ETV Bharat / state

নাবালিকাদের ধাক্কা মেরে দাঁড়ালই না পুলিশ ভ্যান ! বিক্ষোভ স্থানীয়দের

author img

By

Published : Jun 30, 2019, 10:05 PM IST

দুই নাবালিকাকে ধাক্কা মেরে পালাল পুলিশের ভ্যান । প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের ।

স্থানীয়দের বিক্ষোভ

বড়ঞা, 30 জুন : দুই নাবালিকাকে ধাক্কা মেরে পালিয়ে গেল পুলিশের ভ্যান । আহতদের নাম সাবানা ইয়াসমিন ও নাসরিন খাতুন । ঘটনায় ক্ষুব্ধ জনতা হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় । বড়ঞা থানার বাহাদুরপুরের ঘটনা । আহতদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবানাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

বাহাদুরপুর চৌমাথার মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল সাবিনা ও নাসরিন । সেইসময় ওই রাস্তা দিয়ে পুলিশের একটি ভ্যান আসছিল । অভিযোগ, স্পিড ব্রেকার পার করতে গিয়ে পুলিশের ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নাবালিকাকে ধাক্কা মারে । স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় ভ্যানটিতে পুলিশ অফিসার ছিলেন । তবুও কোনওরকম সাহায্য না করে সেখান থেকে পালিয়ে যায় ভ্যানটি । এর প্রতিবাদে স্থানীয়রা হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ।

অবরোধের খবর পেয়ে সেখানে পৌঁছায় সিভিক ভলান্টিয়ার । তাতে আরও ক্ষুব্ধ হন অবরোধকারীরা । ঘাতক পুলিশ ভ্যানটিকে আটক ও দোষীদের শাস্তির দাবি জানানো হয় । এরপর বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা । ঘটনার যথোপযুক্ত তদন্তের আশ্বাস দিলে দু'ঘণ্টা পর অবরোধ উঠে যায় ।

বড়ঞা, 30 জুন : দুই নাবালিকাকে ধাক্কা মেরে পালিয়ে গেল পুলিশের ভ্যান । আহতদের নাম সাবানা ইয়াসমিন ও নাসরিন খাতুন । ঘটনায় ক্ষুব্ধ জনতা হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় । বড়ঞা থানার বাহাদুরপুরের ঘটনা । আহতদের বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবানাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

বাহাদুরপুর চৌমাথার মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল সাবিনা ও নাসরিন । সেইসময় ওই রাস্তা দিয়ে পুলিশের একটি ভ্যান আসছিল । অভিযোগ, স্পিড ব্রেকার পার করতে গিয়ে পুলিশের ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নাবালিকাকে ধাক্কা মারে । স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় ভ্যানটিতে পুলিশ অফিসার ছিলেন । তবুও কোনওরকম সাহায্য না করে সেখান থেকে পালিয়ে যায় ভ্যানটি । এর প্রতিবাদে স্থানীয়রা হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ।

অবরোধের খবর পেয়ে সেখানে পৌঁছায় সিভিক ভলান্টিয়ার । তাতে আরও ক্ষুব্ধ হন অবরোধকারীরা । ঘাতক পুলিশ ভ্যানটিকে আটক ও দোষীদের শাস্তির দাবি জানানো হয় । এরপর বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা । ঘটনার যথোপযুক্ত তদন্তের আশ্বাস দিলে দু'ঘণ্টা পর অবরোধ উঠে যায় ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.