ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক - Tmc councillor covid positive

কোরোনায় আক্রান্ত হলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান । জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 355 ।

Jangipur tmc councillor covid positive
Jangipur tmc councillor covid positive
author img

By

Published : Jul 16, 2020, 6:01 PM IST

জঙ্গিপুর, 16 জুলাই : কোরোনা পজিটিভ ধরা পড়ল জঙ্গিপুরের বিধায়ক আখরুজ্জামানের লালারস পরীক্ষায় । আজ সকালে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য কলকাতা নিয়ে গেছেন । তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে ।

বিধায়কের আক্রান্তের খবর সামনে আসতেই কলকাতা থেকে মুখ্যমন্ত্রী-সহ শীর্ষ তৃণমূল নেতৃত্বরা খোঁজ নিয়ে যোগাযোগ শুরু করেছেন বলেও পরিবার সূত্রে জানা গেছে ।

এই প্রথম মুর্শিদাবাদের কোন বিধায়ক কোরোনা আক্রান্ত হলেন । আর এই খবর ছড়াতেই জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বর, কাশিতে ভুগছিলেন । কোরোনা উপসর্গ দেখা দেওয়ায় লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয় । তবে জেলায় চিকিৎসা না করিয়ে পরিবার নিজস্ব গাড়িতে তাঁকে কলকাতা নিয়ে যাওয়ায় সতর্কতা নিয়ে প্রশ্ন উঠেছে ।

এদিকে পরিবারের সদস্যদেরও লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয়েছে । আখরুজ্জামানের আক্রান্তের ঘটনায় তৃণমূল কংগ্রেসের জেলা শিবিরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে । কারণ এই কদিন তিনি বেশ কয়েক জায়গায় গেছিলেন । যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের চিহ্নিত করা হচ্ছে ।

জেলায় মোট আক্রান্তের 355, চিকিৎসা চলছে 67 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 7 জনের ।

জঙ্গিপুর, 16 জুলাই : কোরোনা পজিটিভ ধরা পড়ল জঙ্গিপুরের বিধায়ক আখরুজ্জামানের লালারস পরীক্ষায় । আজ সকালে নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । পরিবারের লোকজন তাঁকে চিকিৎসার জন্য কলকাতা নিয়ে গেছেন । তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হচ্ছে বলে পরিবার সূত্রে জানা গেছে ।

বিধায়কের আক্রান্তের খবর সামনে আসতেই কলকাতা থেকে মুখ্যমন্ত্রী-সহ শীর্ষ তৃণমূল নেতৃত্বরা খোঁজ নিয়ে যোগাযোগ শুরু করেছেন বলেও পরিবার সূত্রে জানা গেছে ।

এই প্রথম মুর্শিদাবাদের কোন বিধায়ক কোরোনা আক্রান্ত হলেন । আর এই খবর ছড়াতেই জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বর, কাশিতে ভুগছিলেন । কোরোনা উপসর্গ দেখা দেওয়ায় লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয় । তবে জেলায় চিকিৎসা না করিয়ে পরিবার নিজস্ব গাড়িতে তাঁকে কলকাতা নিয়ে যাওয়ায় সতর্কতা নিয়ে প্রশ্ন উঠেছে ।

এদিকে পরিবারের সদস্যদেরও লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয়েছে । আখরুজ্জামানের আক্রান্তের ঘটনায় তৃণমূল কংগ্রেসের জেলা শিবিরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে । কারণ এই কদিন তিনি বেশ কয়েক জায়গায় গেছিলেন । যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের চিহ্নিত করা হচ্ছে ।

জেলায় মোট আক্রান্তের 355, চিকিৎসা চলছে 67 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 7 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.