কলকাতা, 19 জানুয়ারি: নির্বাচনের দিন পড়েছে ইতিহাস পরীক্ষা ৷ তাই মাধ্যমিক পরীক্ষার দিন বদলের সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ । 27 ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা । আর সেদিনই মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর পর মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ ভোটের দিনে পরীক্ষা হলে সমস্যায় পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে পরীক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের । তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই নির্ধারিত সূচিতে বদল আনল মধ্যশিক্ষা পর্ষদ (Madhyamik Exam 2023) ।
গত 29 ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহা । মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক ছিলেন তিনি । 27 ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিনে ওই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন । ফলে দু'দিক বিবেচনা করে পরীক্ষার 23 দিনের মাথায় সূচি বদলাল মধ্যশিক্ষা পর্ষদ । বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তিতে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানান হয়, সাগরদিঘিতে উপনির্বাচন থাকার দরুন ইতিহাস পরীক্ষা 27 ফেব্রুয়ারির বদলে হবে 1 মার্চ ৷ তবে দিন বদল হলেও পরীক্ষাকেন্দ্র এবং সময়ের কোনও পরিবর্তন হবে না-বলেই জানিয়েছে পর্ষদ ।
এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে 23 ফেব্রুয়ারি ৷ শেষ হবে 4 মার্চ । 27 ফেব্রুয়ারি ছিল ইতিহাস এবং 28 তারিখ রয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা । অন্যদিকে 2 মার্চ রয়েছে অঙ্ক পরীক্ষা । প্রতিবছর অঙ্ক পরীক্ষার আগের দিন ছুটি থাকলেও নির্বাচনের কোপে এবার আর তা হল না । তবে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে । কারণ 2 মার্চ উপনির্বাচনের ফল ঘোষণা । সেই দিন রয়েছে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা । তবে কি ফের বদল আসবে রুটিনে ? প্রশ্ন থেকেই যাচ্ছে ৷
আরও পড়ুন : প্রশংসিত নীল-সাদা স্কুল ড্রেসের উদ্যোগ, স্কচ গোল্ড অ্যাওয়ার্ড জিতল বাংলাশ্রী