ETV Bharat / state

পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় স্তরে হেল্পলাইন খোলার অনুরোধ অধীরের

ভিনরাজ্য়ে আটকে থাকা শ্রমিকদের নিরাপত্তা ও তাঁদের খাওয়া-থাকার ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি। তাঁর আবেদন সবার সঙ্গে যোগাযোগের জন্য কেন্দ্রীয় স্তরে বাংলা ভাষায় হেল্পলাইন চালু করা হোক ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 18, 2020, 11:43 PM IST

মুর্শিদাবাদ, 18 এপ্রিল : লকডাউনের জেরে এই মুহূর্তে দেশের নানা রাজ্যে আটকে পড়েছেন এ রাজ্যের শ্রমিকরা । দেশের বিভিন্ন প্রান্তে অর্ধাহারে দিন কাটছে বহু শ্রমিকের । এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি। চিঠিতে মুখ্যমন্ত্রীকে তাঁর অনুরোধ, পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য কেন্দ্রীয় স্তরে বাংলা ভাষায় হেল্পলাইন খোলা হোক । পাশাপাশি যে রাজ্যে তাঁরা রয়েছেন সেখানে তাঁদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করা হোক ।

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে জানা গেছে, দেশের নানা রাজ্যে পশ্চিমবঙ্গের প্রায় 70 হাজার পরিযায়ী শ্রমিক আটকে পড়েছেন। ইতিমধ্যে বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । প্রায় তিন সপ্তাহ কর্মহীন অবস্থায় রয়েছেন শ্রমিকরা । এর জেরে কেউ অর্ধাহারে কেউ বা অনাহারে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই দিল্লি, মুম্বই সহ নানা জায়গায় ঘরে ফেরার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা । অনেকেই ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে বাড়ি ফেরার জন্য আবেদন জানিয়েছেন । এবার তাঁদের ফিরিয়ে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন অধীররঞ্জন চৌধুরি । চিঠিতে বলা হয়েছে, বাংলা ভাষায় হেল্পলাইন খুলে শ্রমিকদের পাশে দাঁড়ানো হোক । এই হেল্প লাইনের উদ্দেশ্য, যাতে শ্রমিকরা যোগাযোগ করতে পারেন ও তাঁদের পরিস্থিতির কথা জানাতে পারেন । সেই মতো পদক্ষেপ করতে পারে সরকার ।

image
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি

সম্ভব হলে শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে । চিঠিতে আরও বলা হয়েছে, যদি এই মুহূর্তে শ্রমিকদের ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে শ্রমিকদের জন্য যেন থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয় । পাশাপাশি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষজনের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বণ্টনের কথাও জানান তিনি ।

মুর্শিদাবাদ, 18 এপ্রিল : লকডাউনের জেরে এই মুহূর্তে দেশের নানা রাজ্যে আটকে পড়েছেন এ রাজ্যের শ্রমিকরা । দেশের বিভিন্ন প্রান্তে অর্ধাহারে দিন কাটছে বহু শ্রমিকের । এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি। চিঠিতে মুখ্যমন্ত্রীকে তাঁর অনুরোধ, পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য কেন্দ্রীয় স্তরে বাংলা ভাষায় হেল্পলাইন খোলা হোক । পাশাপাশি যে রাজ্যে তাঁরা রয়েছেন সেখানে তাঁদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করা হোক ।

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে জানা গেছে, দেশের নানা রাজ্যে পশ্চিমবঙ্গের প্রায় 70 হাজার পরিযায়ী শ্রমিক আটকে পড়েছেন। ইতিমধ্যে বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা । প্রায় তিন সপ্তাহ কর্মহীন অবস্থায় রয়েছেন শ্রমিকরা । এর জেরে কেউ অর্ধাহারে কেউ বা অনাহারে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই দিল্লি, মুম্বই সহ নানা জায়গায় ঘরে ফেরার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা । অনেকেই ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে বাড়ি ফেরার জন্য আবেদন জানিয়েছেন । এবার তাঁদের ফিরিয়ে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন অধীররঞ্জন চৌধুরি । চিঠিতে বলা হয়েছে, বাংলা ভাষায় হেল্পলাইন খুলে শ্রমিকদের পাশে দাঁড়ানো হোক । এই হেল্প লাইনের উদ্দেশ্য, যাতে শ্রমিকরা যোগাযোগ করতে পারেন ও তাঁদের পরিস্থিতির কথা জানাতে পারেন । সেই মতো পদক্ষেপ করতে পারে সরকার ।

image
মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি

সম্ভব হলে শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে । চিঠিতে আরও বলা হয়েছে, যদি এই মুহূর্তে শ্রমিকদের ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে শ্রমিকদের জন্য যেন থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয় । পাশাপাশি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষজনের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বণ্টনের কথাও জানান তিনি ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.