নওদা(মুর্শিদাবাদ), 9 সেপ্টেম্বর : দলীয় কার্যালয়ে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করার পর কুপিয়ে খুন । মৃতের নাম নিমাই মণ্ডল(52) । মুর্শিদাবাদের নওদা ব্লকের ঘটনা ।
আজ রাত সাড়ে আটটা নাগাদ দলীয় কার্যালয়ে ঢুকে ওই তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা । পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । নিমাইবাবু নওদা ব্লকের বালি 1 নম্বরের তৃণমূলের অঞ্চল সভাপতি ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ । দুষ্কৃতীদের শনাক্তকরণের চেষ্টা চলছে । পুলিশের প্রাথমিক অনুমান, রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে নিমাই মণ্ডলকে ।