জঙ্গিপুর, 18 ফেব্রুয়ারি : শাহিনবাগ মডেলে জঙ্গিপুরের ফ্যাটারনিটি মুভমেন্টের আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে । আজ এই আন্দোলন 17 দিনে পড়ল । সংগঠনের লাগাতার আন্দোলনের জেরে এলাকা ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে বলে দাবি স্থানীয়দের একাংশের ।
এদিকে গতকাল সংগঠনের সর্বভারতীয় সভাপতি আনসার আবু বকর ধরনা মঞ্চে আসেন । ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভানেত্রী শাহাজাদী পারভিন, রাজ্য সম্পাদক মণ্ডলীর দুই সদস্য আবু তাহের আনসারি ও শেখ মোজাফফর এলাকায় থেকেই আন্দোলনের রূপরেখা তৈরি ও সাধারণ মানুষকে দলে টানার কাজ চালাচ্ছেন বলেও অভিযোগ । ফ্যাটারনিটি মুভমেন্টের সর্বভারতীয় সহ সভাপতি রোহিনা খাতুন, রাজ্য সভাপতি আরাফাত আলিকে ধরনামঞ্চে বক্তব্য রাখতে দেখা গিয়েছে ।
প্রসঙ্গত, CAA, NRC ও NPR বিরোধী জোট গড়তে গত 2 ফেব্রুয়ারি জঙ্গিপুরে গণধর্ণা মঞ্চ গড়ে আন্দোলন শুরু করে ফ্যাটারনিটি মুভমেন্ট । শুরুতে হাজিরা কম থকলেও এখন মহিলাদের উপস্থিতিও বাড়ছে ধরনামঞ্চে । AIMIM, ওয়েলফেয়ার পার্টি, পপুলার ফ্রন্টের মতো সংগঠনেরও এর পিছনে প্রত্যক্ষ মদত আছে বলে দাবি অনেকের ।
জেলা পুলিশের দাবি, মুর্শিদাবাদে আসাদউদ্দিন ওয়াইসির দল AIMIM এখনও ঘাঁটি গাড়তে পারেনি । কিন্তু, স্থানীয় মানুষ বেশ কয়েকটি মুসলিম সংগঠনের জড়িত থাকা নিয়ে প্রশ্ন তুলেছে । তাদের প্রশ্ন, ফ্যাটরনিটি মুভমেন্ট আসলে কী চায়? নাকি 2021 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন চাঙ্গা করার কৌশল? এদিকে ধরনা তুলতে পুলিশ কোনও উদ্যোগ না নেওয়ায় পুলিশের ভুমিকা নিয়েও উঠছে প্রশ্ন । সবমিলিয়ে জঙ্গিপুরে উত্তেজনা ক্রমশ বাড়ছে ।