একটা নাগাদ মইনুলকে নিজের বাড়িতে মদ্যপানের জন্য ডাকাডাকি করে হাসিবুর । বন্ধুর ফোন পেয়ে তার বাড়িতে যায় মইনুল । এরপর তাঁর বাড়িতেই মইনুলকে গুলি করে খুন করে হাসিবুর ।

মইনুলের স্ত্রীর সঙ্গে হাসিবুলের প্রেমের জেরে বন্ধুকে খুনের অভিযোগ

এদিকে দুপুর থেকে নিখোঁজ মইনুলের খোঁজ করতে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করা হয় । বহরমপুর থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে । অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, তা খতিয়ে দেখছে পুলিশ । পুলিশের অনুমান, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে ।

বহরমপুর, 18 সেপ্টেম্বর: পরকিয়ার জেরে বন্ধু খুন ৷ বন্ধুকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার চুমরিগাছা ভাটপাড়ায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে বন্ধুকে ডেকে খুন করা হয় ৷ মৃতের নাম মইনুল শেখ (24) । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত হাসিবুর শেখ । বহরমপুর থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে (Man allegedly shot his friend over extra marital affair in Berhampore Murshidabad) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মইনুল শেখ ও হাসিবুল শেখ দু'জনে বন্ধু ৷ দু'জনেই গাড়িচালক । মইনুলের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল হাসিবুর শেখ । তা জানতে পারেন মইনুল । এই নিয়ে দিনকয়েক আগে দু'জনের মধ্যে বচসা বাধে ।

আরও পড়ুন: মনুয়া কাণ্ডের ছায়া আমডাঙায়, স্ত্রী'র পরকীয়ার প্রতিবাদ করায় খুন স্বামী

শনিবার বিশ্বকর্মা পুজো থাকায় দু'জনেই নিজের নিজের বাড়িতে ছিল । দুপুর একটা নাগাদ মইনুলকে নিজের বাড়িতে মদ্যপানের জন্য ডাকাডাকি করে হাসিবুর । বন্ধুর ফোন পেয়ে তার বাড়িতে যায় মইনুল । এরপর তাঁর বাড়িতেই মইনুলকে গুলি করে খুন করে হাসিবুর ।

মইনুলের স্ত্রীর সঙ্গে হাসিবুলের প্রেমের জেরে বন্ধুকে খুনের অভিযোগ

এদিকে দুপুর থেকে নিখোঁজ মইনুলের খোঁজ করতে গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় বন্ধুর বাড়ি থেকে উদ্ধার করা হয় । বহরমপুর থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে । অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, তা খতিয়ে দেখছে পুলিশ । পুলিশের অনুমান, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.