ETV Bharat / state

Madhyamik Result 2022 : মায়ের স্বপ্নপূরণে চিকিৎসক হতে চায় অনাথ আশ্রমের মাধ্যমিকে কৃতী ছাত্রী

author img

By

Published : Jun 6, 2022, 5:38 PM IST

মাধ্যমিকে 632 নম্বর পেয়েছে মেহেবুন্নেশা (Madhyamik student)৷ তার ইচ্ছে ডাক্তার হয়ে মায়ের স্বপ্নপূরণ করা ৷ আশ্রমে এখন 22 জনের আবাসিকের মধ্যে একমাত্র মেয়ে মেহেবুন্নেশা ।

Madhyamik student wants to be a doctor to fulfill her mother dream
Madhyamik Result

মুর্শিদাবাদ, 6 জুন : অনাথ আশ্রম থেকে মাধ্যমিকে 632 নম্বর পেয়ে চিকিৎসক হয়ে, দুঃস্থ অনাথদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় হরিহরপাড়ার মেহেবুন্নেশা । তবে মেধা তালিকায় পৌঁছতে না পারার আক্ষেপ পুষে রেখেছে মনে । হরিহরপাড়া ট্যাংড়ামারি অনাথ আশ্রমের ছাত্রীর সাফল্যে উৎসবের মেজাজ আশ্রম চত্ত্বরে ।

মেহেবুন্নেশার আসল বাড়ি বহরমপুর থানার টিকটিকিপাড়ায় । পাঁচ বছর বয়স থেকে মায়ের হাত ধরে এই আশ্রমে পা রেখেছিল মেহেবুন্নেশা । 2011 সালে চারজন আবাসিক নিয়ে শুরু এই অনাথ আশ্রম । প্রথম দিন থেকেই আশ্রমের রান্নার কাজ করছেন মেহেবুন্নেশার মা জাহেদা খাতুম । মেয়েকে নিয়ে আশ্রমেই থাকতেই তিনি । চোঁয়া হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাশের পর আশ্রম কর্তৃপক্ষ তার মেধা দেখে স্থানীয় একটি বেসরকারি স্কুলে ভর্তি করে । সেখান থেকেই এবার মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 632 ৷ ছোট থেকেই অত্যন্ত মেধাবী ও জেদি মেহেবুন্নেশা(Madhyamik student wants to be a doctor to fulfill her mother dream)।

আরও পড়ুন : Madhyamik Pass Student Death : মনের মতো ফল না-হওয়ায় আত্মঘাতী সুতির মাধ্যমিক উত্তীর্ণ

আশ্রমে এখন 22 জনের আবাসিকের মধ্যে একমাত্র মেয়ে মেহেবুন্নেশা (Madhyamik Result 2022)। মা জাহেদা খাতুন বলেন, "অনেক প্রতিকূলতার মধ্যে বড় হয়েছে মেয়ে । ওর সাফল্যে আমি গর্বিত । বড় হয়ে আমার মতো অসহায় মেয়েদের পাশে দাঁড়ালে আরও খুশি হব ।" মায়ের স্বপ্ন পূরণই লক্ষ্য মাধ্যমিকে কৃতী ছাত্রীর । মেহেবুন্নেশা বলেন, "মায়ের ইচ্ছা আমি ডাক্তারি পড়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয় । আমার লক্ষ্যে সেটাই । অনাথদের পাশে থাকতে চাই আজীবন ।" আল আমিন মিশন থেকে পড়াশোনা চালিয়ে যেতে চায় মেহেবুন্নেশা । তার লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিয়েছেন অনাথ আশ্রমের কর্ণধার আইজুদ্দিন মণ্ডল । "মেহেবুন্নেশার পথ চলায় আমাদেরও শুভেচ্ছা রইল," বলেন তিনি ৷

মুর্শিদাবাদ, 6 জুন : অনাথ আশ্রম থেকে মাধ্যমিকে 632 নম্বর পেয়ে চিকিৎসক হয়ে, দুঃস্থ অনাথদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় হরিহরপাড়ার মেহেবুন্নেশা । তবে মেধা তালিকায় পৌঁছতে না পারার আক্ষেপ পুষে রেখেছে মনে । হরিহরপাড়া ট্যাংড়ামারি অনাথ আশ্রমের ছাত্রীর সাফল্যে উৎসবের মেজাজ আশ্রম চত্ত্বরে ।

মেহেবুন্নেশার আসল বাড়ি বহরমপুর থানার টিকটিকিপাড়ায় । পাঁচ বছর বয়স থেকে মায়ের হাত ধরে এই আশ্রমে পা রেখেছিল মেহেবুন্নেশা । 2011 সালে চারজন আবাসিক নিয়ে শুরু এই অনাথ আশ্রম । প্রথম দিন থেকেই আশ্রমের রান্নার কাজ করছেন মেহেবুন্নেশার মা জাহেদা খাতুম । মেয়েকে নিয়ে আশ্রমেই থাকতেই তিনি । চোঁয়া হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাশের পর আশ্রম কর্তৃপক্ষ তার মেধা দেখে স্থানীয় একটি বেসরকারি স্কুলে ভর্তি করে । সেখান থেকেই এবার মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 632 ৷ ছোট থেকেই অত্যন্ত মেধাবী ও জেদি মেহেবুন্নেশা(Madhyamik student wants to be a doctor to fulfill her mother dream)।

আরও পড়ুন : Madhyamik Pass Student Death : মনের মতো ফল না-হওয়ায় আত্মঘাতী সুতির মাধ্যমিক উত্তীর্ণ

আশ্রমে এখন 22 জনের আবাসিকের মধ্যে একমাত্র মেয়ে মেহেবুন্নেশা (Madhyamik Result 2022)। মা জাহেদা খাতুন বলেন, "অনেক প্রতিকূলতার মধ্যে বড় হয়েছে মেয়ে । ওর সাফল্যে আমি গর্বিত । বড় হয়ে আমার মতো অসহায় মেয়েদের পাশে দাঁড়ালে আরও খুশি হব ।" মায়ের স্বপ্ন পূরণই লক্ষ্য মাধ্যমিকে কৃতী ছাত্রীর । মেহেবুন্নেশা বলেন, "মায়ের ইচ্ছা আমি ডাক্তারি পড়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয় । আমার লক্ষ্যে সেটাই । অনাথদের পাশে থাকতে চাই আজীবন ।" আল আমিন মিশন থেকে পড়াশোনা চালিয়ে যেতে চায় মেহেবুন্নেশা । তার লেখাপড়ার সমস্ত দায়িত্ব নিয়েছেন অনাথ আশ্রমের কর্ণধার আইজুদ্দিন মণ্ডল । "মেহেবুন্নেশার পথ চলায় আমাদেরও শুভেচ্ছা রইল," বলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.