ETV Bharat / state

Adhir pokes Mamata: দিল্লির বিরোধী রাজনীতিতে প্রাসঙ্গিতা হারাচ্ছেন মমতা, দাবি অধীরের

দিল্লিতে বিজেপি বিরোধী জোটে প্রাসঙ্গিকতা হারিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ সেই কারণেই বিরোধী শক্তির দলগুলিকে এড়িয়ে চলার জন্য নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ! এমনই দাবি করলেন অধীর চৌধুরী ৷

author img

By

Published : May 26, 2023, 7:32 PM IST

Adhir on Mamata ETV BHARAT
Adhir on Mamata ETV BHARAT
বিজেপি বিরোধী জোটে প্রাসঙ্গিকতা হারিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী !

বহরমপুর, 26 মে: দিল্লিতে বিরোধী জোটের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিকতা হারাচ্ছেন ৷ এমনটাই মনে করেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গুরুত্ব দেওয়া হত, এখন সেই গুরুত্ব তিনি পান না বলে জানালেন অধীর ৷ আর রাহুল গান্ধির নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে অধীর দাবি করেন, রাষ্ট্রপতিকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ৷ সেই কারণেই কংগ্রেস নেতা সংসদ ভবনের উদ্বোধনে যাচ্ছেন না ৷

জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনও গুরুত্ব নেই ৷ শুক্রবার বহরমপুরে বসে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ সেই কারণেই নাকি মুখ্য়মন্ত্রী আগামিকাল নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন ৷ তাঁর কটাক্ষ, ‘‘দিদি বিহার পর্যন্ত যাবেন ৷ কিন্তু, উনি দিল্লি যেতে পারবেন না ৷ অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ওনার নাকি ভাইয়ের সম্পর্ক ৷ তাহলে 27 মে দিল্লি গিয়ে উনি দেখা করতেন ৷ ওজনের থেকে বেশি ভজন করে, কলকাতায় বসে থাকলেন ৷’’

কেজরিওয়াল এবং অন্যান্য আপ নেতাদের সঙ্গে নবান্নের বৈঠকের প্রসঙ্গ টেনে মমতাকে ব্যঙ্গ করতে ছাড়লেন না অধীর ৷ আর বাংলার মুখ্যমন্ত্রীর দিল্লিকে এড়িয়ে চলার কারণ হিসেবে অধীর জানান, জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা কমে যাচ্ছে ৷ তাঁর কথায়, মোদি ও বিজেপি বিরোধী যে জোট তা হচ্ছে দিল্লিতে ৷ কিন্তু, মমতাকে বিরোধী জোটে আগের মতো কেউ গুরুত্ব দিচ্ছে না ৷ সেই কারণেই তিনি নাকি দিল্লি যাচ্ছেন না ! দাবি অধীরের ৷ মুখ বাঁচাকে তাই নীতি আয়োগের বৈঠকও নাকি এড়িয়ে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: কংগ্রেসকে দুর্বল করাই লক্ষ্য মমতা-কেজরির, অভিযোগ অধীরের

উল্লেখ্য, গত মঙ্গলবার নবান্নে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে বৈঠক নিয়ে মমতা এবং কেজরির বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ করেছেন তিনি ৷ সেদিনই নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি 27 মে নীতি আয়োগের বৈঠকে থাকবেন না ৷ বদলে মুখ্যসচিব বা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রতিনিধি হিসেবে পাঠানোর ভাবনাচিন্তা করছেন ৷ যদিও, নীতি আয়োগের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ৷

বিজেপি বিরোধী জোটে প্রাসঙ্গিকতা হারিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী !

বহরমপুর, 26 মে: দিল্লিতে বিরোধী জোটের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিকতা হারাচ্ছেন ৷ এমনটাই মনে করেন বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গুরুত্ব দেওয়া হত, এখন সেই গুরুত্ব তিনি পান না বলে জানালেন অধীর ৷ আর রাহুল গান্ধির নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠান বয়কট প্রসঙ্গে অধীর দাবি করেন, রাষ্ট্রপতিকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ৷ সেই কারণেই কংগ্রেস নেতা সংসদ ভবনের উদ্বোধনে যাচ্ছেন না ৷

জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনও গুরুত্ব নেই ৷ শুক্রবার বহরমপুরে বসে এমনটাই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ সেই কারণেই নাকি মুখ্য়মন্ত্রী আগামিকাল নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন ৷ তাঁর কটাক্ষ, ‘‘দিদি বিহার পর্যন্ত যাবেন ৷ কিন্তু, উনি দিল্লি যেতে পারবেন না ৷ অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ওনার নাকি ভাইয়ের সম্পর্ক ৷ তাহলে 27 মে দিল্লি গিয়ে উনি দেখা করতেন ৷ ওজনের থেকে বেশি ভজন করে, কলকাতায় বসে থাকলেন ৷’’

কেজরিওয়াল এবং অন্যান্য আপ নেতাদের সঙ্গে নবান্নের বৈঠকের প্রসঙ্গ টেনে মমতাকে ব্যঙ্গ করতে ছাড়লেন না অধীর ৷ আর বাংলার মুখ্যমন্ত্রীর দিল্লিকে এড়িয়ে চলার কারণ হিসেবে অধীর জানান, জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা কমে যাচ্ছে ৷ তাঁর কথায়, মোদি ও বিজেপি বিরোধী যে জোট তা হচ্ছে দিল্লিতে ৷ কিন্তু, মমতাকে বিরোধী জোটে আগের মতো কেউ গুরুত্ব দিচ্ছে না ৷ সেই কারণেই তিনি নাকি দিল্লি যাচ্ছেন না ! দাবি অধীরের ৷ মুখ বাঁচাকে তাই নীতি আয়োগের বৈঠকও নাকি এড়িয়ে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: কংগ্রেসকে দুর্বল করাই লক্ষ্য মমতা-কেজরির, অভিযোগ অধীরের

উল্লেখ্য, গত মঙ্গলবার নবান্নে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যে বৈঠক নিয়ে মমতা এবং কেজরির বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ করেছেন তিনি ৷ সেদিনই নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি 27 মে নীতি আয়োগের বৈঠকে থাকবেন না ৷ বদলে মুখ্যসচিব বা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে প্রতিনিধি হিসেবে পাঠানোর ভাবনাচিন্তা করছেন ৷ যদিও, নীতি আয়োগের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.