ETV Bharat / state

লালগোলায় 30 লাখের হেরোইনসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

মাদক পাচার করতে গিয়ে লালগোলা পুলিশের হাতে গ্রেপ্তার হল মাদক পাচারকারী । উদ্ধার হল 30 লাখ টাকার হেরোইন ।

পাচারকারী
author img

By

Published : Jul 8, 2019, 9:34 AM IST

Updated : Jul 8, 2019, 9:46 AM IST

লালগোলা , 8 জুলাই : শনিবার প্রায় 30 লাখ টাকার হেরোইন সহ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ । গোপনসূত্রে খবর পেয়ে লালগোলা নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ । উদ্ধার হয়েছে 300 গ্রাম হেরোইন । ধৃতের নাম বাপি শেখ (25 ) । বাড়ি লালগোলা থানার জোৎখামার এলাকায় ।

পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে বাপি লালগোলা নতুন বাসস্ট্যান্ডে হেরোইনের প্যাকেট পাচারের জন্য অপেক্ষা করছিল । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ড এলাকায় হানা দেয় । আটক করে বাপিকে । তল্লাশি চালিয়ে তার থেকে 300 গ্রাম হেরোইন উদ্ধার হয় । এরপরই তাকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ ।

দেখুন ভিডিয়ো

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে সাতদিনের পুলিশি হেপাজতে রাখা হবে । এরপর তোলা হবে বিশেষ আদালতে । প্রসঙ্গত, লালগোলা এক সময় হেরোইন পাচারের খোলা বাজার হয়ে উঠেছিল। পুলিশি ধরপাকড়ে কিছুদিন বন্ধ ছিল । ফের পাচারকারীরা সক্রিয় হওয়ায় আবারও চিন্তা বেড়েছে পুলিশের ।

লালগোলা , 8 জুলাই : শনিবার প্রায় 30 লাখ টাকার হেরোইন সহ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ । গোপনসূত্রে খবর পেয়ে লালগোলা নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ । উদ্ধার হয়েছে 300 গ্রাম হেরোইন । ধৃতের নাম বাপি শেখ (25 ) । বাড়ি লালগোলা থানার জোৎখামার এলাকায় ।

পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে বাপি লালগোলা নতুন বাসস্ট্যান্ডে হেরোইনের প্যাকেট পাচারের জন্য অপেক্ষা করছিল । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ড এলাকায় হানা দেয় । আটক করে বাপিকে । তল্লাশি চালিয়ে তার থেকে 300 গ্রাম হেরোইন উদ্ধার হয় । এরপরই তাকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ ।

দেখুন ভিডিয়ো

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে সাতদিনের পুলিশি হেপাজতে রাখা হবে । এরপর তোলা হবে বিশেষ আদালতে । প্রসঙ্গত, লালগোলা এক সময় হেরোইন পাচারের খোলা বাজার হয়ে উঠেছিল। পুলিশি ধরপাকড়ে কিছুদিন বন্ধ ছিল । ফের পাচারকারীরা সক্রিয় হওয়ায় আবারও চিন্তা বেড়েছে পুলিশের ।

sample description
Last Updated : Jul 8, 2019, 9:46 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.