ETV Bharat / state

নওদায় কার্যালয়ে ঢুকে তৃণমূল নেতাকে খুন - নওদায়

নওদায় দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল নেতাকে গুলি ও কুপিয়ে খুন । মৃত নিমাই মণ্ডল নওদা ব্লকের বালি 1 নম্বরের তৃণমূলের অঞ্চল সভাপতি ।

তৃণমূল নেতাকে কুপিয়ে খুন
author img

By

Published : Sep 9, 2019, 10:16 PM IST

Updated : Sep 9, 2019, 10:22 PM IST

নওদা(মুর্শিদাবাদ), 9 সেপ্টেম্বর : দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করার পর কুপিয়ে খুন । মৃতের নাম নিমাই মণ্ডল(52) । মুর্শিদাবাদের নওদা ব্লকের ঘটনা ।

আজ রাত সাড়ে আটটা নাগাদ দলীয় কার্যালয়ে ঢুকে ওই তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা । পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । নিমাইবাবু নওদা ব্লকের বালি 1 নম্বরের তৃণমূলের অঞ্চল সভাপতি ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ । দুষ্কৃতীদের শনাক্তকরণের চেষ্টা চলছে । পুলিশের প্রাথমিক অনুমান, রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে নিমাই মণ্ডলকে ।

নওদা(মুর্শিদাবাদ), 9 সেপ্টেম্বর : দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করার পর কুপিয়ে খুন । মৃতের নাম নিমাই মণ্ডল(52) । মুর্শিদাবাদের নওদা ব্লকের ঘটনা ।

আজ রাত সাড়ে আটটা নাগাদ দলীয় কার্যালয়ে ঢুকে ওই তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা । পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । নিমাইবাবু নওদা ব্লকের বালি 1 নম্বরের তৃণমূলের অঞ্চল সভাপতি ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ । দুষ্কৃতীদের শনাক্তকরণের চেষ্টা চলছে । পুলিশের প্রাথমিক অনুমান, রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে নিমাই মণ্ডলকে ।

Intro:নওদায় তৃণমূল নেতা খুন ঘিরে চাঞ্চল্য। Body:নওদা- নওদায় খুন তৃণমূল নেতা। রাত সাড়ে আটটা নাদাগ দুস্কৃতীরা ঘরে ঢুকে খুন।করে ওই তৃণমূল নেতাকে। মৃতের বাম নিমাই মন্ডল (৫২)। নওদা ব্লকের বালি-১ অঞ্চল সভাপতি ছিলেন নিমাইবাবু। পেশায় তিনি একহন স্কুল শিক্ষকও। গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। দুস্কৃতীদের শনাক্তের চেষ্টা চলছে। রাজনৈতিক খুন বলেই অনুমান পুলিশ ও স্থানীয়দের।
বিস্তারিত পরে দিচ্ছিConclusion:তদন্তে পুলিশ।
Last Updated : Sep 9, 2019, 10:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.