ETV Bharat / state

Murshidabad News : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় 'অপরাধ', স্ত্রীর মাথা ন্যাড়া করে থানায় আত্মসমর্পণ স্বামীর

author img

By

Published : Jun 23, 2022, 10:11 PM IST

মেয়ে হয়েছে বলে স্ত্রী-কে ন্যাড়া করে 'শাস্তি' দিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের ৷ স্বামীর ফাঁসির দাবি করলেন স্ত্রী ৷ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার ঘটনা(Murshidabad News)৷

Murshidabad News
স্ত্রীর মাথা ন্যাড়া করে থানায় আত্মসমর্পণ স্বামীর

হরিহরপাড়া, 23 জুন : হঠাৎ ঘরে ঢুকে দরজা বন্ধ করল 'গুণধর' স্বামী ৷ বাইরে থেকে সেই দরজায় তালা লাগিয়ে দাঁড়িয়ে ছিলেন শ্বশুর-শাশুড়ি ৷ এরপর স্ত্রী'র হাত-পা-মুখ বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি, "চিৎকার করলে খুন করে ফেলব তোকে ৷ সঙ্গে তোর বাচ্চাকেও ৷" তারপর মেশিন দিয়ে মাথা ন্যাড়া করে দেয় স্ত্রী'র ৷ নিজের ও মেয়ের প্রাণ রক্ষার্থে এই অত্যাচার সেই মুহূর্তে সহ্য করে নেন মহিলা (Lady Punished For Giving Birth of Girl in Murshidabad)৷

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার সোলুয়া বিলধারিপাড়া এলাকায় ৷ এই ঘটনার পর অবশ্য থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত আবদুল্লা শেখ ৷

আরও পড়ুন : Cooch Behar News : ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনা যুবতীর

বিয়ের পর থেকেই পণের দাবিতে চলত মানসিক নির্যাতন ৷ অভাবের সংসার হলেও মেয়ের শান্তির জন্য নগদ টাকা ও কিছু আসবাবপত্র দেন মহিলার বাপের বাড়ির লোকজন ৷ এরপর কন্যাসন্তানের জন্ম দেওয়ায় সেই নির্যাতন বাড়তে থাকে ৷ কিন্তু মাথা ন্যাড়া করে মেয়ে হওয়ার 'শাস্তি' দেওয়ার পর লজ্জায় বাড়ি থেকে বেরোতেন না মহিলা ৷ তাঁর প্রতিবন্ধী বাবা-মা মুম্বইয়ে ভিক্ষাবৃত্তির কাজ করেন ৷ মেয়ের এ হেন অবস্থার খবর পেয়ে বৃহস্পতিবার হরিহরপাড়া থানায় জামাই-সহ মেয়ের শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷

তিনমাসের মেয়েকে কোলে নিয়ে নির্যাতিতা বলেন, "আমি চাই আমার স্বামীর কঠোর শাস্তি হোক ৷ যাতে আর কেউ তাঁদের স্ত্রী'র সঙ্গে এমন করতে সাহস না পায় ৷ ওর ফাঁসি হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না ৷ কিন্তু আমার মতো যাতে কাউকে এমন শাস্তি পেতে না হয় ৷

আরও পড়ুন : Woman assaulted paraded in Delhi: দিল্লিতে যুবতীকে গণধর্ষণ; মাথা মুড়িয়ে মুখে কালি মাখিয়ে ঘোরানো হল রাস্তায়

হরিহরপাড়া, 23 জুন : হঠাৎ ঘরে ঢুকে দরজা বন্ধ করল 'গুণধর' স্বামী ৷ বাইরে থেকে সেই দরজায় তালা লাগিয়ে দাঁড়িয়ে ছিলেন শ্বশুর-শাশুড়ি ৷ এরপর স্ত্রী'র হাত-পা-মুখ বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি, "চিৎকার করলে খুন করে ফেলব তোকে ৷ সঙ্গে তোর বাচ্চাকেও ৷" তারপর মেশিন দিয়ে মাথা ন্যাড়া করে দেয় স্ত্রী'র ৷ নিজের ও মেয়ের প্রাণ রক্ষার্থে এই অত্যাচার সেই মুহূর্তে সহ্য করে নেন মহিলা (Lady Punished For Giving Birth of Girl in Murshidabad)৷

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার সোলুয়া বিলধারিপাড়া এলাকায় ৷ এই ঘটনার পর অবশ্য থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত আবদুল্লা শেখ ৷

আরও পড়ুন : Cooch Behar News : ফেসবুকে প্রেম, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনা যুবতীর

বিয়ের পর থেকেই পণের দাবিতে চলত মানসিক নির্যাতন ৷ অভাবের সংসার হলেও মেয়ের শান্তির জন্য নগদ টাকা ও কিছু আসবাবপত্র দেন মহিলার বাপের বাড়ির লোকজন ৷ এরপর কন্যাসন্তানের জন্ম দেওয়ায় সেই নির্যাতন বাড়তে থাকে ৷ কিন্তু মাথা ন্যাড়া করে মেয়ে হওয়ার 'শাস্তি' দেওয়ার পর লজ্জায় বাড়ি থেকে বেরোতেন না মহিলা ৷ তাঁর প্রতিবন্ধী বাবা-মা মুম্বইয়ে ভিক্ষাবৃত্তির কাজ করেন ৷ মেয়ের এ হেন অবস্থার খবর পেয়ে বৃহস্পতিবার হরিহরপাড়া থানায় জামাই-সহ মেয়ের শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷

তিনমাসের মেয়েকে কোলে নিয়ে নির্যাতিতা বলেন, "আমি চাই আমার স্বামীর কঠোর শাস্তি হোক ৷ যাতে আর কেউ তাঁদের স্ত্রী'র সঙ্গে এমন করতে সাহস না পায় ৷ ওর ফাঁসি হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না ৷ কিন্তু আমার মতো যাতে কাউকে এমন শাস্তি পেতে না হয় ৷

আরও পড়ুন : Woman assaulted paraded in Delhi: দিল্লিতে যুবতীকে গণধর্ষণ; মাথা মুড়িয়ে মুখে কালি মাখিয়ে ঘোরানো হল রাস্তায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.