ETV Bharat / state

Mamata MNREGA Salvo: 'বাংলাকে ভাতে মারার চেষ্টা ! বদলা নেব না তবে বদল করবই', মনরেগা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে ৷ মনরেগা (Mamata MNREGA Salvo) নিয়ে সরব হয়ে আজ সাগরদিঘিতে এই ভাষাতেই কেন্দ্রকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee At Murshidabad)৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jan 16, 2023, 2:27 PM IST

Updated : Jan 16, 2023, 2:35 PM IST

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 16 জানুয়ারি: সোমবার মুর্শিদাবাদে ঝটিকা সফরে গিয়ে 100 দিনের কাজ অর্থাৎ মনরেগা (Mamata MNREGA Salvo) নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee At Murshidabad)। তিনি বলেন, বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে । একইসঙ্গে, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, বাংলাকে ভাতে মেরে এই কেন্দ্রীয় সরকারের রাজত্ব চলবে না ।

100 দিনের বকেয়া টাকা নিয়ে তোপ মমতার

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে 100 দিনের প্রকল্পের টাকা বাকি রয়েছে রাজ্যের । এই নিয়ে কেন্দ্রের কাছে দরবার করা হলেও বিশেষ কাজ হয়নি । এ দিন তাই 100 দিনের কাজ নিয়ে সাগরদিঘিতে একরকম রণং দেহি মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে । তিনি বলেন, "আমাকে ভাতে মারতে গিয়ে আমার মা-বোনেদের হাতে মারছে কেন্দ্র । শ্রমিক, কৃষক, গরিব, মজদুরদের ভাতে মারার চেষ্টা হচ্ছে ।"

'বাংলার মানুষের প্রতি প্রতিহিংসা দেখাচ্ছে কেন্দ্র'

সোমবার মুখ্যমন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন এই টাকা তাঁদের নিজস্ব জমিদারি, নিজস্ব তহবিল, তাহলে তাঁরা ভুল ভাবছেন । 100 দিনের কাজের টাকা বাংলার মানুষের হকের টাকা । কাজ করেও বাংলার মানুষ টাকা পাচ্ছেন না । মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার মানুষের বিরুদ্ধে প্রতিহিংসা থেকেই এ সব করছে কেন্দ্র । তিনি বলেন, "বাংলা লড়াই করে তাই টাকা পাচ্ছে না । বাংলা থেকে জিএসটির মাধ্যমে কর তুলে নিয়ে যাচ্ছো কিন্তু বাংলার প্রাপ্য তুমি দেবে না, এমনটা হতে পারে না ৷ বাংলাকে ভাতে মারা চলবে না ৷ কৃষক মেরে, শ্রমিক মেরে বাংলাকে বঞ্চিত করে ক্ষমতা দেখালে মানুষ এর জবাব দেবে ।"

আরও পড়ুন: বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে, বিজেপিকে তোপ মমতার

বাংলাকে বঞ্চিত করার অভিযোগ মুখ্যমন্ত্রীর

এ দিন 100 দিনের টাকা না দেওয়াকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেছেন, কেউ কেউ দিল্লিতে গিয়ে বলে আসছেন বাংলাকে টাকা দেবেন না । আর তাঁদের কথা শুনে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে । তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে দুর্নীতির অভিযোগ থাকলেও তারা টাকা পাচ্ছে আর বঞ্চিত হচ্ছে বাংলা । এ দিন এই নবাবী রাজত্বের মাটি থেকেই পরিবর্তনের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । তিনি বলেন, বাংলার মানুষ সোনার ফসল ফলায় ৷ তাদের ভাতে মারা যাবে না ৷ মমতার কথায়, "আমি বদলা নেওয়ার কথা বলব না, বদলা আমি নেব না । তবে বদল আমি করবই ।"

সাগরদিঘি (মুর্শিদাবাদ), 16 জানুয়ারি: সোমবার মুর্শিদাবাদে ঝটিকা সফরে গিয়ে 100 দিনের কাজ অর্থাৎ মনরেগা (Mamata MNREGA Salvo) নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee At Murshidabad)। তিনি বলেন, বাংলাকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে । একইসঙ্গে, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, বাংলাকে ভাতে মেরে এই কেন্দ্রীয় সরকারের রাজত্ব চলবে না ।

100 দিনের বকেয়া টাকা নিয়ে তোপ মমতার

প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে 100 দিনের প্রকল্পের টাকা বাকি রয়েছে রাজ্যের । এই নিয়ে কেন্দ্রের কাছে দরবার করা হলেও বিশেষ কাজ হয়নি । এ দিন তাই 100 দিনের কাজ নিয়ে সাগরদিঘিতে একরকম রণং দেহি মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে । তিনি বলেন, "আমাকে ভাতে মারতে গিয়ে আমার মা-বোনেদের হাতে মারছে কেন্দ্র । শ্রমিক, কৃষক, গরিব, মজদুরদের ভাতে মারার চেষ্টা হচ্ছে ।"

'বাংলার মানুষের প্রতি প্রতিহিংসা দেখাচ্ছে কেন্দ্র'

সোমবার মুখ্যমন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন এই টাকা তাঁদের নিজস্ব জমিদারি, নিজস্ব তহবিল, তাহলে তাঁরা ভুল ভাবছেন । 100 দিনের কাজের টাকা বাংলার মানুষের হকের টাকা । কাজ করেও বাংলার মানুষ টাকা পাচ্ছেন না । মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার মানুষের বিরুদ্ধে প্রতিহিংসা থেকেই এ সব করছে কেন্দ্র । তিনি বলেন, "বাংলা লড়াই করে তাই টাকা পাচ্ছে না । বাংলা থেকে জিএসটির মাধ্যমে কর তুলে নিয়ে যাচ্ছো কিন্তু বাংলার প্রাপ্য তুমি দেবে না, এমনটা হতে পারে না ৷ বাংলাকে ভাতে মারা চলবে না ৷ কৃষক মেরে, শ্রমিক মেরে বাংলাকে বঞ্চিত করে ক্ষমতা দেখালে মানুষ এর জবাব দেবে ।"

আরও পড়ুন: বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে, বিজেপিকে তোপ মমতার

বাংলাকে বঞ্চিত করার অভিযোগ মুখ্যমন্ত্রীর

এ দিন 100 দিনের টাকা না দেওয়াকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি বলেছেন, কেউ কেউ দিল্লিতে গিয়ে বলে আসছেন বাংলাকে টাকা দেবেন না । আর তাঁদের কথা শুনে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে । তাঁর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলিতে দুর্নীতির অভিযোগ থাকলেও তারা টাকা পাচ্ছে আর বঞ্চিত হচ্ছে বাংলা । এ দিন এই নবাবী রাজত্বের মাটি থেকেই পরিবর্তনের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । তিনি বলেন, বাংলার মানুষ সোনার ফসল ফলায় ৷ তাদের ভাতে মারা যাবে না ৷ মমতার কথায়, "আমি বদলা নেওয়ার কথা বলব না, বদলা আমি নেব না । তবে বদল আমি করবই ।"

Last Updated : Jan 16, 2023, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.