ETV Bharat / state

হাইকোর্টের প্রধান বিচারপতির সই জাল করে যাবজ্জীবন সাজার আসামিকে জামিন, গ্রেফতার আইনজীবী - প্রধান বিচারপতির সই জাল

Fake Court Paper Case: প্রধান বিচারপতির সই জাল করে এক আইনজীবী জামিনে মুক্ত করেছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ৷ এবার সেই আইনজীবীকে গ্রেফতার করল সিআইডি ৷

Etv Bharat
ধৃত আইনজীবী
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 7:00 AM IST

Updated : Nov 23, 2023, 7:14 AM IST

ডিআইজি সিআইডি ও আসামির মেয়ের বক্তব্য

মুর্শিদাবাদ, 22 নভেম্বর: হাইকোর্টের প্রধান বিচারপতির সই জাল করে নিম্ন আদালত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে জামিন দেওয়ার ঘটনায় সিআইডির জালে আইনজীবী । একইসঙ্গে এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল সিআইডি । সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দি বাবা লালু শেখকে জামিনে মুক্ত করতেই হাইকোর্টের নির্দেশ জাল করার পরিকল্পনা করেন ছেলে লাবু শেখ । এক আইনজীবীকে সঙ্গে নিয়ে ভুয়ো নথি তৈরির পরিকল্পনা করেছিল লাবু । তাঁকেই গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, তার জন্য প্রায় 27 লাখ টাকা নেন অভিযুক্ত আইনজীবী।

মঙ্গলবার রাতে কাটোয়া থেকে আইনজীবী অরিন্দম রায়কে গ্রেফতার করে সিআইডি । যদিও এখনও পলাতক খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত লালু শেখ । উল্লেখ্য, লালু শেখ নামে এক সাজাপ্রাপ্ত বন্দির মামলায় কলকাতা হাইকোর্টের জামিন সংক্রান্ত নথি জাল করে তা কান্দি আদালতে পেশ করা হয় । সেই নথি দেখে নিম্ন আদালত জামিন দেয় লালুকে । পরে নথি খতিয়ে দেখে বোঝা যায় জামিনের নির্দেশের নথি সম্পূর্ণ ভুয়ো । বিষয়টি জানানো হয় কলকাতা হাইকোর্টে ।

এরপর হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিআইডি । গ্রেফতার করা হয় অভিযুক্ত আইনজীবীকে। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে বুধবার দুপুরে কান্দি মহকুমা আদালতে পেশ করে সিআইডি ৷ তাঁকে 14 দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক সৈকত সরকার । সূত্র মারফত জানা যায়, লাবু শেখকে এই আইনজীবী 27 লক্ষ টাকার বিনিময়ে এমন জাল নথি তৈরিতে সাহায্য করেছেন ৷ এত বড় একটা জালিয়াতি করে আদালত থেকে খুনের আসামীকে জামিন করিয়ে নেয় । যদিও এই বিষয়ে বিস্তারিত কোনও কিছু বলতে চায়নি সিআইডি । নদিয়া ও মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সিআইডি শিমুল সরকার জানান, আইনজীবী অরিন্দম রায়কে গ্রেফতার করা হয়েছে কাটোয়া থেকে । হাইকোর্টের প্রধান বিচারপতির সই নকল করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে জামিন পাইয়ে দেন তিনি । পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তে সিআইডি ।

আরও পড়ুন :

1 প্রধান বিচারপতির সই জাল করে যাবজ্জীবন সাজা প্রাপ্ত বাবার জামিন ! সিআইডি হেফাজতে ছেলে

ডিআইজি সিআইডি ও আসামির মেয়ের বক্তব্য

মুর্শিদাবাদ, 22 নভেম্বর: হাইকোর্টের প্রধান বিচারপতির সই জাল করে নিম্ন আদালত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে জামিন দেওয়ার ঘটনায় সিআইডির জালে আইনজীবী । একইসঙ্গে এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল সিআইডি । সংশোধনাগারে সাজাপ্রাপ্ত বন্দি বাবা লালু শেখকে জামিনে মুক্ত করতেই হাইকোর্টের নির্দেশ জাল করার পরিকল্পনা করেন ছেলে লাবু শেখ । এক আইনজীবীকে সঙ্গে নিয়ে ভুয়ো নথি তৈরির পরিকল্পনা করেছিল লাবু । তাঁকেই গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, তার জন্য প্রায় 27 লাখ টাকা নেন অভিযুক্ত আইনজীবী।

মঙ্গলবার রাতে কাটোয়া থেকে আইনজীবী অরিন্দম রায়কে গ্রেফতার করে সিআইডি । যদিও এখনও পলাতক খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত লালু শেখ । উল্লেখ্য, লালু শেখ নামে এক সাজাপ্রাপ্ত বন্দির মামলায় কলকাতা হাইকোর্টের জামিন সংক্রান্ত নথি জাল করে তা কান্দি আদালতে পেশ করা হয় । সেই নথি দেখে নিম্ন আদালত জামিন দেয় লালুকে । পরে নথি খতিয়ে দেখে বোঝা যায় জামিনের নির্দেশের নথি সম্পূর্ণ ভুয়ো । বিষয়টি জানানো হয় কলকাতা হাইকোর্টে ।

এরপর হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিআইডি । গ্রেফতার করা হয় অভিযুক্ত আইনজীবীকে। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে বুধবার দুপুরে কান্দি মহকুমা আদালতে পেশ করে সিআইডি ৷ তাঁকে 14 দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক সৈকত সরকার । সূত্র মারফত জানা যায়, লাবু শেখকে এই আইনজীবী 27 লক্ষ টাকার বিনিময়ে এমন জাল নথি তৈরিতে সাহায্য করেছেন ৷ এত বড় একটা জালিয়াতি করে আদালত থেকে খুনের আসামীকে জামিন করিয়ে নেয় । যদিও এই বিষয়ে বিস্তারিত কোনও কিছু বলতে চায়নি সিআইডি । নদিয়া ও মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি সিআইডি শিমুল সরকার জানান, আইনজীবী অরিন্দম রায়কে গ্রেফতার করা হয়েছে কাটোয়া থেকে । হাইকোর্টের প্রধান বিচারপতির সই নকল করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে জামিন পাইয়ে দেন তিনি । পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তে সিআইডি ।

আরও পড়ুন :

1 প্রধান বিচারপতির সই জাল করে যাবজ্জীবন সাজা প্রাপ্ত বাবার জামিন ! সিআইডি হেফাজতে ছেলে

Last Updated : Nov 23, 2023, 7:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.