ETV Bharat / state

সোশাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী যুবক, আত্মহত্যার চেষ্টা বিবাহিত প্রেমিকারও - বহরমপুরের সৈয়দাবাদ ঠাকুরপাড়ায় সোশাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী হলেন এক যুবক

বহরমপুরের সৈয়দাবাদ ঠাকুরপাড়ায় সোশাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী হলেন এক যুবক ।

আত্মঘাতী যুবক
author img

By

Published : Aug 19, 2019, 11:10 PM IST

বহরমপুর, 19 অগাস্ট : সোশাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী হলেন এক যুবক । নাম অনিমেষ রায়চৌধুরি (28) । বহরমপুরের সৈয়দাবাদ ঠাকুরপাড়ার ঘটনা । বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ । ঘটনায় প্রেমিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের বোন অপর্ণা রায় ।

অনিমেষ ও যুবতির সম্পর্কের কথা জানত উভয় পরিবারই । তাঁদের সম্পর্ক ছিন্ন করে পিছিয়ে আসতে বলা হয়েছিল পরিবারের তরফে । কিন্তু উভয়েই তা পারেননি । সম্প্রতি দু'জনের সম্পর্কে ফাটল ধরে । গতরাতে প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলারও চেষ্টা করেন অনিমেষ । কিন্তু কথা হয়নি । পরে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে আত্মঘাতী হন । প্রেমিকের এই পোস্ট দেখে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন যুবতিও । বর্তমানে বহরমপুরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন তিনি ।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

বহরমপুর, 19 অগাস্ট : সোশাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী হলেন এক যুবক । নাম অনিমেষ রায়চৌধুরি (28) । বহরমপুরের সৈয়দাবাদ ঠাকুরপাড়ার ঘটনা । বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ । ঘটনায় প্রেমিকা ও তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের বোন অপর্ণা রায় ।

অনিমেষ ও যুবতির সম্পর্কের কথা জানত উভয় পরিবারই । তাঁদের সম্পর্ক ছিন্ন করে পিছিয়ে আসতে বলা হয়েছিল পরিবারের তরফে । কিন্তু উভয়েই তা পারেননি । সম্প্রতি দু'জনের সম্পর্কে ফাটল ধরে । গতরাতে প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলারও চেষ্টা করেন অনিমেষ । কিন্তু কথা হয়নি । পরে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে আত্মঘাতী হন । প্রেমিকের এই পোস্ট দেখে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন যুবতিও । বর্তমানে বহরমপুরের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন তিনি ।

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

Intro:সোস্যাল।মিডিয়ায় পোস্ট করে,যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। পোস্ট দেখে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার। Body:বহরমপুর - সোস্যাল মিডিয়ায় পোস্ট করে যুবকের আত্মহত্যার ঘটনায় চঞ্চলা ছড়াল বহরমপুরে। প্রেমিকের পোস্ট দেখে আত্মহত্যার চেষ্টা করেন মেমিকাও। বিবাহ বর্হিভুত সম্পর্কের জেরেই আত্মহত্যা বলেই তদন্তে উঠে এসেছে। ঘটনাটি বহরমপুরের সৈয়দাবাদ ঠাকুরপাড়ার। মৃত যুবকের নাম অনিমেষ রায় চৌধুরী(২৮)। ঘটনায় বিবাহিত প্রেমিকা ও তার স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবার। বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, সুস্মিতা মন্ডল ও তার স্বামী অভিজিৎ মন্ডলের নামে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ পুরী বিষয়টি খতিয়ে দেখছে।
দুই পরিবারই অনিমেষ ও সুস্মিতার বিবাহ বর্হিভুত সম্পর্কের কথা জানত। দুজনকে সতর্ক করে সম্পর্ক ছিন্ন করে পিছিয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু দুজনের কেউ পিছিয়ে আসতে পারেনি। সম্প্রতি দুজনের সম্পর্কে চিড় ধরেছিল। রবিবার রাতে সুস্মিতার সঙ্গে কথা বলার চেষ্টা করেও পারেনি। পরে সোস্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী হয় অনিমেষ। সোস্যাল মিডিয়ায় সেই পোস্ট দেখে বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুস্মিতা মন্ডল। তিনি এখন বহরমপুরের এক নার্সিং হোমে চিকিৎসারত।
এদিকে এদিন বহরমপুর থানায় দাদার মৃত্যুর জন্য ওই দম্পতিকে দায়ি করে লিখিত অভিযোগ জানিয়েছেন মৃতের বোন অপর্ণা রায়। ঘটনায় ব্যাপক সোড়গোল পড়েছে বহরমপুরে।Conclusion:ঘটনায় প্রেমিকা ও তার স্বামীকে দায়ি করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.